
আবু আলী হাবু আলী – রোজ করে চুলোচুলি
খসলেই তাল থেকে তিল,
যেকেহ তুললে চড় – অন্যে ভুলে হাশর
খুব তবু দু’জনার মিল।
হাবু কভু খেলে পান – আবু পাশে গায় গান
সজোরে চিবিয়ে ডাল ভাজা,
কোথাও জিতলে আবু – ভাবে ধাপ ফেলে হাবু
যেন সে মঞ্চে জাগা রাজা।
আবু যদি কিনে হাঁস – হাবু দ্বেষে রুই মাছ
দু’পথে দু’জনে ফিরে বাড়ি,
আহারের কালে রাতে – না পেলে ছালুন পাতে
না দিয়ে খায় না কেউ আড়ি।
ধরলে হাবুর জ্বর – আবু করে ধড়ফড়
ডাক্তার এনে তবে থামে,
সুস্থ হলেই ফের – ছোড়াছুড়ি করে জের
ব্যঙ্গে দোঁহের রাখা নামে।
একদিন আবু আলী – চিরতরে গেলো চলি
ঘুমালো হাবুও করে মান,
দেখে বলে লোকজন – প্রমাণ রেখেছে ক্ষণ
দু’টি দেহে এক ছিল প্রাণ।
ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।
১২টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
মহান আল্লাহ সবারই এমন জুটি করে রাখুক। আপনার প্রতিটি লেখায় আলাদা আলদা স্বাদ অনুভুত তৃপ্ত আমি।
খুব ভালো লাগল বোরহান ভাই।
বোরহানুল ইসলাম লিটন
ভীষণ অনুপ্রাণিত হলাম!
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত মজিরব ভাই!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন নিরাপদে থাকুন।
মোঃ মজিবর রহমান
আপনি কি ফেবু ব্যাবহার করেন ? করলে আইডি দিবেন কি?
বোরহানুল ইসলাম লিটন
আমি ফেসবুক চালাই খুবই কম মজিবর ভাই।
Borhanul Islam Liton লিখে সার্চ দিলে আইডি পাবেন।
এখানে যে প্রোফাইল পিকচার আছে
একই প্রোফাইল পিকচার ওখানেও দেয়া।
মাছুম হাবিবী
খুব সুন্দর হয়েছে
বোরহানুল ইসলাম লিটন
আন্তরিক ধন্যবাদ জানবেন সতত!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।
আলমগীর সরকার লিটন
সুন্দর এক গল্পময় কবি দা নারী দিবসের শুভেচ্ছা রইল
বোরহানুল ইসলাম লিটন
নিরন্তর ধন্যবাদ রইল কবি দা!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন নিরপদে থাকুন।
হালিমা আক্তার
ভিন্ন মাত্রার কবিতা। ভালো লাগলো।
বোরহানুল ইসলাম লিটন
অশেষ ধন্যবাদ রইল আন্তরিক!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।
সাবিনা ইয়াসমিন
সত্যিকারের বন্ধুত্ব এমনই হয়। দেহ দুটো কিন্তু আত্মা অভিন্ন। ভালো লাগলো ব্যতিক্রমী লেখা।
শুভ কামনা 🌹🌹
বোরহানুল ইসলাম লিটন
অতিশয় অনুপ্রাণিত হলাম!
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন নিরাপদে থাকুন।