
– আপু, আমি সোনেলায় লিখবো
– তাই! তাহলেতো খুবই ভালো হয় ভাইজান, লেখা শুরু করুন। সোনেলায় আপনার বিচরণ শুভ হোক।
সে-ই থেকে শুরু। দেখতে দেখতে ১ বছর ৪ মাস১১ দিন!! কবে কীভাবে পার হয়ে গেলো আমি অন্তত টের পাইনি। সব সময় মনে হয়েছে, এইতো- মাত্রই এসেছেন এখানে, আমাদের মাঝে! তিনি আর কেউ নন, ব্লগার মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী।
তার প্রতিটি পোস্টে পাঠকের জন্য রেখে দেন ভাবনার অবকাশ। বর্তমানে/পূর্বে অথবা প্রতিনিয়ত ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাবলি নিয়ে সাজিয়ে-গুছিয়ে সুন্দর সাবলীল ভাষায় তিনি তার বক্তব্য তুলে ধরেন পাঠকদের কাছে।
প্রায় বেশিরভাগ লেখকদের পক্ষে নিজের চিন্তাভাবনা গুলোকে বর্ণ/শব্দ মিলিয়ে লেখায় প্রকাশ করা সব সময় খুব সহজ ব্যাপার হয় না, বিশেষ করে সমসাময়িক বিষয় নিয়ে লিখতে হলে অনেক কিছু ভাবতে হয়। যথাযথ তথ্যদি সংগ্রহ করে মুল বক্তব্যের সাথে সামঞ্জস্য পুর্ণ যুক্তি দেখাতে হয়। লেখায় আলোচনা, সমালোচনা গ্রহণের জন্য মানসিক ভাবে তৈরী হতে হয়, তবেই একজন ব্লগার সমসাময়িক লেখা লিখতে পারেন। এসব গুণ আমরা তার মাঝে পেয়েছি/দেখেছি।
সোনেলায় তার বিচরণ পর্যবেক্ষণ করলে দেখা যায় তিনি বেশিরভাগ লেখা লিখেছেন সমসাময়িক বিভাগে। এছাড়া বেশ কিছু কবিতার পাশাপাশি স্মৃতিচারণ পোস্ট দিয়েছেন। তিনি সোনেলায় আসা-অব্দি প্রায় প্রতিটি ব্লগারের পোস্টে গেছেন, তাদের সকলের লেখা পড়েছেন/পড়েন। পোস্ট পড়ে নিজের মতামত দেন। তার মন্তব্য গুলোতে থাকে সহব্লগারের প্রতি আন্তরিক মনোভাব এবং অনুপ্রেরণা।
ব্লগের শীর্ষ মন্তব্যকারী বিভাগে তিনি বহুবার প্রথম স্থান অধিকার করেছেন, যা সোনেলার প্রতি এবং সহব্লগারদের প্রতি তার নিরন্তর ভালোবাসা প্রতিকীরুপে বহন করে।
সোনেলা ব্লগে তার শততম পোস্ট পূর্ণ হলো!
অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা আপনার জন্য সুপ্রিয় ব্লগার। আমরা ধন্য এবং গর্বিত আপনার মতো একজন গুণী লেখককে এখানে- আমাদের মাঝে পেয়ে।
ভালো থাকুন, সোনেলার সাথে সাথী হয়ে থাকুন।
শুভ কামনা- শুভ ব্লগিং 🌹🌹
২১টি মন্তব্য
বোরহানুল ইসলাম লিটন
উনার লেখা সব সময় ভালো।
অশেষ শুভ কামনা ও দোয়া রইল
এমনই ভাবে সুন্দর সুন্দর লেখা দিয়ে যেন ভরে তুলেন সোনেলার সফল ভান্ডার।
আপনার জন্যও রইল নিরন্তর শুভেচ্ছা ও শুভ কামনা।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
অনেক অনেক ধন্যবাদ।
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভ হোক আগামীর পথ চলা।
আরো সুন্দর লেখা উপহার দেন।
শুভকামনা রইল সতত।।।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
আপনার প্রতিও শুভ কামনা রইল ভাইয়া।
রোকসানা খন্দকার রুকু
তিনি লেখেন এবং প্রতিটি লেখা পড়ে মন্তব্য করেন। যা সবাই করে না। তাকে সহব্লগার হিসেবে পেয়ে আমরা গর্বিত।
পথচলা আরও দীর্ঘ ও সুগম হোক এই কামনা।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
আপু অশেষ ধন্যবাদ। শুভ কামনা অফুরান।
সুপর্ণা ফাল্গুনী
ভাইয়ার জন্য অফুরন্ত ভালোবাসা ও শুভকামনা। শততম পোস্টের জন্য অভিনন্দন ভাইয়া। আপনার সমসাময়িক বিষয়ের পোস্ট গুলো খুব ভালো লাগে। সোনেলা ধন্য আপনার মতো ব্লগার পেয়ে। অবিরাম শুভেচ্ছা ও শুভকামনা। ভালো থাকুন সুস্থ থাকুন। সাবিনা আপুকে ও অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা পোস্ট দেয়ার জন্য। শুভ ব্লগিং
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
দিদি অসংখ্য ধন্যবাদ। শুভ কামনা অবিরাম।
মোঃ মজিবর রহমান
একজন সত্যিকার ব্লগার ভাইসাব। তার পোষ্ট লিখা, মন্তব্য প্রতি মন্তব্য দিয়ে তিনি তার আত্বার বাধনে সবাইকে বেধেছেন।
তার প্রতিটি লিখায় বুঝায় সমাজ, মানুষ ও রাষ্টের সাথে মানুষের প্রয়োজন নিহিত থাকে।
তিনি দীর্ঘায়ু ও সুস্থ থেকে আমাদের মাঝে সুন্দর সুন্দর লিখা উপহার দেবেন ইনশাল্লাহ।
সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন।
আলমগীর সরকার লিটন
অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই কবি আলম দা
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
শুভ কামনা রইল ভাইয়া।
মনির হোসেন মমি
তার লেখার মান ভাল আর লেখাগুলো পড়তে স্বাচ্ছন্দ্যবোধ লাগে।
অভিনন্দন ভাইয়া।।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
ধন্যবাদ ভাইয়া।
হালিমা আক্তার
অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা দুজনের জন্য। ভাইয়ার প্রতিটি লেখা গুরুত্বপূর্ণ। অনেক যত্নের ছোঁয়া আছে তাঁর লেখায়।আর সবার লেখা পড়েন এবং মন্তব্য করেন। অভিনন্দন শততম পোস্টের জন্য।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
আপু অশেষ ধন্যবাদ। শুভ কামনা রইলো।
অনন্য অর্ণব
শততম পোস্টের জন্যে শুভেচ্ছা ও শুভকামনা। এভাবেই অলঙ্কৃত করে যান সোনেলা ব্লগের পরবর্তী দিনগুলি। শুভকামনা।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
ধন্যবাদ ভাইয়া।
জিসান শা ইকরাম
ব্লগার মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী একজন পারফেক্ট ব্লগার। একজন ব্লগারের যে সমস্ত গুন থাকা প্রয়োজন তার সব গুলোই আছে তাঁর মাঝে।
সমসাময়িক বিষয়ে লেখাগুলো চমৎকার হয়।
ব্লগার মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরীকে শততম পোস্টের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
অসংখ্য ধন্যবাদ ভাইয়া। শুভ কামনা রইলো।
জিসান শা ইকরাম
সাবিনা ইয়াসমিন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ সহ ব্লগারকে নিয়ে শুভেচ্ছা পোস্ট দেয়ায়।
অনেকদিন পরে একটি শুভেচ্ছা পোস্ট পড়লাম।
শুভ কামনা।
নার্গিস রশিদ
অনেক অনেক অভিনন্দন । শুভ কামনা।