৪+৪/৪+২
রঙের শোভায় আত্মহারা
ভালোবাসা ফুলে,
হৃদয় সহে কাঁটার আঘাত
যায় রে পুষ্প কুলে।
পবিত্র প্রেম বিরহে গাঁথা
মনে জাগে আশা
প্রেম কাননের ধারে গিয়ে
খুঁজে পায় না ভাষা।
সহে হৃদয় কাঁটার আঘাত
সহে নাহি কথা
মন মালিন্য হলো পারে
প্রাণে লাগে ব্যথা।
যেমন আছে পাতার বাহার
তেমন সুখীর রুপে
আরতিতে যেমন লাগে
আগর বাতি ধুপে।
পাতার শোভা বৃক্ষের সাথে
প্রেমের শোভা মনে
পাতার প্রেমে নতুন গেমে
বলে ক্ষণে ক্ষণে।
রচনাকালঃ
০৫/০৭/২০২১
৫১১জন
৪৪৭জন
১০টি মন্তব্য
সাবিনা ইয়াসমিন
কবিতা ভালো হয়েছে।
৪+৪/৪+২= এটা কি?
জাহাঙ্গীর আলম অপূর্ব
কাব্য চর্চা করেন মাত্রা বিন্যাস বুঝেন।।।।
শুভকামনা রইল সতত।।।
সুরাইয়া পারভীন
৪+৪/৪+২= এটার সমাধান চাই
কবিতা সুন্দর হয়েছে
জাহাঙ্গীর আলম অপূর্ব
কাব্য চর্চা করেন মাত্রা বিন্যাস বুঝেন।।।।
শুভকামনা রইল সতত।।।
আরজু মুক্তা
ভালো লাগলো কবিতা।
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল
সুপর্ণা ফাল্গুনী
সুন্দর কবিতা। ভালো থাকুন নিরাপদে থাকুন শুভকামনা অবিরাম
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল সতত
হালিমা আক্তার
চমৎকার কবিতা। শুভ কামনা অবিরাম।
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল।।।