
ঠিক কখন থেকে কবি নজরুলের প্রেমে পড়েছিলাম জানিনা। হয়তো সে ভোর হলো দোর খোলো থেকে যাত্রা শুরু। অথবা দুখু মিয়ার গল্প পড়েই, দুঃখবোধ থেকে তার প্রেমে পড়া।
একে একে কত কবিতা পড়া- খুকি ও কাঠবিড়ালী, লিচু চোর, খাদু দাদু। এতো ছোটদের কবিতা। হয়তো ছোটদের কবিতা পড়তে পড়তেই নজরুলের প্রেমে পড়া। নজরুলের লেখা নারী,সাম্যবাদী, মানুষ, তার প্রতিটি কবিতা যেন হৃদয় ছুঁয়ে যায়। তাঁর বিদ্রোহী কবিতায় এখনো রক্তে কম্পন ধরায়। কবি নজরুল শোষণের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। তিনি মানবতার কথা বলেছেন। তেমনি বাজিয়েছেন প্রেমের বীনা। “মোর প্রিয়া হবে এসো রানী দেব খোঁপায় তারার ফুল”। এমন আহবানে কে না প্রেমে পড়বে।
মানুষকে তিনি বসিয়েছেন সম্মানের সর্বোচ্চ শিখরে। তাইতো তিনি বলেছেন “আমার আমি যে কত অতল অসীম- আমিই কি জানি। কে জানে কে আছে আমাতে মহামহিম”।
মানব প্রেমের এক অসাধারণ মহিমা ছড়িয়ে দিয়েছিলেন তাঁর কবিতায়। নজরুলের গল্প উপন্যাস গুলো আমার কাছে জটিল ও দুর্বোধ্য মনে হয়। তার ব্যথার দান বেদনায় রাঙিয়ে দিয়ে গেলও বুঝা হলো না আজো। তাঁর আনন্দময়ীর আগমন দু’একটি পংক্তি ছাড়া আজও বুঝে উঠতে পারিনি। তবু কেন জানি কবি নজরুল কাছে টানে।
আবৃত্তি করা শখ। কিন্তু কবি নজরুলের কবিতা আবৃত্তি করার সাহস হয় না। অনেকদিনের স্বপ্ন বিদ্রোহী কবিতা আবৃত্তি করার। এ যে বলে না প্রেমে পড়লে যা হয় আর কি! আমার এক বান্ধবী বলেছিল জানিস “নজরুল বেঁচে থাকলে আমি তাঁর প্রেমে পড়ে যেতাম”। ওকে বলিনি আমিতো প্রেমে পড়েই আছি।
বিদ্রোহী কবি নজরুল। মানবতার কবি নজরুল। লেটোর দলে গান গাওয়া নজরুল। আসানসোলের চুরুলিয়ায় রুটির দোকানে কাজ করা নজরুল। প্রিয়তম ছেলের লাশ বাড়িতে রেখে, অর্থের জন্য সম্পাদকের কাছে লেখা জমা দেয়া নজরুল। এমন কবির প্রেমে পড়াটাই স্বাভাবিক। জানিনা এলোমেলোভাবে কী লিখলাম। কবি নজরুলকে ভালোবাসি, ভীষণ রকম ভালোবাসি।
তাই হয়তো কবি বলে গেছেন–যেদিন আমি হারিয়ে যাব, বুঝবে সেদিন বুঝবে, অস্তাপারের সন্ধ্যাতারায় আমার খবর পুছবে। বুঝবে সেদিন বুঝবে।
২৫টি মন্তব্য
আরজু মুক্তা
আমার অবাক লাগে কোনটা জানেন? ঐ সময় এতো ভাষা তিনি শিখলেন কীভাবে? হুইটম্যানও তিনি পড়েছেন।
কতো জ্ঞানী কতো পাণ্ডিত্য। কতো বিশাল তাঁর ভাণ্ডার।
ভালো থাকুন। যেখানেই আছেন।
বিনম্র শ্রদ্ধা
হালিমা আক্তার
আসলেই অবাক হবার মতো।নবম শ্রেণীর পাঠ্য বইয়ে “ভাব ও কাজ” নামে একটি প্রবন্ধ ছিল, সেখানে যে শব্দের ভান্ডারে ব্যবহার করেছেন বুঝতে রীতিমতো হিমশিম খেতে হয়। তাঁর জ্ঞানের ভান্ডার যে কত বিশাল ছিল তাতেই বোঝা যায়। শুভ কামনা।
