
কবিতা একটা চিন্তার জায়গা
যেমন মাঠ ছাড়া সফল হয় না
তেমন ভাবনা ছাড়া কবিতার
রূপ লাবণ্য ছোঁয়া যায় না;
কবিতার নিখুঁত চক চকে
একটা অস্ত্র আছে যেটা দ্বারা
খুনও হয়- খুন থেকে বাঁচাও যায়-
ন্যায় নীতি ধ্বংস সৃষ্টির কারিগড় বটে!
এখন ভাবনার জায়গায় পেরেক মারা আছে
তবুও বাঁধা মানে না কবিতার রূপ লাবণ্য
বাহারি গন্ধ সুবাস; এমন কি দ্রোহের চাঁদ
হয়ে ঝলমল করে বসে যে কোন কবিতা।
১৫ মাঘ ১৪২৮, ২৯ জানুয়ারি ২২
৮টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
হুম! কবি সাব, চিন্তার ফসল কবিতা
অভাবে দ্রোহ জ্বলে শব্দের মাতিয়া,
সুতে সু, কু তে কু শব্দে মিলিয়া
সত্যে মিথ্যে দ্রোহ কাব্যে সাজিয়া।
সুন্দর প্রকাশ লিটন ভাই।
আলমগীর সরকার লিটন
জি কবি মজিবর দা
সুন্দর কমেন্ট করার জন্য ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন——–
মনির হোসেন মমি
একদম ঠিক অনুভব কবি।
আলমগীর সরকার লিটন
জি কবি মমি দা সঠিক বলেছেন
কমেন্ট করার জন্য ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন——–
বোরহানুল ইসলাম লিটন
ভাবনার ব্যাকুল বিচ্ছুরণই কবিতা কবি দা।
সুন্দর অনুভবে অনন্য সৃজন।
আন্তরিক শুভ কামনা
জানবেন
সতত।
আলমগীর সরকার লিটন
জি কবি লিটন দা
সুন্দর কমেন্ট করার জন্য ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন——–
সাবিনা ইয়াসমিন
প্রতিটি লেখকের ভাবনার প্রতিফলন ঘটে তার লেখায়। হোক গল্প, কবিতা বা অন্যকিছু। লেখক মাত্রই তার ভাবনার প্রকাশের চেষ্টা করেন।
শুভ কামনা 🌹🌹
আলমগীর সরকার লিটন
জি কবি সাবিনা আপু
সুন্দর কমেন্ট করার জন্য ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন——–