ধন্য জীবন

বোরহানুল ইসলাম লিটন ২৪ আগস্ট ২০২১, মঙ্গলবার, ১০:২০:২০পূর্বাহ্ন কবিতা ১২ মন্তব্য

এ কি অপরূপ রূপে মাগো তোর
গড়েছে বদনখানি!
যেদিকে তাকাই সুধা সুরে মিলে
নব নব হাতছানি।

আকাশে বাতাসে ছন্দের দোলা
অম্বুর ধারে গান,
দিবস ঘুমায়ে রজনীর বুকে
ছড়ায়ে চলেছে তান।

জীবন চক্র সুজলা চলনে
পাশে পেয়ে সূর শশী,
প্রকৃতির বুক ভরায়ে তুলছে
সদা চুম্বন চষি।

নানা রঙে এসে চঞ্চলা ঋতু
বৃক্ষরাজির তল,
সাজাতে ব্যস্ত কালের প্রবাহ
দিবা-নিশি অবিরল।

দেখে সে কাফেলা ভোলা মাঝি মাগো
গেয়ে উঠে আনমনে,
’ধন্য আমার এ জীবন যদি
মরি মা তোর চরণে!!

ছবি ঃ সোনেলা গ্যালারী থেকে।

৮৩৪জন ৭১৩জন
0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