
আজ নীলার একটা বিশেষ দিন তাই, নিলা আজ নীল শাড়ি, কপালে নীল টিপ পড়েছে।আজ একটু বাহিরে যেতে মন চাইলো, তাই হুট করে বেড়িয়ে পরলো।তবু মনের বিষন্নতা কাটছে না।বাহিরে বের হয়ে রিকশা নিয়ে কিছু দূর যেতে না যেতে আচমকা আকাশ কালো মেঘে ঢেকে গেল।নিলার বিষন্নতায় মেঘলা আকাশ আরো বহুগুন বাড়িয়ে দিল।
রিকশার হুক খুলে চিরচেনা ছোট শহরের প্রকৃতি ও অলিগলি দেখতে নীলার বেশ ভালো লাগছে।রাস্তায় পাশে কিছু জারুল গাছের ফুল প্রকৃতির সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে।গরমের মধ্যে মৃদু হাওয়া মনের কোনে অজানা ভালো লাগা ভর করল।কাকে যেন মনে পরছে!
হুম এখন কিছুটা স্পষ্ট মনের কোনে সযত্নে রাখা ভালোবাসার সেই মানুষটি। শুনেছি “দেখিলে মায়া না দেখিলে ছায়া” কিন্তু বাস্তবে দেখি – না দেখ যে ছায়া মনের সমস্ত সত্তা জুড়ে আছে, দেখতে পেলে কি জানি কি হতো!
অযথা ই আবার মনটা খারাপ হয়ে গেল! রিকশাটা একটা ফুলের দোকানে থামালো। কিছু হলুদ গোলাপ আর রজনীগন্ধা কিনলো।নীলার ফুল খুব প্রিয়। সুযোগ পেলে দোকানে এসে ফুল কিনে নেয়।বিশেষ করে মন খারাপ থাকলে এ-ই কাজটি করতে বেশি ভালো লাগে।
ফুল নিয়ে ফুটপাত ধরে হেঁটে যাচ্ছে…….
বেশ কয়েক বছর আগেও এ-ই পথ ধরে হাসানের হাত ধরে নীলা অনেক হেঁটেছে।আজ সবি স্মৃতি! বাস্তবের আড়ালে মনের কোনো এক জায়গা দখল করে আছে।বড্ড অভিমান হলো নীলার।মানুষ এতো স্বার্থপর কিভাবে হয়! না এটাই নিয়ম তা ভাবতে ভাবতে নীলার দুচোখ জলে ভরে গেল।
হাসান কয় বছর হলো ইংল্যান্ডে চলে গেছে, কথা ছিল সপ্তাহে একবার ফোনে কথা হবে। প্রথম প্রথম সপ্তাহে বেশ কয়বার কথা হতো।সে কত কথা! শহর টা কেমন তাদের রীতি নীতি কেমন। ভালোবাসার গভীর অনুভূতির কথা, কয়দিন বাদে সব ঠিক করে নেবে।তারপরে ধীরে ধীরে ফোন কমে যায়, গভীর ভালোবাসা ধীরে ধীরে তীরে না এসে আরো গভীরে তলিয়ে যায়।যেখান থেকে শত চেষ্টা করে আর তীরে আনা যায় না।একটা সময় ফোন পুরোপুরি বন্ধ হয়ে যায়।
কয়েক মাস বাদে জানতে পারে সে বিয়েও করেছে কোনো এক প্রবাসীকে।এর বেশি খোঁজ – খবর নেয়া হয়নি।নিয়ে বা লাভ কি!
কালো মেঘে আকাশ টা আরো ঢেকে গেছে সাথে দমকা হাওয়া বইছে।
নীলা উদাস ভাবে প্রিয় জায়গাটা দখল করে আছে।কিছুতে মন উঠতে ইচ্ছে করছে না।ভালোবাসার যে ঘরটি হাওয়া উড়ে নিয়েছে তার জন্য আজ কেন এতো অস্থির লাগছে।
হঠাৎ ঝপঝপ করে বৃষ্টি ঝরছে নীলার দুচোখের জলের সাথে তা মিলে – মিশে একাকার হয়ে অজোর ধারায় ঝরছে………..
