
আমি ভালো আছি ভালো থাকার মতো, যেভাবে ভালো থাকলে মানুষ অনুভূতি শূন্য হয়ে যায়, ঠিক তেমন ভালো।
অথচ আমায় ভালো না রাখতে কত-ইনা আয়োজন চলে প্রকৃতির রঙে-ঢঙে!
এখন অনেক রাত
আমার জানালার কোনে এখনো চাঁদ আলো ছড়ায় কখনো আধা-কখনো ভরা পুর্ণিমায়, কখনো আবার অভিমানে ছুড়ে দেয় ঘোর অমাবস্যা/
প্রবল অন্ধকার ছুঁয়ে দিতে চায় নির্ঘুম দু’চোখের তারা!
তোমার প্রতি দৃষ্টি ফিরিয়ে নেবার পরে প্রতিদিন আকাশ দেখি, যে আকাশের অবারিত নীল একদিন বেচেছিলে বেনামি প্রেমে,
বাহারী আকাশের গায়ে এখনো লেপ্টে আছে শ্রাবণের সুগন্ধি! সেখানে অজস্র প্রশ্ন নিয়ে অপেক্ষায় আছে শারদীয় মেঘনাদ,
বলিহারি মেঘনাদ সফেদ মেঘের মন বোঝেনা,
প্রচ্ছন্ন বৃষ্টি-বাণে বিদ্ধ করে হিয়া,
না-বোঝা প্রহসনে কি আসে-যায় নিরুত্তাপ হিয়ায়!
অ-কবিতা
ছবি-আমার।
২৪টি মন্তব্য
বোরহানুল ইসলাম লিটন
শূণ্যতা আরও অনুভুতি বাড়িয়ে দেয় আপু।
জ্যোৎস্না গড়ে দেয় নির্মল বিরহের চল
অঝোরে ঝরে শ্রাবণ ধারা নিভৃতে ক্ষরণতল।
এ যে অস্ফুট চোখের জল
আপনারে ক্ষয়ে নামে যে বেহালে অরোধ্যে অবিরল।
ভীষণ মুগ্ধতা রেখে গেলাম পাতায়।
আন্তরিক শুভ কামনা জানবেন সতত। সুস্থ থাকুন ভালো থাকুন।
সাবিনা ইয়াসমিন
শূন্যতা আছে বলেই আমরা পূর্ণতা টের পাই।
প্রথম এবং কাব্যিক মন্তব্যর জন্য অনিঃশেষ ধন্যবাদ ভাই।
ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
ছাইরাছ হেলাল
হিয়া ফিয়ার বেইল নাই এই টাইমে।
শরৎ এসেছে, হাসছে স্বরূপে!
সাবিনা ইয়াসমিন
শরৎ বাবু এখন আপনার বাড়ি! আগে বলবেন তো! আমিও শরতের স্বরুপ হাসি দেখতে চাই, আপন হিয়ায় 😇
রিতু জাহান
শ্রাবণের গন্ধ লেগে আছে শরৎ জুড়ে, তাইতো ডাকছে মেঘ, ঝরছে ধারা অবারিত।
পশলা পশলা বৃষ্টির ঝাঁপটা শরৎ কিন্তু লুকোচুরি খেলছে বেশ,,।নীল বেঁচে যেনো নিঃশ্ব সে।
পেঁজাতুলো মেঘের অপেক্ষায় প্রহর গুনছে বেশ
সাবিনা ইয়াসমিন
পেঁজাতুলো মেঘে সয়লাব শ্রাবণের আকাশ-বাড়ি
লুকোচুরি চলছে নীল সাদায়,
ওষ্ঠে হাসি আর নয়নে বরষা নিয়ে ঝরে পরে অপেক্ষার বৃষ্টি.. স্বাগত শরতে
বুঝতে পারছিলাম না বিক্রির বানান বেচে হবে নাকি বেঁচে!
