
যখন প্রশান্তির ঢেউয়ে জলে ভাসে, বিদুষী মাঘের সন্যাস-
ঘর ছাড়ে আত্মভোলা বাউল, ঘরের খোঁজে ডানা ঝাপটায় –
প্রজাপতি মন,
বৈরাগের চৈতন্য ফেরানো কি যায় বলো –
নৈঃশব্দ্যের অনির্বাণ বাহুতলে যার স্বপ্ন সোপার্জিত
তুমি তাকে করেছ লালন – রমনীয় আভিজাত্যে ।
নিরঙ্কুশ মঙ্গল কামনায় সিক্ত অশ্রু তব ঝরেছিলো যেথা –
বৈষ্ণব বন্দনা যবে লজ্জিত তব প্রার্থণা তরে –
কি অসম- কি অসীম ছিলো সেই সমান্তরাল যাত্রাভিমুখ,
তারপর ঝড়ো হাওয়ার মাতাল উন্মাদনা দিগ্বিদিক ছোটাছুটি
সময়ের সুবিশাল প্রাচীরে বিচ্ছিন্ন নিষ্পাপ দুটি প্রাণ ।
শরতের শেষ বিকেলে উড়ে যাওয়া কোন গাঙচিলের ডানায়
বাউল খুঁজে ফেরে অনাকাঙ্ক্ষিত ছিন্নপত্রের লেশ –
এই লোকারণ্যের কোলাহলে আজো কেউ কেউ –
ভীষণ রকম একা- বুনো বিহঙ্গের মতোই অর্বাচীন নিরুদ্দেশ।
যেখানে আবেগ খেলা করে বিবেকের কঞ্জুস পদচারণায়
সফলতার লোলুপ হাতছানিতে ভেঙ্গে যায় ধ্যান,
শুরু হয় দেনা পাওনার হিসেব, অপরাপর অভিযোগে ভেস্তে যায়-
সুবিন্যাস্ত স্বপ্ন সম্ভার- লেখা হয় জীবন্ত প্রেমের এপিটাফ,
আধখানা চাঁদের ক্ষীণ আলোয় প্রাণ কি সে ফিরে পায় ?
কত কথা জমে আছে কত অগণিত ব্যথাতুর সুর –
মহাভারতের পদাবলী হয়ে-
তোমাকে শোনাবো বলে হৃদয় মঞ্জিলে সাজিয়েছি থরে থরে
তুমি বুনো বিহঙ্গ হয়ে ছুটে গেলে- মালতী সন্ধ্যায়
এখনো প্রহর নির্ঘুম অবচেতন মনে তব প্রতীক্ষায় ।।
১৭টি মন্তব্য
বন্যা লিপি
প্রথম হইতে মন চায়…. হইলাম…..। আবার পড়ব তারপর মন্তব্য।
অনন্য অর্ণব
জ্বী বুবু অবশ্যই। প্রথম হতে পারাটা কি খুব গুরুত্বপূর্ণ? আমার বোধোধিক চিন্তার জো নাই, তাই নিরুপনে ব্যর্থ। ধন্যবাদ সবাইকে দেওয়া যায় না তাই ভালোবাসা আর শ্রদ্ধা নিরন্তর 💝
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
চমৎকার প্রকাশ। ধন্যবাদ ভাইয়া।
অনন্য অর্ণব
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া 💝
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
সুস্থ আর ভালো থাকবেন।
মোঃ মজিবর রহমান
অতি ভাবনীয় গুরুগাম্ভীর্য লেখা অর্ণব ভাই। কিছু জায়গায় মাথার উপর দিয়া যায়। ভালো লাগলো। শুভ ব্লগিং।
অনন্য অর্ণব
অনেক অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা নিরন্তর ভাই। ভালো থাকবেন সবসময়।
আলমগীর সরকার লিটন
চমৎকার ভাবনাময়
অনন্য অর্ণব
ধন্যবাদ ভাই 💝
সুপর্ণা ফাল্গুনী
শুধু বলবো খুউব ভালো লাগলো ভাইয়া । অসম্ভব সুন্দর একটা প্রেমের কবিতা উপহার দিলেন। অবিরত শুভকামনা রইলো
অনন্য অর্ণব
প্রেম চির-শ্বাশত। প্রেম নিয়ে লিখতে পারলাম কই আর। অনেক অনেক ধন্যবাদ আপু। ভালো থাকবেন সবসময়। শুভকামনা সতত 💝
রোকসানা খন্দকার রুকু
এমন লিখতে পারে কজন। আর আমার মতো অবোধের ব্যাখ্যা সাধ্য নেই। শুভ কামনা অশেষ।।।
অনন্য অর্ণব
বাব্বাহ !! আপু যে কি বলেন 🙂 আপনার মতো লিখতে পারলেই তো হতো। অনেক অনেক ভালোলাগা আপু। ভালো থাকবেন সবসময়।
উর্বশী
কত কথা জমে আছে কত অগনিত ব্যাথাতুর সুর।
তেমনি তুমি বুনো৷ বিহংগ হয়ে ছুটে গেলে — মালতী সন্ধ্যায়।
এখনো প্রহর নির্ঘুম অবচেতন মনে তিব প্রতীক্ষায়।
প্রতিটি লাইনেই এক একটি কবিতা সৃষ্টি হতে পারে।
এক কথায় অপূর্ব। বেশ ভাল লেগেছে। অশেষ ধন্যবাদ।
অনন্য অর্ণব
আপনার লেখাও কিন্তু হৃদয় ছুঁয়ে যায়। ভালো থাকবেন সবসময়। শুভকামনা।
হালিমা আক্তার
চমৎকার ভাষা শৈলী। মুগ্ধতা ছুঁয়ে গেল।
অনন্য অর্ণব
অসংখ্য ধন্যবাদ আপু। শুভ কামনা রইলো 💓