অস্তাচলের খেয়ায়

হালিমা আক্তার ২৭ সেপ্টেম্বর ২০২১, সোমবার, ১১:৪২:২২অপরাহ্ন কবিতা ১৫ মন্তব্য

আমি তোমার মতো হতে চেয়েছিলাম

তোমাদের মতো হতে চেয়েছিলাম,

মেঝে ঘষে কতরূপে পরিবর্তন করলাম

কতভাবে নিজেকে সাজালাম।

 

ছেঁড়া ছেঁড়া কিছু স্বপ্ন আমারও ছিল

আমি নারী, আমার কি স্বপ্ন দেখতে আছে

কবে কখন স্বপ্ন গুলো, বিন্দু বিন্দু ফোঁটায়

ঝরে পড়েছিল সুপ্ত মাটির বুকে

জানা হয়নি আজও।

 

তোমাদের নিয়ে ব্যাস্ত ছিলাম

তোমাদের মাঝে নিজের ছবি

না না সূতোয় বুনেছিলাম,

তোমাদের ঘিরেই ছিল স্বপ্ন রাজ্য।

 

জীবনে কেউ কখনো কারো মতো

হতে পারে না , যখন বুঝতে পারলাম

তখন ক্লান্ত পা অবসাদ গ্রস্থ।

আমি যতবার তোমাদের মত হতে চেয়েছি

ততোবারই গিরগিটির মতো রং বদলিয়েছো

যখন তোমাদের নাগাল পেতে মশগুল

তখন তোমরা আকাশ ছোঁয়ায় মত্ত।

 

প্রভাতের রঙিন আলোয় যাত্রা করেছিলাম

এখন সূর্য পশ্চিম দিগন্তে রেখা ছুঁয়ে যায়,

বহুদিন পর আয়নায় দেখলাম নিজেকে

ভাঙা গড়ায় ছিন্নভিন্ন একটা অবয়ব।

 

নিজেকে বড় অচেনা মনে হল

আপন সত্ত্বা গুলো হারিয়ে গেল,

আজ আমাকে ভাঙতে চাই

ভেঙে চুরমার করতে চাই নিজেকে

ফিরে পেতে চাই আমার আমি কে।

৮১৬জন ৭০৫জন
0 Shares

১৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