
চায় কি যেতে এই ধরণী ছেড়ে
রোজ বাঁচে যে কষ্ট পেয়ে ঢের!
তাই বুঝি তার বক্ষে উঠে বেড়ে
স্বপ্ন খাতায় নিত্য নতুন জের।
হয়তো সুখের পরতে সে তাজ পথে
করছে তাতে কিস্তি মাপিক ঋণ,
জেনেই তাকে জন্মিলে আজ রথে
মরতে হবে কাল বা পরের দিন।
তবু মানুষ শ্রেষ্ঠ জাতি ভবে
জ্ঞান গরিমায় নেই বলে তার তুল,
ক্যান হেসে কেউ গর্ব করে তবে
নিজকে ভেবে বন্য পশুর তুল??
ছবি ঃ সোনেলা গ্যালারী থেকে।
৭টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
খুব সুন্দর ছন্দময় প্রকাশ কবি দা
বোরহানুল ইসলাম লিটন
আন্তরিক ধন্যবাদ জানবেন নিরন্তর কবি দা।
সুস্থ থাকুন খুব ভাল থাকুন
নিরাপদে থাকুন।
মোঃ মজিবর রহমান
ভাবনাময় প্রকাশ কবি! মাঝে মাঝে খুব মাথার উপর দিয়া চালান যাই।
বোরহানুল ইসলাম লিটন
অশেষ আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা রইল ভাই।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন
নিরাপদে থাকুন।
মোঃ মজিবর রহমান
আপনিও ভাল থাকুন।
হালিমা আক্তার
জন্মিলে মরিতে হইবে এ ভাবনা আমাদের কি আর আছে। খুব সুন্দর ভাবনার প্রকাশ। শুভ কামনা রইলো।
বোরহানুল ইসলাম লিটন
নিরন্তর ধন্যবাদ রইল আপনার জন্য।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন
নিরাপদে থাকুন।