
ভেজা সকাল টা নুয়ে পড়েছে ইট-সুরকির
শরীর জড়ানো বাহারি বাগান-বিলাসে ;
সারমেয় গুলো বড্ড শোরগোল বাধাচ্ছে,
কিছুতেই গলির রাজত্ব ছেড়ে দিবে না;
সাথে যোগ হয়েছে পাতি-কাকের বেসুরো মিটিং, সমাবেশ। ময়লার ভাগাড়ে মুখ থুবড়ে পড়ে আছে নষ্ট আকাঙ্ক্ষার দ্বিমুখী ফলাফল।
নেশালু চোখে ঝরছে বিরহের বিমূর্ততা;
বদ্ধ ঘরে রবির আলো দেয় না ধরা- সেখানে আছে বনসাই আর কৃত্রিম আলোক উৎসব।
খোলা আকাশটাকে ছুঁয়ে দেখতে হাজারো বিধিনিষেধ- ঝুলে আছে নেমপ্লেটে খোদাই করা বর্ণমালায়;
বন্দী পাখিরা খাঁচা ছেড়ে উন্মুক্ত আকাশে উড়বার অপেক্ষায়।
চিচিঙ্গা ফুলের শুভ্রতা এই শহরে নিমন্ত্রিত হয়না কখনো; আটপৌরে শাড়ির অগোছালো আঁচলে নীলপদ্ম ফোঁটে না আয়েসি জীবন-বায়োস্কোপে।
ছবি-নেট
২৫টি মন্তব্য
সাবিনা ইয়াসমিন
শহুরে জীবন বায়স্কোপ দেখেই অভ্যস্ত। এখানের পথেঘাটে বুনোফুলের দেখা মেলেনা, নেই মহীরুহ, বনসাইয়ের রাজত্বে খুঁজে ফিরি প্রকৃতির সান্নিধ্য।
মন উদাস করা কবিতায় ভালো লাগা রইলো।
শুভ রাত্রি 🌹🌹
সুপর্ণা ফাল্গুনী
মন্তব্যে মনটা ভরে গেল আপু। ভালো থাকুন নিরাপদে থাকুন। ভালোবাসা অবিরাম 🌹🌹
আলমগীর সরকার লিটন
অসাধারণ এক ভাবনার প্রকাশ কবি দিদি অনেক শুভেচ্ছা রইল
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ ভাইয়া। অবিরাম শুভ কামনা
ছাইরাছ হেলাল
বেসুরো নীলপদ্মদের কাছে পেলে ভালো হতো, কত ফুলে কত পাপড়ি হিসেবটা বুঝে নেয়া যেত।
নেশালু বিষণ্ণ বিমূর্ততায় হাপুস নয়ন হয়নি সেটাই ভাগ্য।
অনেক দিন পর পর হলে ও পুষিয়ে দিয়েছেন, সুন্দর লিখে।
সুপর্ণা ফাল্গুনী
আমার ও হিসাবটা দরকার। এমন মন্তব্যের পর ভালোলাগা ছুটে চলে দুর্বার গতিতে। সুন্দর বলেছেন এতেই পূর্ণ হয়ে গেলাম। নিরন্তর শুভকামনা
মোঃ মজিবর রহমান
আসলেই শহুরে জীবন বন্দি ইট পাথর আর যন্ত্রমানব যানবাহনের শব্দে সীমাহিন গতিতে এগিয়ে যায় সংগে মানুষের মনও ভাবনার সময় কোথায় দিদিমনি।
শুভ সকাল।
সুপর্ণা ফাল্গুনী
ঠিক বলেছেন ভাইয়া। পাশে থাকার জন্য কৃতজ্ঞ। ভালো থাকুন নিরাপদে থাকুন
রোকসানা খন্দকার রুকু
চোখে নেশার ভাগার বসিয়ে লাভ কি? তবুও খুঁজছি শহুরে জীবনের কোনায় কোনায় যদি কিছু মেলে পুরোনো , চিরন্তন।পাওয়া হয়তো হয়না তবুও,,,
সুপর্ণা ফাল্গুনী
খুঁজতে থাকুন আমিও খুঁজি যে আগে পাবে ভাগ দিয়েন। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
