হাতের পাঞ্জা আর আঙুল গুলোকে কায়দা করে ধরে; খালি গেলাস নিয়ে বসি! কিছু তরল ঢালি! বলছিনা, কোন সে অংশ জল, নাকি অন্যকিছু? টেবিলের ওই পাড়ে ছায়া! ছায়ার চোখ জন্ম থেকেই ঘোলা। পূণরায় – পুনশ্চ রকম দুর্দান্ত সব ফাগুন চুরির প্রচ্ছন্ন অযুহাত বিদ্ধ! টইটুম্বুর রসালো বায়োলজি বা কেমিস্ট্রির কি চমৎকার গবেষণা! ল্যাবরেটরীর মাইক্রোস্কোপ কাঁচ এড়িয়ে চলে স্বদম্ভে!
শতকের খাটো কিংবা দীর্ঘতায় বাৎসল্যের আচরন। কি করে তফাৎ মাপার করবে সাহস! ডুবন্ত ভাঙা মাস্তলের শীর্ষে দাঁড়িয়ে এঁকে যায় খাড়া পাহাড়ের স্কেচ্। শুন্য হয়ে ঢুকে পড়ে পৃথিবী থেকে শুন্য কেড়ে নিতে। কারো সযত্নে গুছিয়ে রাখা নিপাট বসন্ত বাতাসটুকুও কেড়ে নেয়। খোলা শার্টের আস্তিনে মুছে নেয় ঠোঁটের কোনে লেগে থাকা শেষ জলের অংশ।
অবশেষে গেলাসটা স্বশব্দে ভেঙে টুকরো হয়ে যায়।
তরল গুলো গিয়ে ঢুকে পরে অন্ধকারের পেটে। কাঁচগুলো বসে যায় বুকের ভেতরে নিশ্চিন্তে। বিবরে ঠাঁই নিতে যতটুকু বাকি সে পর্যন্ত……
২২টি মন্তব্য
মনির হোসেন মমি
এনজয়ে দিশাহারা দিকহীন জীবনকে বিপথে ঠেলে দেয়।বিষয় বস্তু তেমন কিছুই বুঝতে পারছিনা।মন্তব্য আসুক আবার আসবো।
বন্যা লিপি
প্রথম মন্তব্যের জন্য ধন্যবাদ মমি ভাই। যেমন ভাবেই ভাববেন,,, বিষয় বস্ত সেটাই। তবে আপনার প্রথম লাইনটায় আপত্তি আছে আমার (আমার একান্ত ব্যাক্তিগত) লেখার মাঝবরাবর আমি এর প্রচুর ব্যাখ্যাও রেখেছি। সহজ করে বলছেন তো আপনারা*। আমি আমার দৃষ্টিভঙ্গিটা এভাবে উপস্থাপন করলাম। লেখার শিরোনামটা লক্ষ্য করুন। সব সমান নয় আপনাদের (?) কাছে যা সব এক দাড়িপাল্লায় ওঠে! আমার কাছে তারপরেও কিছু গভীর সত্য থাকে। কিন্ত দিনশেষে ” সব দোষ নন্দঘোষের পিঠেই চড়ে।
মোঃ মজিবর রহমান
খোলা চোখে যাহা দেখি, অন্তর চক্ষুতে যাহা দেখি সবই কি মিলে যাবে! জানিনা। সবাই ভালো থাকার চেষ্টা করাই ভালো বলে ভাবি।
বন্যা লিপি
যথার্থ মন্তব্য। ধন্যবাদ আপনাকে দাদা।
রোকসানা খন্দকার রুকু
পড়লাম, কিছুটা বুঝলাম। সম্ভবত শোষক- শোষিতের কথা। ভুল হলে মাফি চাই!! শুভ কামনা অশেষ।
বন্যা লিপি
আপনার অনুধদবন ঠিক আছে।
ধন্যবাদ জানবেন। মন্তব্যে মাফ /টাফ ঠিক মানায় না বোধ হয়।
শুভ কামনা।
সাবিনা ইয়াসমিন
এই লেখকের লেখা বুঝতে হলে একটা আধ্যাত্মিক ডিকসনারী লাগবে 🙁
«ছায়ার চোখ জন্ম থেকেই ঘোলা» কিভাবে লেখ!!
কবে যে এমন দুই/এক লাইন লিখতে পারবো ;(
প্রদীপ চক্রবর্তী
একদম, দিদি।
আমি কয়েকবার পড়লাম।
সাবিনা ইয়াসমিন
হাহাহাহা, তোমারও একই অবস্থা! এখন তো লেখককে অনুরোধ করা লাগবে এই লেখার অনুবাদ করে দিতে।
বন্যা লিপি
@প্রদীপ,,,, কয়েকবার পড়েও শব্দার্থ উদ্ধার করতে পারলে না? তাইলে আর লিখে কি হবে?
