
আমি তোমার মতো হতে চেয়েছিলাম
তোমাদের মতো হতে চেয়েছিলাম,
মেঝে ঘষে কতরূপে পরিবর্তন করলাম
কতভাবে নিজেকে সাজালাম।
ছেঁড়া ছেঁড়া কিছু স্বপ্ন আমারও ছিল
আমি নারী, আমার কি স্বপ্ন দেখতে আছে
কবে কখন স্বপ্ন গুলো, বিন্দু বিন্দু ফোঁটায়
ঝরে পড়েছিল সুপ্ত মাটির বুকে
জানা হয়নি আজও।
তোমাদের নিয়ে ব্যাস্ত ছিলাম
তোমাদের মাঝে নিজের ছবি
না না সূতোয় বুনেছিলাম,
তোমাদের ঘিরেই ছিল স্বপ্ন রাজ্য।
জীবনে কেউ কখনো কারো মতো
হতে পারে না , যখন বুঝতে পারলাম
তখন ক্লান্ত পা অবসাদ গ্রস্থ।
আমি যতবার তোমাদের মত হতে চেয়েছি
ততোবারই গিরগিটির মতো রং বদলিয়েছো
যখন তোমাদের নাগাল পেতে মশগুল
তখন তোমরা আকাশ ছোঁয়ায় মত্ত।
প্রভাতের রঙিন আলোয় যাত্রা করেছিলাম
এখন সূর্য পশ্চিম দিগন্তে রেখা ছুঁয়ে যায়,
বহুদিন পর আয়নায় দেখলাম নিজেকে
ভাঙা গড়ায় ছিন্নভিন্ন একটা অবয়ব।
নিজেকে বড় অচেনা মনে হল
আপন সত্ত্বা গুলো হারিয়ে গেল,
আজ আমাকে ভাঙতে চাই
ভেঙে চুরমার করতে চাই নিজেকে
ফিরে পেতে চাই আমার আমি কে।
১৫টি মন্তব্য
বোরহানুল ইসলাম লিটন
‘জীবনে কেউ কখনো কারো মতো হতে পারে না’
চরম সত্য বলেছেন।
বেশ হৃদয়গ্রাহী কবিতা।
আন্তরিক শুভ কামনা জানবেন সতত।
হালিমা আক্তার
চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা রইলো।
আলমগীর সরকার লিটন
বেশ ভাবনাময় প্রকাশ কন্যা দিবসের অনেক শুভেচ্ছা রইল
হালিমা আক্তার
চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা রইলো।
উর্বশী
নিজের ডুপ্লিকেট খুঁজে পাওয়া যায়না বলেই প্রশ্ন জাগে,আসে নিজের কাছে। আমার আমিটা কে?
অন্যের জন্য নিজেকে বদলে ফেলাটা কঠিন বাস্তবতায় মোড় নিলেও সেই ” অন্য “র তো বিবেক- বোধ কাজ করেনা।তখনই নিজেকে ভাঙা গড়ায় আমরা অভ্যস্ত হয়ে যাই।
চমৎকার উপলব্ধির সুন্দর সাবলীল প্রকাশ করেছেন লেখায় আপু।ভাল ও সুন্দর থাকুন শুভ কামনা সব সময়।
হালিমা আক্তার
আমাদের মেয়েরা কখনো বাবা মা, কখনো স্বামী সন্তানের জন্য নিজের সবটুকু দিয়ে দেয়। বিনিময়ে প্রাপ্তির খাতায় কি থাকে। তখনই নিজেকে ফিরে পেতে ইচ্ছে করে। চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা রইলো। ভালো থাকবেন।
সুপর্ণা ফাল্গুনী
মেয়েরা প্রতিনিয়ত গিরগিটির মতো নিজেকে বদলাতে বাধ্য হয় , বিধাতার এ এক আজব সৃষ্টি- মেয়েদের কেই বারবার পরিবর্তিত হতে হয়। নারী মানেই এক অঙ্গে বহু রূপ। নিজের চাওয়া পাওয়া কে জলাঞ্জলি দিয়েই জীবন যুদ্ধে টিকে থাকতে হয়, বাঁচতে হয়। সুন্দর লেখনী। অবিরাম শুভেচ্ছা ও শুভকামনা
হালিমা আক্তার
আপনার চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা রইলো।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
আমাদের সমাজে নারীর প্রতি বিদ্বেষমূলক আচরণ করা হয়। অথচ ইসলামে নারীর মর্যাদা আর সম্মান অপরিসীম। সুন্দর লেখা — ‘ছেঁড়া ছেঁড়া কিছু স্বপ্ন আমারও ছিল
আমি নারী, আমার কি স্বপ্ন দেখতে আছে
কবে কখন স্বপ্ন গুলো, বিন্দু বিন্দু ফোঁটায়
ঝরে পড়েছিল সুপ্ত মাটির বুকে
জানা হয়নি আজও’।
হালিমা আক্তার
চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা রইলো।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
আপনার প্রতিও শুভ কামনা রইলো।
ছাইরাছ হেলাল
অস্তাচলের সত্যতা খুব ই কঠিন, সাথে না-পাওয়া না-মিলানো হিশেবের খাতা।
তবুও জীবন, এমন ই জীবন।
হালিমা আক্তার
সত্যি বলেছেন, জীবন বহমান চলতেই থাকে। শুভ কামনা রইলো।
রোকসানা খন্দকার রুকু
আমরা নিজেকে অন্যের জন্য বদলে ফেলি। তবুও চেনা হয় না, চিনতেও পারেনা কেউ।।।
হালিমা আক্তার
বদলাতে বদলাতে বদলাতে নিঃশেষ করে দিও। কারো আপন হওয়াটা কষ্টকর হয়ে পড়ে। শুভ কামনা রইলো।