
সপ্তাহব্যাপী এক কোটি প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীকে টিকার আওতায় আনার লক্ষ্যে আগামী ০৭ আগস্ট ২০২১ দেশে পরীক্ষামূলক একদিন করোনা ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন শুরু হতে যাচ্ছে। টিকা মজুদ থাকা সাপেক্ষে আগামী ১৪ আগস্ট থেকে এই ক্যাম্পেইন প্রতিদিন নিয়মিত চলবে। টিকা প্রাপ্য সবাইকে এই টিকার আওতায় আনার পরিকল্পনা নিয়ে সকল জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ে কার্যক্রম হাতে নিয়েছে সরকার। এমন উদ্যোগ অবশ্যই আমরা সাধুবাদ জানাই।
তবে আমরা কোয়ান্টিটির পাশাপাশি কোয়ালিটিও মেইনটেইন করতে চাই। অর্থাৎ টিকা কেন্দ্রে গণমানুষের যতই ভিড় হোক আমরা চাই প্রতিটি স্বাস্থ্যকর্মী যেন অবশ্যই দক্ষতা এবং আন্তরিকতা দিয়ে এই কাজটি সুসম্পন্ন করেন। এরজন্য আমাদেরকেও তাদের সহযোগীতা করতে হবে।
এই কথাটি বলার উদ্দেশ্য হলো, আমাদের স্বাস্থ্যখাতে জনবল কম। তবে এই জনবল দিয়েই কিন্তু আমরা প্রথম থেকেই করোনা মোকাবেলা করছি এবং নিজেদের সর্বোচ্চ দিয়ে সেবা দিয়ে আসছি। তাই আপনাদের কাছে অনুরোধ টিকাকেন্দ্রে সকল নিয়ম মেনে সুশৃঙ্খলভাবে টিকা নিন। একটি সামান্য ভুল অনেক বড় ক্ষতির কারন হতে পারে।
যারা ধৈর্য নিয়ে মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবা দিচ্ছেন তাদের কাছে যখন টিকা নিতে আসবেন যে বিষয়গুলি নিজে থেকেই বলবেন-
– আপনি টিকা রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন কি না? কারন নানা ধরনের তথ্য, আলোচনা ও বিভ্রান্তি পাশ কাটিয়ে বিশৃঙ্খলা এড়াতে অবশেষে স্বাস্থ্য বিভাগ আপাতত জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও নিবন্ধন ছাড়া কাউকে টিকা না দেওয়ার সিদ্ধান্ত বহাল রাখছে। ওই সিদ্ধান্ত ধরে আগামী শনিবার সারা দেশে শুরু হচ্ছে করোনার (কভিড-১৯) বিশেষ টিকাদান কর্মসূচি।
শনিবার এক দিনে সারা দেশের প্রতিটি ইউনিয়নে তিনটি কেন্দ্রে ২০০ জন করে ৬০০ জনকে টিকা দেওয়া হবে। এরপর সাত দিন এই কর্মসূচি বন্ধ থাকবে। ১৪ আগস্ট থেকে পুরো কর্মসূচি আবার শুরু হবে। শনিবার শুধু বয়স্ক, অগ্রাধিকার পাওয়া প্রতিবন্ধী ও অসুস্থদের টিকা দেওয়া হবে।
– রেজিস্ট্রেশন করার পরে কেউ করোনা পজিটিভ হলে করোনা নেগেটিভ স্যাম্পল দেয়ার দিন থেকে ৬-৮ সপ্তাহ বিরতি নিয়ে তারপরে টিকা দিন।
– টিকা দেয়ার দিন হতে বিগত কিছুদিনের মধ্যে জ্বর, সর্দি হয়ে থাকলে টিকা দেয়া থেকে বিরত থাকুন। প্রয়োজনে স্বাস্থ্যকর্মীকে বিষয়টি অবহিত করুন। কারন, আপনার জ্বর হয়েছে ভালোও হয়ে গিয়েছেন, কিন্তু সেটি যে করোনা সংক্রমণ ছিলো তা পরীক্ষা না করার কারনে আপনি হয়তো নিজেও জানতেন না।
এছাড়াও অন্যান্য শারীরিক সমস্যা যেমন- এ্যাজমা, রক্তচাপ, ক্যান্সার, ডায়াবেটিকস সহ প্রভৃতি অন্যকোন রোগের কোন ঔষধ গ্রহণ করছেন কিনা তাও স্বাস্থ্যকর্মীকে জানান।
