
তুই কি আমার
ডায়রি হবি ?
একলা থাকার সঙ্গী হবি ?
মাঝে মাঝে রাত দুপুরে
সবাই যখন ঘুমিয়ে পড়ে ,
চাঁদের আলো যায়না দেখা
অমাবস্যার গহীন রাতে ,
তখন যদি চোখ থেকে
গড়িয়ে দু’ ফোটা অশ্রু পড়ে
রুমাল হয়ে থাকবি পাশে |
তুই কি আমার
ডায়রি হবি ?
একলা থাকার সঙ্গী হবি ?
সকাল সন্ধ্যা ব্যাস্ত সময়
নিশুতি রাতে দু’চার শব্দ, লিখবো যখন
চোখ রেখে তোর মলিন পাতায় |
তুই কি আমার
ডায়রি হবি ?
দিনের আলোয় ঘুম পাড়াবো
রাত দুপুরে আসর বসাবো ,
রোজনামচায় ভরে তুলবো
তোর খালি পাতাগুলো ,
তুই কি তখন, খুব রাগ করবি ?
তুই কি আমার
ডায়রি হবি ?
গোপন প্রেমের সঙ্গী হবি ?
চুপি চুপি সংগোপনে
মনের কথা বলবো তোকে ,
দেখিস! আর যেন কেউ না শোনে |
তুই কি আমার
ডায়রি হবি ?
ঝিঁ ঝিঁ পোকা ডাকে যখন
বাঁশঝাড়ে ওই জোনাই জ্বলে ,
তোর বুকেতে মাথা রেখে
যদি কখনও ঘুমিয়ে পড়ি ,
আলতো ছোঁয়ার পরশ দিয়ে
মায়ায় জড়িয়ে রাখিস তখন |
তুই কি আমার
ডায়রি হবি ?
বয়েসের ভারে ক্লান্ত যখন
মাথার চুলে ধরবে পাক ,
পিছন ফিরে দেখবো তোকে
মোটা ফ্রেমের চশমা চোখে ,
স্মৃতিগুলো খুঁজে নিবো
তোর স্নেহের বাহুডোরে |
তুই কি আমার
ডায়রি হবি ?
একলা থাকার সঙ্গী হবি ?
দুঃখ সুখের সুতোয় গাঁথা
রঙিন মলাটে বাঁধবো তোকে ,
রাখবো খুব সযতনে আলমারির
ওই নতুন তাকে |
শতুই কি আমার
ডায়রি হবি !
একলা থাকার সঙ্গী হবি।
১৬টি মন্তব্য
বোরহানুল ইসলাম লিটন
ডায়রির সাথে সুন্দর জীবনের ইতিকথা।
অতিশয় হৃদয়গ্রাহী নিবেদন।
আন্তরিক শুভ কামনা জানবেন সতত।
হালিমা আক্তার
চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা রইলো।
মোঃ মজিবর রহমান
দারুন! প্রকাশ ডায়রী পাতায় ডায়রি হয়ে শব্দ বুনুন।
হালিমা আক্তার
চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা রইলো।
আলমগীর সরকার লিটন
খুব সুন্দর অনুভব প্রকাশ কবি আপু
হালিমা আক্তার
চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা রইলো।
ছাইরাছ হেলাল
সঙ্গী আমাদের চাই-ই, শুধু জানিনা কে কখন আমার সেই কাঙ্খিত জনের দেখা মিলবে।
হালিমা আক্তার
সঙ্গী ছাড়া জীবন অচল। সে হতে পারে কোন ব্যক্তি বা বস্তু। ধন্যবাদ ও শুভকামনা রইলো।
ত্রিস্তান
এমন একটা ডায়রি হতে পারাটা একজন প্রেমিকের সবচেয়ে বড় পাওয়া। অনেক অনেক শুভকামনা।
হালিমা আক্তার
চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা রইলো।
রোকসানা খন্দকার রুকু
এমন করে চাইলে অবশ্যই হবে, কেন নয়!!
শুভ কামনা রইলো।
হালিমা আক্তার
সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা রইলো।
সুপর্ণা ফাল্গুনী
চমৎকার উপস্থাপন আপু। ডায়েরির মতো আপন কেউ হতে পারে না। যার বুকে অজস্র শব্দমালা, হৃদয়ের কথোপকথন নিভৃতে যতনে থাকে। অফুরন্ত শুভকামনা রইলো। শুভ সন্ধ্যা
হালিমা আক্তার
চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা রইলো।
সৌবর্ণ বাঁধন
নারীরা প্রেমিক চায় ডায়েরির মতো। যাকে আগলে রাখা যায়, সময়ে অসময়ে আপন করে লেখা যায় লাইনের পর লাইন।কিন্তু পুরুষ তো স্বভাবে সুতো ছেড়া ঘুড়ি! সুন্দর লিখেছেন।
হালিমা আক্তার
অসাধারণ মন্তব্য। ডায়রি নিজের মত করে ধরে রাখা যায়। নিজের কথাগুলো খুব সহজে বলা যায়। শুভ কামনা ও কৃতজ্ঞতা।