
সুজল গাঁয়ের ধারে,
আজও সে শায়েরী নিশি-দিন জাগে মানুষের সারে সারে।
ছোট কুঁড়ে ঘরে বসত করতো আবদুর রহমান,
বয়সের ভারে দেহ ছিল তার জরা ব্যাধিদের প্রাণ।
ছেলে মেয়ে ছিল সংসার ভরা নাতি-পুতি বারো জন,
তবু সে গুণতো আনমনে একা নিরজনে বসে ক্ষণ।
বলতো না কভু কাউকেই ডাকি রয়েছে সুখে না দুখে,
মনের বাঞ্ছা পাঁচ ওয়াক্ত নামাজেই দিতো রুখে।
নিশীথের শেষে প্রভাত যখনই মেলতো শুভ্র আঁখি,
জায়নামাজে সে বসে হতো এক অন্তর ভাঙা পাখি।
বিধাতার দোরে নামাজ অন্তে তুলে দুইখানি হাতে,
ব্যাকুল রোদনে আব্দার যতো গেঁথে দিতো মোনাজাতে।
বলতো যখন নবীজির কথা মাতা হারানোর স্মৃতি,
ছড়ায়ে পড়তো পাড়াময় বেগে চির জাগা এক প্রীতি।
সকলে ভুলতো বিছানার মায়া ওযু করবার তরে,
আল্লাহ্ আল্লাহ্ ধ্বনিতে জাগতো রমণীরা অন্তরে।
হোসেনের কথা বলতে যখন যেতো ফোরাতের তীরে,
কান খাড়া রেখে শুনতে সকলে ভাসাতো বক্ষ নীরে।
এমনি ভাবেই যেতে যেতে দিন দুঃখ বা সুখ মাখি,
চলনে সে হলো মানুষের হৃদে ভোরের সুরেলা পাখি।
হঠাৎ সেদিন প্রভাতের শেষে এলো সকালের তান,
গাইলো না তবু মধুর কণ্ঠে আবদুর রহমান।
সকলেই এলো অস্থির পদে খোঁজ নিতে তাড়াতাড়ি,
এসে দ্যাখে পাখি বেঘোর ঘুমায়ে সুর গেছে তারে ছাড়ি।
ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।
১০টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
সুন্দর লাগল অন্তমিল কবি দা
বোরহানুল ইসলাম লিটন
নিরন্তর ধন্যবাদ ও শুভ কামনা রইল কবি দা।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন নিরাপদে থাকুন।
মোঃ মজিবর রহমান
ইসলামের ইতিহাস ধর্মীয় প্রকাশ খুব ভালো লাগল ভাই।
বোরহানুল ইসলাম লিটন
কবিতাটি আমার এক আত্মীয় দাদাকে নিয়ে লেখা মজিবর ভাই।
অশেষ ধন্যবাদ ও শুভ কামনা রইল আপনার জন্য।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন
নিরাপদে থাকুন।
মোঃ মজিবর রহমান
আমার খুব ইচ্ছে ধর্মীয় কাহিনীনির্ভর কিছু লিখা কিন্তু মনোযোগ সহকারে সময়, অবস্থান সর্বপরি পরিবেশ আমাকে সহায় দিচ্ছে না। ভালো থাকুন বোরহানুল ভাই।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
ধর্মভিত্তিক চমতকার প্রকাশ। ধন্যবাদ।
বোরহানুল ইসলাম লিটন
অশেষ ধন্যবাদ রইল।
সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
শুভ কামনা রইল।
ছাইরাছ হেলাল
আপনার এমন লেখা এই প্রথম পড়ে ভালোই লাগলো।
বেঘোর ঘুম ই এখন আমাদের সঙ্গী!
বোরহানুল ইসলাম লিটন
অশেষ কৃতজ্ঞতা রইল।
আন্তরিক ধন্যবাদ জানবেন সতত।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন নিরাপদে থাকুন।