
ঝরা শিউলীর মতো পড়ে আছি
হাজারো স্বপ্নের ভীড়ে
পূঁজার অর্ঘে পাইনি ঠাঁই
সন্ধ্যা আরতিতে নীড়ে ।
হাজার রাতের গল্প ফুরায়
এক নিমিষের মানে
নিঃসঙ্গতার চার দেয়াল
মেতে উঠে বিরহী গানে ।
রাত জাগি তারা গুনে
শিউলী কুড়াই কুয়াশা মাখি
প্রতি দিনের কর্ম ব্যস্ততায়
বুক ভরে স্মৃতি আঁকি ।
দিন ফুরায় রজনী পোহায়
তবু যেন বাকী সব
মনের অগোচরে জাগে মন
প্রত্যাশার নিরব উৎসব ।
বৃথাই বহন করি জীবনের ভার
হয় তো, নয় তো
সময়ের কোলে ঘুমাবে সময়
এই তো, শেষ তো ।
রচনা ঃ ১১/১২/২০২১
ঢাকা
৮টি মন্তব্য
হালিমা আক্তার
সময়ের কোলে ঘুমাবে সময়। চমৎকার।
শুভ কামনা রইলো।
কামরুল ইসলাম
ধন্যবাদ ও
শুভ কামনা
আলমগীর সরকার লিটন
বেশ ভাবমুখর প্রকাশ কবি দা
কামরুল ইসলাম
ধন্যবাদ ভাই
মোঃ মজিবর রহমান
সুন্দর প্রকাশ কবি ভাই।
কামরুল ইসলাম
ধন্যবাদ
সুপর্ণা ফাল্গুনী
সুন্দর ভাবনার প্রকাশ। অনেক দিন পর লেখা পাচ্ছি। কেমন আছেন? আশা করি সব কুশলে আছে। শুভ রাত্রি
কামরুল ইসলাম
ভাল আছি আপু,
ব্যস্ততার জন্য লিখতেও পারভহি না
প