সাদা মুখ

আলমগীর সরকার লিটন ২৩ সেপ্টেম্বর ২০২১, বৃহস্পতিবার, ১১:১২:৩৮পূর্বাহ্ন কবিতা ১২ মন্তব্য

পাগলা হাসি বড্ড সাদা মুখে খাঁটি
একটু হলোও সবাই জীবনটাকে
একটা লাল সালু ভাবি আর ভাবি!
আসলে কি জীবন পানি এরকম?
সময় বড় নড়ভর- ভাবাই যায় না
ঘড়ির কাটা কখন উল্টে যায়।

তবুও ভাবি একটা কিছু স্বপ্নের ঘোর
রঙিন পৃথিবী কিংবা কাক ডাকা ভোর
লাল সালু পাজির রশি- পাপের দাড়ি
বুক পাঁজরে আর না তোর কপালে ভাবি
শুধু শুধু পাগলা হাসি বড্ড সাদা মুখে খাঁটি!
একটুখানি ভেসে যায় জলছবির সাদা মুখ।

০৮ আশ্বিন ১৪২৮, ২৩ সেপ্টেম্বর ২১

৫০০জন ৪২৫জন

১২টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