
এ কি অপরূপ রূপে মাগো তোর
গড়েছে বদনখানি!
যেদিকে তাকাই সুধা সুরে মিলে
নব নব হাতছানি।
আকাশে বাতাসে ছন্দের দোলা
অম্বুর ধারে গান,
দিবস ঘুমায়ে রজনীর বুকে
ছড়ায়ে চলেছে তান।
জীবন চক্র সুজলা চলনে
পাশে পেয়ে সূর শশী,
প্রকৃতির বুক ভরায়ে তুলছে
সদা চুম্বন চষি।
নানা রঙে এসে চঞ্চলা ঋতু
বৃক্ষরাজির তল,
সাজাতে ব্যস্ত কালের প্রবাহ
দিবা-নিশি অবিরল।
দেখে সে কাফেলা ভোলা মাঝি মাগো
গেয়ে উঠে আনমনে,
’ধন্য আমার এ জীবন যদি
মরি মা তোর চরণে!!
ছবি ঃ সোনেলা গ্যালারী থেকে।
১২টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
চমৎকার রূপায়ন কবি দা
বোরহানুল ইসলাম লিটন
আন্তরিক ধন্যবাদ জানবেন কবি দা।
হালিমা আক্তার
একরাশ মুগ্ধতা ছুঁয়ে গেল। শুভ কামনা রইলো।
বোরহানুল ইসলাম লিটন
নিরন্তর ধন্যবাদ রইল আপনার জন্য।
সুপর্ণা ফাল্গুনী
দেশ, মাটি নিয়ে চমৎকার কবিতা। দেশকে ভালোবাসি, দেশকে নিয়ে ভাবনা এটাই হওয়া উচিত আমাদের কর্ম। অবিরাম শুভেচ্ছা ও শুভকামনা
বোরহানুল ইসলাম লিটন
মন্তব্যে ভীষণ তৃপ্ত হলাম।
কৃতজ্ঞতায় ধন্যবাদ রইল নিরন্তর।
রোকসানা খন্দকার রুকু
দেশ মানেই মা। এমন কবিতায় একরাশ মুগ্ধতা।
বোরহানুল ইসলাম লিটন
কৃতজ্ঞতায় ধন্যবাদ রইল নিরন্তর।
সাবিনা ইয়াসমিন
মাতৃভূমিকে এমন করেই ভালোবাসতে হয়।
ভালোবাসি আমি আমার জন্মভূমিকে।
অনেক সুন্দর করে লিখেছেন।
শুভ কামনা 🌹🌹
বোরহানুল ইসলাম লিটন
সুন্দর মন্তব্যে তুষ্ট হলাম।
আন্তরিক ধন্যবাদ জানবেন চিরন্তন।
আরজু মুক্তা
জন্মভূমিকে নিয়ে এমন কবিতা খুবই ভালো লাগে।
শুভ কামনা। মুগ্ধতা রাখলাম
বোরহানুল ইসলাম লিটন
গভীরভাবে কৃতজ্ঞ।
আন্তরিক ধন্যবাদ জানবেন সতত।