
ভালবাসা মানে রঙীন সুতায় উড়ানো ঘুড়ি,
ভালবাসা মানে জীবনটাই এক মৃত্যু পুরি।
ভালবাসা মানে ঘুমের মাঝেও কথা বলা,
ভালবাসা মানে কাঁটার রাস্তায় পথ চলা।
ভালবাসা মানে শুকনো নদীতে অমৃত জল,
ভালবাসা মানে সঠিক অংকের অমিল ফল।
ভালবাসা মানে আঁধার রাতে আলোর দৃষ্টি,
ভালবাসা মানে বিনা কারণে ঝগড়ার সৃষ্টি।
ভালবাসা মানে দাঁড়িয়ে থাকা রাস্তার বাঁকে,
ভালবাসা মানে সিগারেট আঙুলের ফাঁকে।।
১৪টি মন্তব্য
রোকসানা খন্দকার রুকু
ভালোবাসা মানে অকারণ অনাসৃষ্টি। দশ লাইনে মন ভরছে না। আর কয়েকলাইন যোগ করে লিখুন।
শুভ কামনা।
শামীনুল হক হীরা
এই আফসোসের নামও কিন্তু এক প্রকার ভালোবাসা।
ধন্যবাদ সতত।
আরজু মুক্তা
এতো ছোট কবিতায় ভালোবাসা অপূর্ণ।
দীর্ঘ করুন
শামীনুল হক হীরা
ভালোবাসার আনন্দ তো ছোটই হয় প্রিয়।
অসংখ্য ধন্যবাদ।
হালিমা আক্তার
ভালোবাসা মানে আঙুলের ফাঁকে সিগারেটের ধোঁয়ার সুখটান। ভালোবাসার অনুপম সৃষ্টি। শুভ কামনা রইল।
আশরাফুল হক মহিন
আপনার কথায় একটু মজা পাইলাম
আমি তো সিগারেট খাইনা তাহলে আমি কি খাবো সিগারেট এর বদলে
একটু বলে দিলে ভালো হতো ।
শামীনুল হক হীরা
একদম ঠিক।।
মন্তব্য পেয়ে অণুপ্রাণিত হলাম।ধন্যবাদ সতত।
শামীনুল হক হীরা
ধন্যবাদ অনন্ত।
সৌবর্ণ বাঁধন
সুন্দর পংক্তিমালা।
শামীনুল হক হীরা
অনেক অনেক ধন্যবাদ।
আশরাফুল হক মহিন
চমৎকার ভালোবাসার প্রকাশ পেয়েছে
শামীনুল হক হীরা
ধন্যবাদ প্রিয়।
সুপর্ণা ফাল্গুনী
ভালো লাগলো ভালোবাসার জয়গান। অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা রইলো
শামীনুল হক হীরা
মন্তব্যের জন্য এক বুক ভালোবসা রইল প্রিয়।