
একজন প্রকৃত আম উদ্যোক্তা প্রতিদিনের সংগৃহীত আমকে পুষ্টতা, ফ্রেশনেস, সাইজ এবং ফেসভ্যালু বিবেচনায় চার ক্যাটাগরিতে বিভক্ত করে এরপরে বাছাইকৃত এ গ্রেডের আমগুলি অনলাইন ক্রেতাদের কাছে সরবরাহ করেন।
যেহেতু অনলাইন আম ব্যবসা বিশ্বাসের উপরে প্রতিষ্ঠিত। এখানে ছবিতে আম দেখে কাস্টমার অর্ডার করেন। তাই গ্রাহকের চাইবেন তার অর্ডারকৃত আমগুলিও যেন ভালোমানের হয়।
ঠিক একারনেই একজন সৎ উদ্যোক্তা তার রেপুটেশন নষ্ট করতে চাইবেন না বিধায় আপনাদের কাছে একটু বেশী দাম দিয়ে হলেও ভালো আম সরবরাহ করেন।
এখন প্রশ্ন আসতে পারে বাজারে যে আম ৬০/- টাকায় পাচ্ছেন সেই আম আপনি ৮০/- কেন নেবেন?
এর কারন-
বাজারের আম আপনাকে প্রিমিয়াম কোয়ালিটি নিশ্চিত করবে না। দোকানি আপনার কাছে বোম্বাই ক্ষীরশাকে হীমসাগর বলে বিক্রি করলেও আপনি বুঝতেই পারবেন না।
এছাড়া বাজার এবং সুপারশপ থেকে নেয়া আমে কুরিয়ার খরচ এবং প্যাকেটিং এর খরচ লাগেনা, তাই দামও অনেক কম।
এখন একটি চ্যালেঞ্জ গ্রহণ করুন। বাজার থেকে কিছু আম কিনুন আর একই প্রজাতির কিছু আম আমাদের থেকে নিন। দু’দিন পরে আমের ফ্রেশনেস, টেস্ট দেখুন। যদি বাজারের আম জিতে যায় আপনার টাকা ফেরত দেবো।
আর যদি আমাদের আম জিতে তাহলে কথা দিন আবারো আম নেবেন এবং আমিও দাম কম রাখবো, কথা দিলাম।
আমপ্রেমীদের কাছে সুস্বাদু আমের স্বাদ গ্রহণ করা একটি সৌখিনতা। আমি চেষ্টা করেছি এই সৌখিনতা সাশ্রয়ী মুল্যে আপনাদের নাগালে পৌঁছে দিতে।
তা না হলে দেশের সবচেয়ে বড় আম ওয়েব পোর্টালগুলি যখন হিমসাগর ১২০/- টাকা কেজি রেখেছে আমি তখনও ৯০/- টাকাতেই সরবরাহ করেছি।
মনে রাখবেন, আমে সিম্পলের মধ্যে গর্জিয়াস টাইপ কোন ব্যাপার নেই। গর্জিয়াস আম চাইবেন আবার দামও সিম্পল রাখতে বলবেন তাই কি হয়? হ্যা হয়! তবে সে আমের ক্যাটাগরি লেবেলটাও কিন্তু নিম্নগামী থাকে।
টাইমলাইনে প্রতিনিয়ত আম নিয়ে পোষ্ট দিতে গিয়ে দেখেছি অনেকে বিরক্ত হচ্ছেন। শুধুমাত্র অনলাইনে অন্যদের এবং আমাদের আমের কম্প্যারিজনটা যাতে সহজেই বুঝতে পারেন এ কারনেই বারবার পোষ্ট দিয়েছিলাম।
ভালোবাসা সকলের জন্য।
১৫টি মন্তব্য
রোকসানা খন্দকার রুকু
বাজারে নানা ক্যাটাগরির আম। অনেকসময় দেশী আম মিক্স করে তারা কমদামে বিক্রি করে এতে কম দামে পায় হয়তোবা। আপনার ছবির আমগুলো দেখলেই মনে হচ্ছে ফ্রেশ। কারন আমি জানি বোটাসহ যখন আম ছেডা হয় তখন ঠিক এমন থাকে।
সততার জামানা নেই তবুও চালিয়ে যেতে হবে কারন আপনাদের মতো কিছু মানুষ আছে বলেই সততা টিকে আছে। শুভ কামনা ভাই।
তৌহিদুল ইসলাম
সঠিক বলেছেন আপু। আম নিয়ে কত কীর্তি যে দেখলাম না দেখলে জানতামই না এত দুই নম্বরি হতে পারে। তবে যারা সততা নিয়ে ব্যবসা করেছে বাজারে তারাই টিকে থাকবে।
