ভেজাল

আলমগীর সরকার লিটন ২৩ ডিসেম্বর ২০২১, বৃহস্পতিবার, ১১:১৩:০১পূর্বাহ্ন কবিতা ১৩ মন্তব্য

ভাবনার বেড়া জালে
ঠোঁট হাসে সত্যের!
অথচ বুকে হাত-
ভয়ে কাপে দুনিয়া;
হুমকি ধুমকি দৃশ্যপট
তবু ঠোঁট বেঁকে যায়
সত্য বলার কষ্টে-
বাকরুদ্ধ বোবা হয়ে যাই;
সময়ের ওলিতে গণিতে
সত্যের ভেজাল পাই!
আর কতদিন এভাবে থাকবে
দেহের বৃন্দবনে ভেজাল।
০৮ পৌষ ১৪২৮, ২৩ ডিসেম্বর ২১

৬০৫জন ৫৩৪জন

১৩টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