বন্যা লিপি
আমি আসলে কোনো জাতেরই লেখক না ম্যাডাম! আধ্যাত্মিকতা আরো উপরের বিষয়।
তবে একটা টপিক এলো মাথায়…..এই সরল গরল নিয়ে একটা সিনেমা বানিয়ে ফেললে কেমন হয়?
ভাবছি….. 🤔🤔🤔🤔
সাবিনা ইয়াসমিন
তাইলেই সারছে। এক লেখা বুঝতেই মাথা ঘেমে-নেয়ে একাকার, আবার সিনেমা!!!
ম্যাডাম আপনি কি আমাদের উপর অতিশয় ক্ষিপ্ত? শব্দে ডুবিয়ে, অক্ষরে পুড়িয়ে আমাদের মতো পাতি-পাঠকদের মাইর দেয়ার পরিকল্পনায় লিপ্ত!!
বন্যা লিপি
@সাবিনা……ম্যাডাম আপনি কি আমাদের উপর অতিশয় ক্ষিপ্ত? শব্দে ডুবিয়ে, অক্ষরে পুড়িয়ে আমাদের মতো পাতি-পাঠকদের মাইর দেয়ার পরিকল্পনায় লিপ্ত!!):
হা হা হা হা…… ম্যাডাম আজ ফুল অন মনে হচ্ছে? তবে ক্ষিপ্ততা আছে বৈকি একটু আধটু….থাকতেই পারে!
বাংলা সিনেমায় বিনোদন আছে,,, পোড়াপুড়ি,ডুবাডুবি নাই….
বন্যা লিপি
@সাবিনা: যদি জানা যেত সেলুলয়েডের দৈর্ঘ মোতাবেক দৃশ্যায়নের স্থান সংকুলান হবে কি না! তবে ক্ল্যাপস্টিক পরার আগেই প্যাকআপ হয়ে যেত’ সরল গরল’ নামক মিথ্যে সিনেমার মহরা……
খাদিজাতুল কুবরা
আপু বুঝেছি কিছুটা কিন্তু ব্যক্ত করতে পারছিনা। আপনার লেখা পড়ে নতুন কিছু শব্দ সংযোজন শিখতে পারি সবসময়।
লেখা অব্যাহত থাকুক এটাই চাই
বন্যা লিপি
তুমি যে বুঝবে! সে আমি বুঝি।
এই লেখাটা যে কত্তোদিন পরে জন্ম নিলো! তবু শোকর….জন্মেছে…. আমি চেষ্টাও ছেড়ে দিয়েছি,,,, যখন যেমন হয়! তখন তেমন লিখব।
আমার জন্য দোয়া কোরো।ভালবাসা তোমাকে।
সাবিনা ইয়াসমিন
@বন্যা // তবু শোকর….জন্মেছে…. আমি চেষ্টাও ছেড়ে দিয়েছি,,,, যখন যেমন হয়! তখন তেমন লিখব//
সাবাস! এই হলো বন্যা লিপি। যেমন খুশি তেমন লিখবে, লেখালেখি ছাড়া যাবে না।
বন্যা লিপি
সাবিনা@ সে চেষ্টাতেই লেগে আছি। আমি জানি আমার’ লিখতে ইচ্ছে করে” বিষয়টা ভুলিনি হয়ত…..
হালিমা আক্তার
ডুবন্ত ভাঙ্গা মাস্তলের শীর্ষে দাঁড়িয়ে এঁকে যায় খাড়া পাহাড়ের স্কেচ। অসম্ভব প্রাণ শক্তি। যত আঁধার থাকুক , একদিন ঠিক আলো হয়ে বের হয়ে আসতে হবেই। জানি না কতটুকু বুঝতে পারলাম। শুভ কামনা রইলো।
বন্যা লিপি
আপনি যেভাবেই বুঝবেন,,, লেখা সেভাবেই আপনাকে ভালোলাগা বা মন্দ লাগায় ভাবাবে,,,আমার লেখার সার্থকতাই হবে সেটা।
আপনার প্রতি ও শুভ কামনা।
ছাইরাছ হেলাল
ক্ষতগুলোর শেষ আশ্রয় হৃদয়ের গভীরেই।
আমরা তা লালন-পালন ও করি, জেনে-বুঝে।
বন্যা লিপি
আমৃত্যু থেকে যায় সে ক্ষত, না ঘোচে, না মুছে যায়…