রাত

আলমগীর সরকার লিটন ৭ এপ্রিল ২০২১, বুধবার, ০৪:৩৫:৫৪অপরাহ্ন কবিতা ১০ মন্তব্য

করোনা সময়ের ব্যবধানে কবিতা
ঘুমে যাচ্ছে অথৈ সাগরে; প্রিয়জন
ডাকলও ভাঙ্গছে না ঘুম কিংবা স্রোতের
ঢেউ অথচ সময় মুল্য এখন অবক্ষয়;
কবিতারা দাঁড়িয়ে আছে জোছনা আলোতে
নয় তো সবুজ ঘাসের দোল দেয়া সিঁড়িতে-
সুতরাং সময় এখন করোনা ছোঁয়া হাত!
ফিরবে না আর মেঠোপথের ধূলিমাখা রাত।

২১ চৈত্র ১৪২৬, ০৪ এপ্রিল ২১
———————————–

৭৫৮জন ৬৯৯জন

১০টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