২০টি মন্তব্য
রোকসানা খন্দকার রুকু
ফাস্টু হলাম। ঘুমাই কাল আরামে আর একবার পড়ে কমেন্ট।
রোকসানা খন্দকার রুকু
চোখের আড়াল নাকি মনের আড়াল। সত্যিকার ভালোবাসেনি , বাসলে নিশ্চয়ই ভুলে যেত না। এমন ভালোবাসার জন্য আক্ষেপ করা ঠিক না যদিও তারপর মন মানে না।
সুন্দর গল্প শুভ কামনা রইলো।
পপি তালুকদার
অভিনন্দন প্রথম হবার জন্য🌹🌹🌹🌹🌹🌹🌹।অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।
সৌবর্ণ বাঁধন
নীলা চরিত্রটিকে দক্ষতার সাথে প্রকৃতির সাথে মিলিয়ে একেছেন। শুভেচ্ছা জানবেন।
পপি তালুকদার
অসংখ্য ধন্যবাদ জানাই পড়ার জন্য।
ভালো থাকুন সবসময়।
হালিমা আক্তার
নীলা নীল শাড়ি, চোখের জলের সাথে বৃষ্টি। অপূর্ব সংমিশ্রণ। খুব ভালো লাগলো। শুভকামনা।
পপি তালুকদার
অনিঃশেষ ধন্যবাদ জানাই।
ভালো থাকুন সবসময়।
ছাইরাছ হেলাল
সবার অলক্ষ্যে
একটু একটু করে,
ফিকে হতে হতে
সন্তর্পণে রং বদলাচ্ছে;
অনায়াস এখন শুধু
চোখ-জলের উষ্ণ-হ্রদ।
পপি তালুকদার
অসংখ্য ধন্যবাদ ভাইয়া পড়ার ও মন্তব্য করার জন্য।
ভালো থাকুন ও নিরাপদ থাকুন।
মনির হোসেন মমি
মানুষের মনের রং বদলায় মুহূর্তে মুহূর্তে।কখন কোন স্মৃতি মনকে ভাল মন্দে টেনে নেয় তা সময় বলে দেয়।হারানো স্মৃতি ।সুন্দর উপস্থাপনা।
পপি তালুকদার
সুন্দর বলেন।অসংখ্য ধন্যবাদ জানাই মন্তব্য করার জন্য।
প্রদীপ চক্রবর্তী
সময় বলে দেয় পরিবর্তনের ধারা। আর এ ধারায় মানুষের মন বদলে যায়!
সত্যিই স্মৃতি হারনো বড় কষ্টদায়ক।
ভালো লাগলো পড়ে।
পপি তালুকদার
ভালো লাগাটুকু অনুপ্রেরণা জাগায়।
অসংখ্য ধন্যবাদ মন্তব্য করার জন্য।
আরজু মুক্তা
out of sight, out of mind…
ভাগ্যিস বৃষ্টির জলে কান্না লুকানো যায়।
প্রকৃতি আর নীলা দারুণ মিলছে।
পপি তালুকদার
আসলেই তাই “দেখিলে মায়া, না দেখিলে ছায়া”
মন্তব্য অনেক অনুপ্রেরণা জাগায় তাই ধন্যবাদ।
ভালো থাকুন সবসময়।
সাবিনা ইয়াসমিন
সব শেষ হয়ে যাওয়ার পরেও কিছু রয়ে যায়। কিছু স্মৃতি পিছু ছাড়ে না। নীলার চরিত্রের সবলতা আর দুর্বলতা একই সাথে সুন্দর করে ফুটিয়ে তুলেছেন।
অণুগল্প এত ভালো লেখেন, আর এত দেরিতে লিখলেন!
আরও লিখুন, শুভ কামনা 🌹🌹
পপি তালুকদার
অনিঃশেষ ধন্যবাদ জানাই সুন্দর মন্তব্য করার জন্য। ভালো লাগা সত্যিই দারুণ ভাবে অনুপ্রেরণা জোগায়। চেষ্টা থাকবে আরও লেখার।
ভালো থাকুন ও নিরাপদ থাকুন।
সুপর্ণা ফাল্গুনী
গল্পটি খুব ভালো লাগলো। স্মৃতি বড় বেহায়া চাইলেও ভুলে থাকতে দেয় না, চাইলেও বোধশূণ্য হতে দেয় না। নীলার নীলে যেন ব্যথার চাদর আটকে আছে, জড়িয়ে আছে। ভালো থাকবেন সবসময় শুভ কামনা নিরন্তর
পপি তালুকদার
অসংখ্য ধন্যবাদ আপু।
ভালো থাকুন সবসময়
তৌহিদুল ইসলাম
মন থেকে যে প্রেম হয় সেটিকে ভোলা যায়না। ভালোবাসায় যে ধোঁকা দেয় সে যেমন প্রকৃত প্রেমিক নয় তেমনি তার ভালোবাসাও সত্যি নয়।
চমৎকার গল্প পড়লাম। শুভকামনা আপু।