কখনওই ভাববেননা যে আপনি টিকা দিতে পারবেন না বা আজ আপনার টিকা গ্রহণ সম্পন্ন না হলে পরবর্তীতে আর দিতে পারবেন না। টিকা আপনি পাবেনই। তবে সেটি যেন স্বাভাবিক প্রকৃয়ায় মাধ্যমে আপনি গ্রহণ করছেন সেদিকে বিশেষ দৃষ্টিপাত করুন।
– টিকা দেয়া হলে কেন্দ্রের পাশেই অন্তত আধাঘণ্টা বিশ্রাম নিন এরপরে বাসায় আসুন।
পরিশেষে একটি কথা, অনেক কাজের চাপে একজন স্বাস্থ্যকর্মীর পক্ষে উপরোক্ত বিষয়ের সবগুলোতে নিজর দিতে ভুলে যেতেই পারেন। তাই নিজ উদ্যোগেই সকল তথ্য দিয়ে তাদের সহযোগীতা করুন।
করোনা টিকাদান কার্যক্রমের সফলতা কামনা করছি।
১৮টি মন্তব্য
জাহাঙ্গীর আলম অপূর্ব
সত্যি আমাদের অনেক করণীয় আছে। আমাদের হাতে আমাদের সুরক্ষা।
শুভকামনা রইল।
তৌহিদুল ইসলাম
আপনার জন্যেও শুভকামনা ভাই।ধন্যবাদ।
ছাইরাছ হেলাল
এখন দেখা যাক এত বড় কর্মসূচি কীভাবে সম্পন্ন হয়, সমসক্ষমতা/দক্ষতার পরীক্ষা এবার।
অসমর্থিত একটি সূত্র দেখলাম এই কর্মসূচি একটু শর্টকাট হতে পারে, তবুও চাই, শুরু তো হোক।
তৌহিদুল ইসলাম
একেকসময় একেক ঘোষণা এবং আদেশে জনগণ বিভ্রান্ত হচ্ছে ভাই। তবুও সকলে টিকা পাক এটাই কামনা। ধন্যবাদ।
আলমগীর সরকার লিটন
ভাল পরামশ ও সচেতনামূলক তৌহিদুল দা অনেক শুভেচ্ছা রইল
তৌহিদুল ইসলাম
আপনাকেও শুভেচ্ছা রইলো ভাই। ধন্যবাদ।
মোঃ মজিবর রহমান
সহমতব ভাই, নিজেদের সুরক্ষা নিজদেরই করা লাগবে।
তৌহিদুল ইসলাম
অবশ্যই ভাই। টিকা গ্রহন এখন জরুরি একটি বিষয় সকলের জন্য। ধন্যবাদ।
আরজু মুক্তা
টিকাদান কার্যক্রম সফল হোক।
তৌহিদুল ইসলাম
অবশ্যই তাই চাই। ধন্যবাদ।
সুপর্ণা ফাল্গুনী
ওকে দেখা যাক কি হয়? সবকিছু সফলভাবে শেষ হোক। টিকা দেয়ার পরও সাবধানে থাকতে হবে, দূরত্ব বজায় রাখতে হবে। আবারো অসংখ্য ধন্যবাদ আপনাকে
তৌহিদুল ইসলাম
একদম ঠিক, দুই ডোজ নিয়েও বীর বাহাদুর হিসেবে ঘোরাফেরা করা অনুচিত যা করছেন অনেকেই।
ধন্যবাদ।
হালিমা আক্তার
মাঠ পর্যায়ে টিকাদান কর্মসূচি সফল হোক। সমস্যা হচ্ছে সাধারন মানুষের স্বাস্থ্যবিধি মেনে টিকা গ্রহণ করতে পারবে কি। শুভ কামনা রইলো।
তৌহিদুল ইসলাম
স্বাস্থ্যবিধি মেনে চলা কঠিন হয়ে উঠছে। তবুও সবাই টিকা পান এটাই চাই। ধন্যবাদ।
মনির হোসেন মমি
নিশ্চিৎ ভোগান্তি ধরে রাইখেন।জনমতে যতটুকু বুঝতে পারছি এবর টিকা প্রায় সবাই নিতে আগ্রহী।ভীড় সামলানোটা কিংবা টিকার সংখ্যার অপ্রুলতায় জনগনকে বুঝানোটা হবে টাফ। তবে আমি আশাবাদী।
তৌহিদুল ইসলাম
ভাই কি যে ভয়ংকর সময় পার করতে হয় টিকা ক্যাম্পে না দেখলে বোঝানো যাবে না। সবাই টিকা পাক এটাই আমরা চেষ্টা করে যাচ্ছি।
ধন্যবাদ ভাই।
জিসান শা ইকরাম
জন গুরুত্বপূর্ণ পোষ্ট।
এমন পোষ্টের জন্য ধন্যবাদ আপনাকে।
তৌহিদুল ইসলাম
আপনাকেও ধন্যবাদ ভাই। জনগন টিকা পাক এটাই কাম্য।
শুভকামনা জানবেন।