বন্যা লিপি
আমি বড় হয়েছি নজরুলের “ভোর হলো দোর খোলো খুকুমনি ওঠরে” তবে…. কোনো কবির প্রেমে আজো মনে হয়না পড়েছি। নজরুলের লেখা নাটকগুলো দেখতাম আর ভাবতাম….. আমি এই যুগে কেন জন্মালাম না? শিউলী আর উকিল বাবুর সেই চমৎকার প্েম উপাখ্যান মনে দাগ কেটে আছে আজো।
হালিমা আক্তার
শিউলি নাটক আমারও খুব ভালো লাগে। যতবার দেখি পুরানো হয়না। শুভ কামনা। ভালো থাকবেন।
স্বপ্নীল মেঘ
সাহিত্যে অনুরাগী হয়েই আমি আকাশে ঠাঁই নিতে চাই। আর আমার এ অনুপ্রেরণা একজন মানুষ ই। উনি হচ্ছেন নজরুল।
হয়তো আপনার মতোন মায়া দিয়ে, প্রেম দিয়ে সাজিয়ে লিখতে পারবোনা। কিন্তু উনাকে প্রকাশ করার মতো আমার এতো জ্ঞান হয়নি। আমি চাইওনা উনাকে প্রকাশ করে নিজেকে বড় করবার।
উনার সম্মান আমার হৃদয়ে কিংবা মোনাজাতে।
আল্লাহ উনাকে ভালো রাখুন। 💚
অনেক সুন্দর লিখেছেন। হয়তো নজরুল বেঁচে থাকলে উল্টা উনিই প্রেমে পড়ে যেতো আপনার। কবিরা লেখার মায়া বুঝেন! শুভকামনা।
হালিমা আক্তার
অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর মন্তব্যের জন্য। কবি বা লেখকের প্রতি ভালবাসাটা যেন কেমনে হয়ে যায়। লেখার প্রতি চুম্বক আকর্ষণ থাকে। শুভকামনা ভালো থাকবেন।
কামাল উদ্দিন
রুটির কারিগর থেকে শব্দের কারিগর প্রিয় কবি নজরুল ইসলামের ১২২ জন্মদিন ছিল গতকাল ২৫ তারিখে।
মানুষের কবি, মানবতার কবি
সাম্যের কবি প্রেমের কবি
দ্রোহের কবি, জাতীয় কবি’র জন্মদিনে কবির প্রতি বিনম্র, অন্তহীন শ্রদ্ধা।
হালিমা আক্তার
অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা।
কামাল উদ্দিন
আপনার জন্যও শুভ কামনা সব সময়।
জিসান শা ইকরাম
নজরুলের প্রেমে মাতোয়ারা আমিও, বহুমুখী প্রতিভার স্বাক্ষর রেখেছিলেন তিনি তার সৃষ্টিতে।
এমন সুন্দর একটি পোষ্টের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
শুভ কামনা।
হালিমা আক্তার
বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন। একাধারে কবি, উপন্যাসিক, নাট্যকার, গীতিকার, সৈনিক । এমনকি সিনেমাতে অভিনয় করেছেন। তাঁর লেখায় আরবি ফার্সির ব্যবহার তুলনাহীন। শুভকামনা।
সুপর্ণা ফাল্গুনী
ছোটবেলায় ওনার লেখা ছড়া, কবিতা পড়েই প্রেমে পড়েছি, তারপর ওনার কিছু প্রেমের গানের প্রেমে পড়েছি, তারপর শিউলি মালা নাটকটির প্রেমে পড়েছি। এই নাটকটি কতভাবে , কতজনে যে নাট্যরুপ দিয়েছে তার ইয়ত্তা নেই তাই এটা বহুবার দেখতে বাধ্য হয়েছি এবং প্রতিবারই ভালো লেগেছে । আরেকটা নাটক ছিলো নামটা মনে নেই ঐযে বোকা ছেলেটাকে নিয়ে সবাই মস্করা করতো ঐটা। বিনম্র শ্রদ্ধা রইলো। আপনি ও ভালো থাকবেন সুস্থ থাকবেন