দারুণ প্রকাশ — “চিচিঙ্গা ফুলের শুভ্রতা এই শহরে নিমন্ত্রিত হয়না কখনো; আটপৌরে শাড়ির অগোছালো আঁচলে নীলপদ্ম ফোঁটে না আয়েসি জীবন-বায়োস্কোপে”।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। অনুপ্রেরণায় রাখার জন্য কৃতজ্ঞতা জানাই। নিরাপদে থাকুন সুস্থ থাকুন
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
শুভ কামনা রইলো দিদি।
হালিমা আক্তার
শহুরে জীবনের সব জায়গায় ইট পাথরের দেয়াল ঘেরা। মাঝে মাঝে জানালার ফাঁক গলে একচিলতে আলোর রশ্মি ভুল পথে ঢুকে পরে। বদ্ধ ঘরের কপাট ভেদ করে আকাশ ছোঁয়া হয়ে উঠে না।
সুপর্ণা ফাল্গুনী
আপনার সুন্দর মন্তব্যের জন্য সবসময় খুব ভালো লাগে। ভালো থাকবেন সুস্থ থাকবেন।
আরজু মুক্তা
আমাদের এখন বনসাই ভালো লাগে। সেই পরিবেশ নিজেরাই নষ্ট করেছি।
সুপর্ণা ফাল্গুনী
হুম আমাদের এখন কৃত্রিমতা, বদ্ধ ঘর ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ আপু। নিরন্তর শুভকামনা রইলো
রেজওয়ানা কবির
বায়োস্কোপের নেশা আমায় ছাড়ে না,,
কিন্তু শহুরে বায়োস্কোপ এমনই যেটা ইট পাথরের দেয়ালে আবদ্ধ। আমাদের ভাবনা চিন্তাগুলোই তো এই সংকীর্ন দেয়ালে আটকে থাকে। ভালো লাগল দিভাই। শুভকামনা।
সুপর্ণা ফাল্গুনী
চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ আপু। পাশে থাকার জন্য কৃতজ্ঞ। অফুরন্ত শুভকামনা রইলো
সৌবর্ণ বাঁধন
নীলপদ্ম না ফুটলেও কল্পনায় ফোটাতে হয় দিদি। কল্পনাই জীবন। শুভকামনা রইল।
সুপর্ণা ফাল্গুনী
কল্পনাও একসময় আবদ্ধ হয়ে পড়ে, অদৃশ্য শিকলে বন্দি হয়ে যায়। অসংখ্য ধন্যবাদ ভাই। ভালো থেকো সর্বদা। হার্দিক শুভ কামনা
তৌহিদুল ইসলাম
শহরের কৃত্রিমতা আমাদের রোবটিক করে তুলেছে। আবেগ-অনুভূতিহীন মানুষ আমরা ভুলে গিয়েছি প্রকৃতির অপরূপ সৌন্দর্য কথা। এই শহরে প্রাণ নেই, এই শহরের মানুষ কবিতা ভালবাসে না। এই শহরে আমার এখন উদাসীন ঘৃণার অনুভূতি ছাড়া আর কোন আবেগ কাজ করে না।
শুভকামনা আপু।
সুপর্ণা ফাল্গুনী
অসাধারণ লাগলো কথাগুলো। ধন্যবাদ ভাইয়া। অনুপ্রেরণায় রাখার জন্য কৃতজ্ঞতা রইলো। অফুরন্ত শুভকামনা। শুভ রাত্রি
কাজি রাশেদ
কৃত্রিমতার এই শহরে অনিয়ম যখন নিয়ম, অসততা যখন সত্যের মুখোশ পরে নীতি বাক্য ঝাড়ে। তখন ময়লা খাদক কাক তাদের প্রতিবাদ সভায় জড়ো হয়। ঘৃণা প্রকাশ করে সমস্বরে। দারুন লিখেছেন।
সুপর্ণা ফাল্গুনী
অজস্র অজস্র ধন্যবাদ ভাইয়া। আপনার প্রথম মন্তব্য পেয়ে খুব ভাল লাগছে। ভালো থাকুন নিরাপদে থাকুন। শুভ রাত্রি