গলি পথ

আলমগীর সরকার লিটন ১৯ সেপ্টেম্বর ২০২১, রবিবার, ১০:৫৬:৪৫পূর্বাহ্ন কবিতা ১৩ মন্তব্য

অর্থ ছাড়া কবিতার হাত পা চোখ মুখ
দেহের রূপ লাবণ্য গঠন হয় না-
চুল খসে যাওয়া ভাবনাগুলো ছাড়াও
কবিতা দুচোখে দেখাই যায় না;

গভীর থেকে সেই চিন্তা রস আনতে হবে
না হলে কবিতাকে স্পর্শও করা যাবে না
কবিতাকে একবার পলক আকর্ষণ করে না
বার- বার- বার- বার পলক ফালাতে হয়,
তাহলেই নিঃশ্বাস নেয়া যাবে কবিতার বুকে;

সব কবিতার সুর কাল্পনিক সুন্দর কারণ
গলি পথ একটাই- আমরা সেই গলি পথে হাঁটি
ইচ্ছা ফুরায়! তবুও পথ চিনতে ভুল করি
চল বার বার হেঁটে যাই কবিতার গলি পথ।
০৪ আশ্বিন ১৪২৮, ১৯ সেপ্টেম্বর ২১

৮৩৩জন ৬৬০জন

১৩টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