
হে বিধি আমার তরে মৃত্যুর রেখো ফরমান,
কখনো ভাবার আগে ’এ ধরণী স্বর্গ সমান!’
চাই না মোহের তালে
হোক না ক্ষণিক এ ভালে
বেহায়া স্বপ্ন দিয়ে দুরাশায় গড়তে দালান,
তার চেয়ে ঢের ভালো যায় যাক নিভে এ পরাণ!
আমি তো তোমার দাস যদি করি মিছে অভিমান,
না হয় অধম জেনে ভেঙে দিও অবলা সোপান!
লঙ্ঘন করে সীমা
খুললে লোলুপ বীমা
দিও না উঠতে তবু ক্ষণকাল উচ্চে জবান,
তার চেয়ে ঢের ভালো যায় যাক নিভে এ পরাণ!
হে আমার অন্তর্যামী!
তুমি বিনে আছে কি যে স্বামী?
বুঝেও হৃদয় যদি সদা গড়ে ভীরু আনচান,
তার চেয়ে ঢের ভালো যায় যাক নিভে এ পরাণ!
ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।
৬টি মন্তব্য
ছাইরাছ হেলাল
পরাণ নিভে যাক এমন চাওয়া চাই না,
পরাণ জ্বলে উঠুক আপন মহিমায়, এটুকুই চাওয়া।
বোরহানুল ইসলাম লিটন
অতিশয় অনুপ্রাণিত হলাম!
কৃতজ্ঞতায় ধন্যবাদ রাখলাম নিরন্তর।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।
আলমগীর সরকার লিটন
বেশ অনুভূতির ছোঁয়া কবি দা
বোরহানুল ইসলাম লিটন
অশেষ ধন্যবাদ ও শুভ কামনা রইল কবি দা।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন নিরাপদে থাকুন।
হালিমা আক্তার
মৃত্যু অনিবার্য। তবুও মৃত্যু কামনা করা যাবে না। জীবনের যত দুঃখ, কষ্ট, যাতনা আছে সবই নিতে হবে সয়ে। ভালো থাকুন। শুভ কামনা রইলো।
বোরহানুল ইসলাম লিটন
অতিশয় অনুপ্রাণিত হলাম!
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।