
তুমি যদি আমার হতে,
যখন বাহির থেকে আসতে,
কবি নির্মলেন্দু গুণের নায়িকার মতো শুধু ঘরের দরজা নয় মনের দরজাও খুলে দিতাম।
ঘর্মাক্ত ক্লান্ত তোমায় গরম জলে স্নানের আদেশ দিতাম।
ততক্ষণে এক কাপ লেবু চা তৈরি করে অপেক্ষা করতাম।
তারপর তোমার কর্মক্লান্ত দিনের সাফল্যের কথা শুনতাম।
তুমি যদি আমার হতে,
সকালে তোমার কাজে যাওয়ার আগ মুহূর্তে শার্টের দুর্ভাগা ছেঁড়া বোতামটা সেলাই করে দিতাম।
তুমি যখন ঝুঁকে পড়ে আমার চুলের মাদকতায় হারাতে চাইতে,
একছুটে পালিয়ে গিয়ে তোমায় রাগিয়ে দিতাম।
হুতোম পেঁচা সেজে তুমি বেরিয়ে যেতে,
দিনের বাকী অংশটা কাটতো আমার ছটফট করতে করতে, তোমার ফেরার অপেক্ষাতে।
প্রিয় রঙের শাড়িটা পরে একটু কাঁজল আঁকতাম চোখে।
ফিরে এলে তুমি আমি একসঙ্গে কফি হাতে বসতাম প্রিয় বারান্দাতে।
কথা বলতাম শখের গাছগুলির সাথে।
বলতাম তোরা কি জানিস বাবুর রাগ ভাঙাতে পারি আমি এক ছুটকিতে।
ফের শুরু হতো ঝগড়া টম এন্ড জেরির খুনসুটিতে।
সবই হতো হতচ্ছাড়া ‘যদি’ না থাকলে।
সময় কাটাই একলা নিরবধি।
চায়ের কাপে ও চুমুক দেই তবে পানসে ঠেকে।
তাই একাই,
বারান্দার গাছের সাথে কথা বলি রোজ বিকেলে।
তবে তুমি থাকোনা,
সে আলাপচারিতার প্রাক্কালে
০২/০৬/২০২০ইং
১০টি মন্তব্য
জাকিয়া জেসমিন যূথী
প্রিয়তে নিলাম। সত্যিই । আমার আর আপনার লেখার ভাব একদম এক। দারুন লাগলো। আপনার কবিতাটি অনেক মিষ্টি।
খাদিজাতুল কুবরা
অনেক ধন্যবাদ আপু। আমরা বোধহয় প্রথমবার পরিচিত হলাম। খুব ভালো লাগছে আপনি পড়েছেন তাই সেই সাথে প্রিয়তে নেওয়ার জন্য কৃতজ্ঞতা স্বীকার করছি।
সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন এই কামনা
জাকিয়া জেসমিন যূথী
আপনিও ভালো থাকবেন আপু।
সাবধানে থাকবেন। সুস্থ ও সুন্দর থাকুন সব সময়।
ছাইরাছ হেলাল
লেখার শেষটি খুব চমৎকার। অপূর্ণতাই সৌন্দর্য।
যে ভাবে লিখতে চান, তেমন করেই লিখে ফেলুন, আমার যদি ভুল না হয়
লেখাটিতে কোথায় যেন আড়ষ্টতা দেখতে পাচ্ছি।
যা মনে হয় তা কিন্তু বলে ফেলি মন্তব্য ও লেখায়।
রোকসানা খন্দকার রুকু
শেষটুকুতে মন খারাপ হলেও ওটুকুতেই যেন সেরা হয়ে গেল। লিখতে থাক মন খুলে। শুভ কামনা।
হালিমা আক্তার
অলীক স্বপ্ন যেন কখনো অলীক না হয় | ভালোবাসা যেন ছুঁয়ে থাকে সবসময় | শুভেচ্ছা রইলো |
আরজু মুক্তা
না পেয়েই অনেক কিছু পাওয়াও কম নয়।
শুভ কামনা
সুপর্ণা ফাল্গুনী
কবিতাটি অপূর্ণই রয়ে গেল আমার কাছে, আরেকটু প্রকাশ পেলে আরো ভালো লাগতো। আপনি সবসময়ই ভালো লিখেন সেই মানদন্ডে এটিতে তৃপ্তি পেলাম না। ভালো থাকুন নিরাপদে থাকুন শুভকামনা নিরন্তর
পপি তালুকদার
অপূর্নতায় ভালোবাসার এক দারুণ অনুভূতির বহিঃপ্রকাশ ঘটে।দারুণ লাগলো ভালো লাগার নানা মূহুর্তের কথা জেনে।
শুভকামনা রইলো।
তৌহিদুল ইসলাম
এমন আবেগময় আলাপচারীতায় আপনার প্রেমিক মনের সন্ধান পেলো পাঠক। প্রেম বড্ড যাতনাময়।
ভালো লিখেছেন আপু। শুভকামনা রইলো।