
আমরা সভ্যতা বানিয়েছি আধুনিকীকরণ কামনার প্রতিফলনস্বরুপ। যখন যেভাবে প্রয়োজন সেটিকে রঙের প্রলেপনীয় তুলিতে রাঙিয়ে তুলেছি। সভ্যতার নতুন ইমারত নির্মাণ করেছি কিন্তু ভুল করেও পুরোনোকে আঁকড়ে ধরে থাকার বাসনাকে লালন করিনি।
সাজানো সভ্যতায় আমাদের বাসনা একসময় পূর্ণতালাভ করেছে; ধীরেধীরে সেই রঙের প্রলেপও একদিন ফিকে হয়ে গিয়েছে। আসলে সভ্যতাগুলোর বিলুপ্তির পিছনে রয়েছে মানবের অস্তিত্ব রক্ষার লড়াই।
নিজেদের অস্তিত্বকে বিকেন্দ্রীকরণ করার আদিম প্রবৃত্তি আমাদেরকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ঐ সভ্যতায় বিচরণ করিয়েছে। এরপরে আবারো নতুন সভ্য সমাজ সাজিয়েছি যুগের আবর্তে নিজেদের মনোমতো করে।
ঠিক এই জায়গাতেই আমরা আমাদের আদিমসত্ত্বাগুলোকে দমন করতে পারিনি বা করতে চাইনি। সভ্যতার ভাঙ্গাগড়ার অমোঘ খেলায় মেতে আছি সকলেই। আর এভাবেই নিজেদেরকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা নিজেদের পরিচয় করিয়েছি সভ্যতা বিকাশের ধারক হিসেবে।
সভ্যতা বিকাশের ধারায় প্রকৃতি তার নিজস্ব গতিপথকে সচল রাখার ব্যত্যয়ে সেই ক্ষমতা হয়তো আমাদের দেননি। একদিন বর্তমান সভ্যতাও ধ্বংস হয়ে যাবে আমাদেরই কারনে। নিয়মের বেড়াজালে আবদ্ধ আমরা আবারো গড়ে তুলবো নতুন সভ্যতা।
(তৃতীয় পর্বে সমাপ্ত…)
সভ্যতায় অস্তিত্বের লড়াইয়ে মানুষ (প্রথম পর্ব)
৯টি মন্তব্য
মনির হোসেন মমি
শেষ পর্বে মন্তব্য করব।
শুভ কামনা রইল।
সাবিনা ইয়াসমিন
মানুষের প্রয়োজনেই মানুষ সভ্যতার সাথে সন্ধি করেছে। সময়ের চাহিদা, নিজেদের আশা-উচ্চাশার সব উপকরণ দিয়েই সভ্যতা তৈরী হয়। আজ যা কিছু বর্তমানের চাওয়া, আগামীকাল সেটাই অতীত/ পরিত্যক্ত।
পরের পর্ব পড়তে চাচ্ছি।
শুভ কামনা 🌹🌹
রেজওয়ানা কবির
সভ্যতার বেড়াজালে আটকে আছি বলেই অনেককিছু মাঝে মাঝে করতে পারি না। তবে সভ্যতার পরিবর্তনে মানুষ ও পরিবর্তন হয়, যা আজ বর্তমান তা কাল অতীত।এভাবেই এগিয়ে যাচ্ছে সভ্যতা,শুধু আফসোস সবাই হয়তো সভ্য হয়ে উঠতে পারি না জন্যই কিছু কিছু অপরাধ আর লাঞ্চনার শিকার হতে হয় মাঝে মাঝে। শুভকামনা ভাইয়া।
রোকসানা খন্দকার রুকু
পরের পর্বের অপেক্ষায় রইলাম।শুভ কামনা।
আরজু মুক্তা
পরিবর্তন হলো কিন্তু আমরা অপরিবর্তিত হলাম
ছাইরাছ হেলাল
পরিবর্তন সময়ের ধারক, এবং এটি চলমান।
হালিমা আক্তার
পরিবর্তন তো সময়ের দাবী। পরের পর্বের অপেক্ষায় রইলাম। শুভ কামনা রইলো।
রিতু জাহান
মানুষ কখনো তার আদীমতা ভোলে না,, এটা চির সত্য।।মানুষ সভ্য হয়েছে কার নিজস্ব দৈনন্দিন জীবন আরাম আয়েশে কাটাতে এক কথায় সহজলভ্য করতে।।
কিন্তু আচরেন সে আদিমই রয়ে গেছে। সমাজের কিছু কঠিন নিয়মই তাকে শুধু বেঁধে রেখেছে। রাস্ট্রের আইন তাকে বেঁধে রেখেছে, তার ফাঁক ফোঁকর দিয়ে সে অনিয়ম করে যাচ্ছেই।।
হয়ো নতুন কোনো সভ্যতার সৃষ্টির অপেক্ষায় পৃথিবী।।
দারুন বিশ্লেষণ।
সুপর্ণা ফাল্গুনী
শিকড় উপড়ে ফেললেও শিকড়ের ক্ষত রয়ে যায়। আদিমতা আমাদের শরীর, মনে। যতই আধুনিক হচ্ছি ততই যেন আমরা আদিমতায় ফিরে যাচ্ছি। অস্তিত্ব টিকিয়ে রাখতে মানুষ এখন যা না তাই করছে। সুন্দর জীবনের, পৃথিবীর অপেক্ষায় রইলাম। অবিরাম শুভ কামনা রইলো