
এইতো সেদিন এলো শব্দের কারুকার্য মন্ডিত লেখা নিয়ে সোনেলার প্রিয় আঙ্গিনায়। সময় বহমান নদীর মতো সেটা আবারো প্রমাণিত হলো, দেখতে দেখতে একটি বছর , বারোটা মাস পার করে দিলো সোনেলায়। তার প্রথম পোস্ট মন্দাকিনী মেয়ে । হাফ সেঞ্চুরি পার করলেন ‘ ‘ইতি পিতাঃ একটি চিঠি! পোস্টের মাধ্যমে। একের পর এক লেখার ধারে কুপোকাত করছে পাঠক বৃন্দকে। বিখ্যাত সব চরিত্রের এতো সুন্দর বিশ্লেষণ ধর্মী লেখা খুব কমই পাওয়া যায়। কবিতার পান্ডুলিপি, লেখনীর সৌন্দর্য পাঠকদের বারংবার পড়তে বাধ্য করে । এ পর্যন্ত ৫১ টি লেখা পোস্ট করেছেন। সোনেলায় ব্লগার সৌবর্ণ বাঁধনের পথ চলা দীর্ঘ থেকে দীর্ঘতর হোক সেই কামনা রইলো । বর্ষপূর্তির অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা রইলো।
সৌবর্ণ বাঁধন :
নিবন্ধন করেছেনঃ ১১ মাস ৩০ দিন আগে
পোস্ট লিখেছেনঃ ৫১টি
মন্তব্য করেছেনঃ ৪০৮টি
মন্তব্য পেয়েছেনঃ ৬২১টি
ছবি -গুগল
২৯টি মন্তব্য
ছাইরাছ হেলাল
অবশ্যই তাঁর পথ চলা চলুক মসৃন গতিতে এমন কামনা আমদের সবার।
তিনি ও আপনি ভাল থাকুন। শুভেচ্ছা ইদের।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ভালো থাকুন নিরাপদে থাকুন শুভকামনা অবিরাম
সৌবর্ণ বাঁধন
শুভকামনা রইল। সোনেলা ব্লগ দীর্ঘ পথ পাড়ি দিক এই প্রত্যাশা।
জিসান শা ইকরাম
পঞ্চাশটি পোস্ট হয়ে গিয়েছে তার!
হাফ সেঞ্চুরী করার জন্য তাঁকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।
আশা করি খুব দ্রুততার সাথে তিনি সেঞ্চুরী পূর্ন করবেন।
শুভ কামনা তাঁর জন্য।
শুভেচ্ছা পোষ্ট দেয়ার জন্য তোমাকে ধন্যবাদ।
সুপর্ণা ফাল্গুনী
দাদা ভাই পঞ্চাশ তম পোস্টের শুভেচ্ছা সেদিন দিলাম তো। এটি তার সোনেলায় আগমনের বর্ষপূর্তি। অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা রইলো। ধন্যবাদ দাদা ভাই
সৌবর্ণ বাঁধন
অনেক ধনবাদ শ্রদ্ধেয় ব্লগার।
সুরাইয়া পারভীন
এমনি করে লেখায় মন্তব্যে কেটে যাক বছরের পর বছর
অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইলো দাদার জন্য
সাথে আপনাকেও অনেক অনেক ধন্যবাদ দিদিভাই
ভালো থাকুন সবসময় ❤️
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর শুভেচ্ছা বার্তার জন্য। ঈদের শুভেচ্ছা রইল
সৌবর্ণ বাঁধন
সোনেলার উঠান মুখরিত তাক জীবনের উচ্ছ্বাসে। ধন্যবাদ জানবেন।
সাবিনা ইয়াসমিন
সৌবর্ণকে বর্ষপূর্তির শুভেচ্ছা। সোনেলায় তার পথচলা আর দৃঢ় হোক। শুভ কামনা রইলো 🌹🌹
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ আপু। ঈদের শুভেচ্ছা রইল। ভালো থাকুন সুস্থ থাকুন
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভেচ্ছা নিবেন।।
শুভকামনা রইল সতত।।।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। ভালো থাকুন নিরাপদে থাকুন। ঈদ মোবারক
সৌবর্ণ বাঁধন
শুভকামনা জানবেন কবি।
আরজু মুক্তা
শুভ কামনা সবসময় সৌবণের জন্য। এতো এতো কঠিন কবিতা লিখেন। আর সেটা বুঝতে বুঝতে সাইকোলজির ডাক্তারেরও প্রয়োজন।
দিদি আপনিও ভালো থাকুন
সুপর্ণা ফাল্গুনী
তাহলেও আপু সৌবর্ণের কাছেই যেতে হবে ও নিজেই একজন সাইকোলজিস্ট 😀😀। অসংখ্য ধন্যবাদ আপু
সুপর্ণা ফাল্গুনী
সাইকিয়াট্রির কোর্সে আছে। স্যরি সাইকিয়াট্রিস্ট এর জায়গায় সাইকোলজিস্ট হয়েছে।
রোকসানা খন্দকার রুকু
বর্ষপূর্তির শুভেচ্ছা ও অনেক অনেক শুভকামনা। আমাদের সাথেই থাকুন।
সুপর্ণা ফাল্গুনী
অনেক অনেক ধন্যবাদ আপু। ভালো থাকবেন সবসময়
সৌবর্ণ বাঁধন
অনেক অনেক ধন্যবাদ জানবেন।
হালিমা আক্তার
সোনেলা ব্লগে দুজনের কবিতা পড়তে দাঁত ভেঙে যাওয়ার উপায় হয়। বার বার পড়েও অর্থ বুঝতে পারিনা। দুজনের মধ্যে সৌবর্ণ বাঁধন একজন। বর্ষপূর্তিতে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা রইলো।
সুপর্ণা ফাল্গুনী
ঠিক বলেছেন আপু। অসংখ্য ধন্যবাদ আপনাকে নিয়মিত পাশে থেকে অনুপ্রেরণায় রাখার জন্য। শুভ সকাল
সৌবর্ণ বাঁধন
অবচেতনের ভাষা কঠিন হয়ে যায়। নিজেও বুঝিনা তার মানে মাঝে মাঝে। সবসময় উৎসাহ দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানবেন।
নার্গিস রশিদ
সুন্দর লিখেছন । অনেক ধন্যবাদ ।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ আপু। অবিরাম শুভেচ্ছা ও শুভকামনা রইলো
সৌবর্ণ বাঁধন
অনেক শুভকামনা শ্রদ্ধেয় ব্লগার।
দালান জাহান
সোনেলায় তার পথচলা আরও সমৃদ্ধ হোক। তার ঋদ্ধ পোস্ট পড়ে আমরা আরও সমৃদ্ধ হই
সুন্দর প্রত্যাশায় অনেক অনেক অভিনন্দন।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। পাশে থাকার জন্য কৃতজ্ঞ ও ধন্যবাদ। ভালো থাকুন নিরাপদে থাকুন শুভকামনা সতত
সৌবর্ণ বাঁধন
ধন্যবাদ ও শুভকামনা রইল। ব্লগের পথচলায় পাশে থাকবেন এই প্রত্যাশা সবসময়।