
তুমি আসবে, আগে বললে না কেন?
বললে কি হতো?
ওই কিছু একটা হতো,
কিছু একটা, সেটা আবার কী?
দক্ষিণা বাতায়নে মলিন পর্দাটা সরিয়ে নিতাম।
আর?
ভোরে শিউলিতলা থেকে
শিউলি ফুল কুড়িয়ে রাখতাম।
আর?
তোমায় বসতে দেবার জন্য
কাঠের পিড়ি গড়িয়ে নিতাম।
আর?
নলেন গুড়ের পায়েস করতাম ।
আর?
তৃষ্ণা মেটাতে
মাটির কলসে জল রাখতাম।
আর?
ক্লান্ত দেহে বিশ্রাম নিতে
শীতলপাটি বিছিয়ে রাখতাম।
আর?
শেওলা পড়া পুকুরটায়
ভাঙ্গা পাড় সারিয়ে নিতাম।
আর?
আর! সময় পেলে তোমায় নিয়ে
একটি কবিতা রচিতাম।
ছবি: নেট থেকে।
২১টি মন্তব্য
ছাইরাছ হেলাল
অপেক্ষার ফল ‘মিষ্ট’ হয়, হয়েছে তো, কবিতা তো লিখেই ফেলেছেন।
নিয়মিত লিখুন, ভাল লিখবেন অবশ্যই তাহলে।
হালিমা আক্তার
ব্যস্ততার জন্য লেখার সময় করতে পারিনা। অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
আলমগীর সরকার লিটন
খুব সুন্দর মনভব প্রকাশ কবি আপু
হালিমা আক্তার
অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা।
কামাল উদ্দিন
সত্যি খুব ভালো লেগেছে, আপনার জন্য শুভ কামনা সব সময়।
হালিমা আক্তার
আপনার জন্যেও শুভ কামনা রইলো।
আরজু মুক্তা
কবিতাটা খুবই ভালো লাগলো।
শুভ কামনা আপা। প্রিয়তে দিলাম
হালিমা আক্তার
অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। শুভ কামনা রইলো।
হালিমা আক্তার
অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ। শুভ কামনা রইলো।
সুপর্ণা ফাল্গুনী
সুন্দর আবেগময় লেখা। এমন মিষ্টি চাওয়া পাওয়া পূর্ণ হোক। শিউলি দেখলে মনটা পাগল হয়ে যায় কুড়িয়ে নেয়ার জন্য। অফুরন্ত শুভকামনা রইলো। শুভ রাত্রি
হালিমা আক্তার
অনেক ধন্যবাদ ও শুভকামনা। ভালো থাকবেন।
বোরহানুল ইসলাম লিটন
এ যে হৃদয়ের নিবিড় আলাপন
যা অনায়াসে দোলা দেয় মনে
নির্মলা সুখের এক কাঙ্খিত অনুরণনে।
ভীষণ মুগ্ধতায় শুভ কামনা রাখলাম পাতায়।
হালিমা আক্তার
সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। শুভ কামনা রইলো।
তৌহিদুল ইসলাম
কথোপকথনরত প্রেমিক যুগলের মাঝে খুঁজে পেলাম নিগূঢ় প্রেম। অন্তর্নিহিত শক্তি এমনই হওয়া উচিত।
চমৎকার লিখেছেন আপু। শুভকামনা জানবেন।
হালিমা আক্তার
নিগূঢ় প্রেম না থাকলে ভালোবাসা হারিয়ে যায়। অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য। শুভ কামনা রইলো।
নিতাই বাবু
সুন্দর কবিতা। পাঠে মুগ্ধ! শুভকামনা থাকলো কবি।
হালিমা আক্তার
অসংখ্য ধন্যবাদ। শুভ কামনা অবিরাম।
রেজওয়ানা কবির
তুমি আসবে আগে বললে আমি তোমাতেই নিজেকে প্রতিফলিত করার জন্য সেজেগুজে থাকতাম যা দেখে তোমার চোখ ছানাবড়া হত! তুমি আসবে এতেই আমি খুশি আর কিছু চাই না। আবেগময় লেখা, শুভকামনা।
হালিমা আক্তার
আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইলো।
রিতু জাহান
দ্বৈত কথন,,, চমৎকার!
আমার এমন কবিতা বেশ টানে।
একসময় মেহেদী হাসানের দ্বৈত কথন শুনতাম বুদ হয়ে।
বেশ লিখেছেন।
আহ! গরমে শীতল পাটির পরশ পেলে সে যে বসবেই আসন পেতে।
হালিমা আক্তার
চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা রইলো।