
বর্ষার রঙিন আকাশের দিকে
তাকিয়ে কিছু সময় কাটাই।
তাকালেই কিছু অর্থ খুঁজে পাই ,
যদিও তার বিশালতায় নিজে ক্ষুদ্র।
তার বিশালতায় নিজেকে হারিয়ে ফেলি
জীবনের গ্লানি, ক্লান্তি ও রুক্ষতাকে।
হৃদয়ে প্রশান্তি লাভ করি।
আকাশ বলে, “ও কিছু নয় !”
“কিছু পেতে হলে দিতে হয়।”
ভাবনাগুলোকে ছুটি দেই
একবুক দীর্ঘশ্বাস দেই,
চোখের নোনা পানি দেই
ঝক্ঝকে একটা হাসি দেই।
আকাশ মুছে দেয় সব
আমি আকাশ হয়ে যাই
বেঁচে থাকার একটুকরো স্পৃহা হয়ে।
২১টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
বেশ বর্ষাময় ভাবনার ছোঁয়া কবি আপু অনেক শুভেচ্ছা রইল
আরজু মুক্তা
ধন্যবাদ ভাই।
শুভ কামনা
বন্যা লিপি
ভারী বোঝাগুলো কখনো হালকা করে নিতে পারলে আমিও একদিন আবার আকাশ দেখব খালি চোখে…..
আরজু মুক্তা
আমাকেও সঙ্গে নিয়েন।
শুভ কামনা
রেজওয়ানা কবির
বিশাল আকাশে আমি জায়গা খুঁজি মাঝে মাঝে, যদিও আমি ক্ষুদ্র তবুও আকাশের বিশালতায় নিজেকে বিলিয়ে দেই নিজের দুঃখ কষ্টগুলোকে সাথে নিয়ে আকাশ থেকেই এই আমিইইই আবার বৃষ্টি হয়ে পড়ি।
আরজু মুক্তা
বৃষ্টি হলেই তো হালকা হওয়া যায়।
শুভ কামনা
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
আহা এভাবে যদি সবকিছু উজাড় করে দেয়া যেতো — আমি আকাশ হয়ে যাই
বেঁচে থাকার একটুকরো স্পৃহা হয়ে।
আরজু মুক্তা
দিলে তো ক্ষতি নাই। প্রকৃতিই তো উজাড় করে দেয়।
শুভ কামনা
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
সুস্থ আর ভালো থাকবেন আপা।
ছাইরাছ হেলাল
আকাশের ও থাকে নিষিদ্ধ সীমা, অস্পষ্ট রেখায়,
ঝাঁ ঝাঁ রোদ্দুর,
থাকে, কিংবদন্তীর মত স্বর্ণলতায় ঝিরঝিরে হাওয়া,
শরৎ বাবুই।
আরজু মুক্তা
আকাশ থেকেও শেখার আছে অনেক কিছু।
শুভ কামনা
রিতু জাহান
মেঘ ঝরিয়ে বরষার আকাশ ঘাসবুক আমার চমৎকার লাগে।
সমুদ্র, পাহাড়, আকাশের কাছে আমার নিজেকেও খুব ক্ষুদ্র লাগে৷
আরজু মুক্তা
শুভ কামনা সবসময়
বোরহানুল ইসলাম লিটন
প্রকৃতি সবসময় শিক্ষা দেয়
কিন্তু আমরা তা গ্রহণ করতে জানি না।
সর্বংসহা প্রকৃতির মতো হলে অন্তর
আত্ম তুষ্টিতে ভরে উঠে জীবনের প্রতিটি বন্দর।
অশেষ মুগ্ধতায় শুভ কামনা রাখলাম নিরন্তর।
আরজু মুক্তা
আল্লাহ কিন্তু সব কিছুই প্রকৃতিতে দিয়ে আমাদের শিখতে বলেছেন। প্রকৃতিই তো আমাদের মা।
আপনার জন্য শুভেচ্ছার ফুল ঝুড়ি।
হালিমা আক্তার
কিছু পেতে হলে কিছু দিতে হয়। পাওয়ার চেয়ে দেওয়ার আনন্দে আত্মহারা হয় হৃদয়। বর্ষার নির্মল প্রকৃতির অপরূপ সৌন্দর্য মন ছুঁয়ে গেল। শুভ কামনা অবিরাম।
আরজু মুক্তা
একদম আপা। দিতে পারলেই মানসিক প্রশান্তি আসে।
ভালো থাকবেন আপা
রোকসানা খন্দকার রুকু
শতকষ্টেও এমন স্পৃহা থাকে বলেই আমরা বাঁচার পথ খুঁজি বা বাঁচতে চাই।
আরজু মুক্তা
একদম। বাঁচার আশা না থাকলে আরও শেষ হতাম।
শুভ সন্ধ্যা
সাবিনা ইয়াসমিন
এক ক্ষুদ্র মনের ভাবনার বিনিময়ে যদি পাই এক আকাশ বিশালতা, তবে তাই হোক। আকাশটাই আমার হোক।
আকাশের দিকে তাকিয়ে থাকলে নিজের ক্ষুদ্রতা যেমন উপলব্ধি করা যায়, তেমনি এটাও উপলব্ধি হয় আকাশের মতো করে নিজেকে গড়ে নিতে পারলে মনটাকেও রং-বেরঙে সাজানো যায়। আমাদের যাপিত জীবন ঐ সাতরঙা রঙধনুর থেকে কোন অংশে কম নয়!
শুভ কামনা 🌹🌹
আরজু মুক্তা
রঙ ধনুর সাত রঙে জীবন রাঙুক।
শুভ কামনা
শুভ সন্ধ্যা