
সহস্রদিনের ব্যস্ততাকে শিকেয় তুলে
ডায়েরির পাতায় লিখে রাখা গল্পকথায়
একান্ত অনুভূতিতে, সমসাময়িক বিচিত্রায়
ছবিতে, শয়নেস্বপনে স্মৃতিতে ভাস্কর মুগ্ধতায়-
কথামালার পসরা সাজানো ডালার সব ফুল
যেনো শুকিয়ে পরছে ঝুরঝুর করে।
শুনেছি তৃণে তৃণে ধুলোয় ধুলোয়
দেহের রন্ধ্রে রন্ধ্রে লোকে লোকান্তরে
গ্রহে সূর্যে তারার মেলায় নিত্যকাল ধরে,
অণুপরমাণুদের নৃত্যকলরোল
আমার আসনকে ঘিরে আজ করে অনন্ত কল্লোল।
অক্ষরের গাঁথুনিতে শব্দ ব্যঞ্জনায়,
গল্পের পরতে লুকোনো ইতিহাস
কত সহজেই সব ভুলে বসে আছে সকলেই।
বিবেকের দংশন শুধু সর্পিল কারচুপিতে নয়!
দংশন হতে হয় সংকোচবোধে,
ছাপিয়ে রাখা অপমানকর অনুভূতিতে।
আসা-যাওয়ার নিরানন্দ কিংকর যাত্রাপথে
যে ঘর বেঁধেছিলাম সুমঙ্গল সুরে,
পরিপূর্ন তৃপ্তির স্নেহের সঞ্চয়ে
এই আমি আছি আড়ালে অথবা ভিন্নবর্ণে।
আঁকাবাঁকা পথ চলে যায় যে অসীমে
নতুন পথিকের তরে মেঠোপথ ছেড়ে
এই আছি বেশ, নিজের অহমকে সঙ্গী করে।
[ছবি- নেট থেকে]
১৬টি মন্তব্য
সাবিনা ইয়াসমিন
প্রথম হলাম!
একটু জিড়িয়ে নিই, আসছি।
তৌহিদুল ইসলাম
আচ্ছা আসুন আপু। ধন্যবাদ অশেষ।
হালিমা আক্তার
সেই মেঠো পথ থাকে না আর মেঠোপথ, সে হয়ে যায় পাথরের সিমেন্টের । তখন আবার খুঁজে ফিরি এক চিলতে মেঠো পথে । শুভকামনা।
তৌহিদুল ইসলাম
মেটোপথেই যে হাঁটার শুরু ইটপাথরের পথ নিয়ে এসেছে বন্ধুরতা। এমন পথ চাইনি আর কাম্যও নয়।
ধন্যবাদ আপু।
রোকসানা খন্দকার রুকু
আঁকাবাঁকা পথ চলে যায় যে অসীমে
নতুন পথিকের তরে মেঠোপথ ছেড়ে
এই আছি বেশ, নিজের অহমকে সঙ্গী করে“ এটা সবাই পারে না। কেউ কেউ ছেড়ে পস্তায়। শুভ কামনা ভাই।
তৌহিদুল ইসলাম
ধন্যবাদ আপু, শুভকামনা আপনার জন্যেও
ছাইরাছ হেলাল
বর্ণের ভিন্নতা নিয়ে থাকতে পারাও কম পারা-না,
থাকুন-না তেমন -ই।
তৌহিদুল ইসলাম
চেষ্টা করছি ভাই, মেনে নিতে তবু কষ্ট হয়। ধন্যবাদ অশেষ।
সুপর্ণা ফাল্গুনী
নিজের অহংকার নিজের ই অলংকার। এমন অহম সবার ই থাকা উচিত। মাটির দেহ মাটিতেই যাবে মিশে তাই মেঠোপথ ই হোক সঙ্গী, ভিন্নতা দেয় নিজস্ব অলংকরণ সেটাই হোক সবার অহংকার। শব্দের গাঁথুনীতে হারিয়ে গেলাম। জানিনা কতখানি বুঝতে পেরেছি। অবিরাম শুভেচ্ছা ও শুভকামনা রইলো
তৌহিদুল ইসলাম
সুন্দর উপলব্ধি, ধন্যবাদ আপু।
আরজু মুক্তা
বন্ধুর পথ পাড়ি দেয়াই ভালো। পথ গুলো চেনা যায়।
শুভ কামনা
তৌহিদুল ইসলাম
বন্ধুর পথে বন্ধু চেনা দায় হয়ে যাচ্ছে। ভালো থাকুন আপু।
মনির হোসেন মমি
মন যে ভাবে চায় সেভাবেই চলুক জীবন।স্বচ্ছতায় নির্মলতায় ভরে যাক জীবনের পাতায় পাতায়।সুন্দর।
তৌহিদুল ইসলাম
মনের মত চলতে চাইলেও হয়ে ওঠেনা ভাই। ধন্যবাদ অশেষ।
সাবিনা ইয়াসমিন
অনুতাপ যদি অন্তরে প্রবেশ না করে, যদি কাজে প্রায়শ্চিত্ত উপলব্ধ না হয়, তবে সে অনুতাপ নিরর্থক।
বিবেকের আদালত সবচেয়ে বড় আদালত। সেখানে বিচারকের আসনে নিজেকেই রাখতে হয়। নিরপেক্ষ বিচারে অহম যেন সম্মান না হারায়।
ভাবনার গভীরে গেলেই এভাবে ভাবা যায়। ভালো লাগলো পড়ে। শুভ কামনা 🌹🌹
তৌহিদুল ইসলাম
বিবেকের কাছে আমি পরিষ্কার আপু। সমস্যা হলো আমাদের চারপাশের মানুষ এবং নিজের সাথে ঘটা তাদের অযাচিত কর্মকাণ্ড।