হালিমা আক্তার
দুটো নাটকই পছন্দের। শেষের নাটকটির নাম আমারও মনে নেই তবে খুব ভালো লাগতো। নজরুলের প্রেমের গান গুলো অসাধারণ অতুলনীয়। শুভকামনা, ভালো থাকবেন।
সাবিনা ইয়াসমিন
জ্ঞান আহরণ করতে প্রাতিষ্ঠানিক শিক্ষার খুব বেশি আবশ্যকতা নেই এর প্রমাণ কাজি নজরুল ইসলাম। তিনি মিশে আছেন আমাদের শৈশব কৈশোর যৌবনের প্রতি মুহুর্তের সাথে। কবির বিদেহী আত্মার প্রতি সালাম ও শ্রদ্ধা নিবেদন করি। আল্লাহ তায়ালা তাকে জান্নাতবাসী রাখুন। আমিন।
ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
হালিমা আক্তার
সাহিত্যের প্রতিটি শাখায় তিনি অসাধারণ প্রতিভার স্বাক্ষর রেখেছেন। কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা দিয়ে আসলে প্রতিভার স্বাক্ষর রাখা যায়। প্রতিভা সৃষ্টিকর্তার অবদান। শুভকামনা।
তৌহিদুল ইসলাম
বাংলা সাহিত্য এবং সংস্কৃতিতে নজরুল নিজেই অনন্য। তাঁর জীবনী পড়লে একজন যোদ্ধা প্রেমিক লেখক কবি সহ শত উপাধীতে ভূষণ করার মত একজন ব্যক্তিত্ব ছিলেন তিন।
তিনি বেঁচে থাকবেন কোটি মানুষের হৃদয়ে। শুভকামনা আপু।
হালিমা আক্তার
আসলেই তাঁর মতো বহুমুখী প্রতিভার অধিকারী কমই আছে। শুভকামনা। ভালো থাকবেন।
রোকসানা খন্দকার রুকু
আল্লাহ কিছু মানুষকে জ্ঞানী করেই পাঠায়। যেমন- মুহাম্মদ স: ছিলেন জ্ঞানের পাহাড়।
নজরুল ইসলামও আল্লাহর কাছ থেকে আমাদের জন্য দান।
বিনম্র শ্রদ্ধা তার জন্য
হালিমা আক্তার
একদম ঠিক বলেছেন। জ্ঞান সৃষ্টিকর্তার এক মহান দান। শুভকামনা। ভালো থাকবেন আপা।
ছাইরাছ হেলাল
রুবাইয়াৎ ই ওমর খৈয়াম অনুবাদ কাজী নজরুল ইসলাম এই বইটি
আমার চোখে চোখে থাকে।
হালিমা আক্তার
কবি নজরুল আসলে বিস্ময়কর প্রতিভার অধিকারী ছিলেন। শুভকামনা। ভালো থাকবেন।
হালিম নজরুল
“বিদ্রোহী কবি নজরুল। মানবতার কবি নজরুল। লেটোর দলে গান গাওয়া নজরুল। আসানসোলের চুরুলিয়ায় রুটির দোকানে কাজ করা নজরুল। প্রিয়তম ছেলের লাশ বাড়িতে রেখে, অর্থের জন্য সম্পাদকের কাছে লেখা জমা দেয়া নজরুল। এমন কবির প্রেমে পড়াটাই স্বাভাবিক। জানিনা এলোমেলোভাবে কী লিখলাম। কবি নজরুলকে ভালোবাসি, ভীষণ রকম ভালোবাসি।”
————চমৎকার লিখেছেন।
হালিমা আক্তার
অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা।
পপি তালুকদার
সাহিত্যের সব জায়গায় তাঁর বিচরণ। কতো জ্ঞানী একজন মানুষ তিনি।তার প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা।
হালিমা আক্তার
অনেক অনেক ধন্যবাদ। শুভকামনা।