মোঃ মজিবর রহমান
আর দুঃখ ভালো লাগেনা হাসুন
প্রফুল্ল বদন অস্থিমজ্জায় রাখুন
সুদুর অমানিসা যাক ঘুচে নুপুর নাচে
সকল আলোক বর্তিকা উঠুক নেচে।
সাবিনা ইয়াসমিন
আমার কোন দুঃখ নেই,
হাহুতাশার কোন গল্প নেই
আমি ছন্দ বিলাসী..আমি আমার অ-কবিতার কবি;
শুভ কামনা 🌹🌹
মোঃ মজিবর রহমান
খুব ভালো লাগ্লো কবি আপু। ছন্দের তালে নেচে গেঁয়ে উৎফুল্লে সবার মনকে রাঙ্গিয়ে দিন।
রোকসানা খন্দকার রুকু
শূন্যতাকে বেশী পাত্তা দিলেই সমস্যা। জেকে বসে। তবুও মন বলে কথা। চেষ্টা করতে হবে ভালো থাকার।।
সাবিনা ইয়াসমিন
আমাদের সবাইকেই ভালো থাকার চেষ্টা করা উচিত। নিজে ভালো থাকলে সবাইকে ভালো রাখা যেতে পারে।
ভালো থাকুন আপনিও, শুভ কামনা 🌹🌹
রেজওয়ানা কবির
শুন্যতা আছে বলেই হয়তো প্রকৃতির এত আয়োজন আমাদের একা আর অভিমানী করে তোলার। তবে এই শুন্যতার বিষে একাকীত্ব অনুভবের মাত্রাকে চরম আকারে ধারন করতে দিলেই সব চুরমার হয়ে যায়। শুভকামনা আপু সবসময়।
সাবিনা ইয়াসমিন
আপনার মন্তব্য পড়ার পর মনে হয় না জবাব দেয়ার প্রয়োজন আছে, যা কিছু বলতে চাই আপনি সেটাই মন্তব্য তুলে ধরেন।
অনেক অনেক ধন্যবাদ 🌹🌹
হালিমা আক্তার
শুন্যতা আছে বলেই পূর্ণতার জন্য কাটে প্রহর। শুভ কামনা রইলো।
সাবিনা ইয়াসমিন
ছোট্ট আর খুব সুন্দর করে বললেন।
ধন্যবাদ ও শুভ কামনা আপনাকে 🌹🌹
সুপর্ণা ফাল্গুনী
প্রকৃতির রঙ ঢঙ আছে বলেই অনুভূতি তার মত করেই জেগে রয়, বেঁচে রয়। নিঃসঙ্গতার ও সুন্দর রুপ, অনুভূতি আছে। অবিরাম ভালোবাসা 🌹🌹
সাবিনা ইয়াসমিন
একাকী নিঃসঙ্গতা না এলে প্রকৃতির রুপে অবগাহন করা যায় না। কিছু সময় নিজেকে একা রাখতে হয়, কিছু সময় দিতে হয় শুধুই প্রকৃতিকে।
ভালোবাসা অবারিত 🌹🌹
রিতু জাহান
অনুভূতিগুলো শূন্য হলে বেশ হতো।
সেখানে সত্যিই কোনো আক্ষেপ থাকতো না। আবার ভাবি,,সত্যিই কি জড় হয়ে বেঁচে থাকা যায়!
চমৎকার লেখনি।
সাবিনা ইয়াসমিন
❝কিছু অনুভূত হচ্ছে না ❞ এইযে অনুভূতি পাচ্ছি না এটাও একরকম অনুভব-উপলব্দি! জড় হয়ে আসলেই বেঁচে থাকা যায় না, হয়ও না। কিছু একটা তোলপাড় চলতেই থাকে।
শুভ কামনা 🌹🌹
আরজু মুক্তা
শূন্য মনে শূন্যতার অনুভবই আমাদের আবার নিজের জায়গায় ফেরত দেয়।
শুভ কামনা।
সাবিনা ইয়াসমিন
বিন্দু দিয়ে বৃত্ত, বৃত্ত ঘুরে বিন্দুতেই ফিরে আসা।
যাপিত বাস্তবে শূন্যতা বলতে কিছু নেই। সবটাই পূর্ণ হয়ে যায়।
শুভ কামনা 🌹🌹
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
করুণ অনুভবের প্রকাশ — “তোমার প্রতি দৃষ্টি ফিরিয়ে নেবার পরে প্রতিদিন আকাশ দেখি, যে আকাশের অবারিত নীল একদিন বেচেছিলে বেনামি প্রেমে,
বাহারী আকাশের গায়ে এখনো লেপ্টে আছে শ্রাবণের সুগন্ধি! সেখানে অজস্র প্রশ্ন নিয়ে অপেক্ষায় আছে শারদীয় মেঘনাদ”,।
সাবিনা ইয়াসমিন
মতামতের জন্য আপনাকে ধন্যবাদ।
ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
আপনিও সুস্থ আর ভালো থাকুন।