তার দেহে প্রবহমান মাধবীর রক্ত।
মাধবীর জন্য এখনো আমি শিউলি কুড়াতে যাই।
সে আমার প্রেমিকা ছিল না কোনদিন,
তার রক্তই আমাকে বানাল প্রেমিক পুরুষ।
মায়ের সাথে সাথে আমি ওর জীবন পাহারা দেই।
আমি সকাল পাহারা দেই, বিকাল পাহারা দেই,
শিউলি কুড়াবো বলে সারাটা রাত্রি পাহারা দেই।
মাধবী কুড়াব বলে আমি শিউলি কুড়াতে যাই।
আমি প্রেম কুড়াতে যাই, আমি সম্প্রীতি কুড়াতে যাই।
আমি রোজ শিউলি কুড়াই; আর ধর্ম কুড়ায় সম্প্রদায়।
কোন এক নির্মম ভোরে শিউলি কুড়াতে গিয়ে দেখি—
ছাঁই পড়ে আছে চতুর্দিক।
ধর্ম কুড়াতে গিয়ে ওরা আগুন কুড়ালো,
আর আমি মাধবী কুড়াতে গিয়ে ছাঁই কুড়ালাম।
৬টি মন্তব্য
মনির হোসেন মমি
মুগ্ধ ৴আসছি আবার।
মনির হোসেন মমি
আমি রোজ শিউলি কুড়াই; আর ধর্ম কুড়ায় সম্প্রদায়।
কোন এক নির্মম ভোরে শিউলি কুড়াতে গিয়ে দেখি—
ছাঁই পড়ে আছে চতুর্দিক
বাহ্ মুগ্ধ।
মোঃ মজিবর রহমান
কোষ্ট বুকে ব্যথা অন্তর জুড়ে, সারাশরির জ্বলন্ত শিখায় দাও দাও জ্বলে।
এখন শুনি কমান্ডার মুক্তিযোদ্ধা হইনা। কিন্তু রাজাকার হই। কারে জানাব ব্যথার কষ্ট?
আলমগীর সরকার লিটন
বেশ উপমায় উপলদ্বিকর কাব্যিক ভাবনা কবি দা
হালিমা আক্তার
অসাধারণ উপমায় চিত্রিত। মুগ্ধতা ছুঁয়ে গেল।
সুপর্ণা ফাল্গুনী
অসম্ভব ভালো লাগার একটি কবিতা পড়লাম; সত্য, নির্মম কথাগুলো কে কত সুন্দর ভাবে তুলে ধরলেন। স্যালুট জানাই আপনার সাহসিকতার জন্য