বন্ধুত্ব

আলমগীর সরকার লিটন ৩ আগস্ট ২০২১, মঙ্গলবার, ১১:৩৪:২৫পূর্বাহ্ন কবিতা ১৫ মন্তব্য

ঘাত প্রতিঘাত এর মাঝে
বন্ধুত্বের সৃষ্টি সাগর বয়!
রক্তের সম্পর্ক না থাকলও
আত্মার আত্মীয় ঘর বাঁধন ঘর হয়;
মহতের গুণের নাম কি বন্ধু-
ত্যাগের মহিমান্বিত এনে দেয়
বন্ধু থেকে বন্ধুত্ব-
চাঁদের আলো যতদূর দু’চোখ যায়
তার চেয়েও বন্ধুত্বের আলোই সীমাহীন সু-গাঢ়!
বুঝা পুরা সময় তৈরি হয় মন মন
হাটের মাঝে আরেকটা হাটের নাম বন্ধু!
অতঃপর এভাবেই সৃষ্টির উল্লাস করে বন্ধুত্ব।

১৯ শ্রাবণ ১৪২৮, ০৩ আগস্ট ২১

১৭১৬জন ১৬২২জন

১৫টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