শুভকামনা সবসময়।
মনির হোসেন মমি
অনেক অভিজ্ঞতা অর্জন করলেন।কাজে লাগবে।ব্যাবসা হউক আর না হউক সততা কমিটম্যান্ট রক্ষা একদিন সাফল্য আসবেই।
শুভ কামনা অবিরত।
তৌহিদুল ইসলাম
আশাকরি এই অভিজ্ঞতা কাজে লাগবে আমার নিশ্চিত। কাস্টমারের কাছে সততাটাই বড় বিষয়। সবাই একটু দাম দিয়ে হলেও ভালো জিনিশ নিতে চায় এটা ব্যবসায়ীদের বুঝতে হবে।
শুভকামনা ভাই।
সুপর্ণা ফাল্গুনী
আপনার এই ডেডিকেশন পরবর্তীতে অনেক কাজে লাগবে। আশা করি সবাই আপনার প্রতি সেই বিশ্বস্ততা ধরে রাখবে। আপনার সততার, নিষ্ঠার মূল্য অবশ্যই পাবেন। বাজারে মিশাল আম পাওয়া যায় তাই হয়তো দাম কম আবার তাদের কুরিয়ার চার্জ ও নেই। ভবিষ্যতে বেঁচে থাকলে, সুযোগ হলে অবশ্যই আপনার থেকে আম নেয়ার চেষ্টা করবো। আশা করি ততোদিন আপনি আপনার এই অনলাইন ব্যবসা ধরে রাখবেন। ভালো থাকুন নিরাপদে থাকুন। বাসার সবাই কেমন আছে জানাবেন। সাবধানে থাকবেন
তৌহিদুল ইসলাম
এখন পর্যন্ত যতজন আম নিয়েছেন তারা কেউই নেগেটিভ রিভিউ দেন নি। এটাই আমার পরম প্রাপ্তি। একেকজন আমার কাছে তিনবার করেও আম নিয়েছেন এর রেকর্ডও আছে আমার। সততাটুকু ধরে রেখেছিলাম বলেই এই সন্তুষ্টি অর্জন করতে পেরেছি।
পাশে থাকার জন্য ধন্যবাদ আপু।
মোঃ মজিবর রহমান
সতত ব্যাবস্যা একটি সন্মানীয় পেশা তা খন্ডকালীন বা স্থায়ই যা ই হোক। আর যুগ যুগ ধরে সততার লোক আছে থাকবে।
আমি শুনেছি আমাদের গ্রামে একজন ব্যবসায়ী ছিলো দাম বাড়লেও পুরাতন গুলি সেই দামের বিক্রি করে পরে বেশি দামের গুলি বেশি দামে বিক্রয় করত। আর এখন দাম বাড়ার আগেই দাম বাড়িয়ে দেয়।
আপনাকে ধন্যবাদ এই সময়ে নীতি আদর্শ নিয়ে চলা খুবই কঠিন।
তৌহিদুল ইসলাম
ধন্যবাদ ভাই, আপনার মন্তব্যে অনুপ্রাণিত হলাম। লাভ কম হলেও সততা ধরে রাখার আপ্রাণ চেষ্টা করি। আল্লাহ রহমত করেন এটা বিশ্বাস করি।
শুভকামনা জানবেন।
মোঃ মজিবর রহমান
সততার সঙ্গে আল্লাহ সবসময় বিদ্যমান।
আরজু মুক্তা
অনেক কিছু শিখলাম যা পরবর্তীতে কাজে লাগবে।
শুভ কামনা ভাই
তৌহিদুল ইসলাম
শিক্ষার শেষ নেই আবারো প্রমাণিত। ☺
জিসান শা ইকরাম
ভালো জিনিসের কেনার প্রশ্নে দাম নিয়ে ভাবা উচিৎ নয়।
ভালো জিনিসের মূল্য বেশী হবেই।
মানুষের ইচ্ছে পূরনে মহৎ ব্রত নিয়ে এগোচ্ছেন,
আন্তরিক শুভ কামনা।
তৌহিদুল ইসলাম
আসলেও তাই, ভালো জিনিশের একটু দাম বেশি হয়ই। এটা সবাই বুঝতে চায় না।
ধন্যবাদ ভাই।
ছাইরাছ হেলাল
বাজারের হরেক আমের ভিতরে এত কাণ্ড থাকে আপনি না বললে বিশ্বাসে নিতাম না।
যদিও আমি বেশী দাম দিয়ে ই অনলাইন থেকে কিনি। পার্থক্য কিছুটা বুঝতে পারি।
অনেক অনেক ধন্যবাদ।
তৌহিদুল ইসলাম
আম নিয়ে এবারে বিস্তর অভিজ্ঞতা লাভ করেছি। আমি এটাকে জীবনের শিক্ষা বলেই ধরে নিয়েছি।
শুভকামনা ভাই।