
আলোর মিছিলের হাতছানিতে
চাওয়াপাওয়ার স্বপ্নবিভোরতায় ক্লিষ্ট প্রেম
ছোটাছুটি করে ঘরের আনাচেকানাচে।
নিভুনিভু থেকে ম্লান হয়েছে বৈদেহিক স্বচ্ছতা,
চাওয়া-পাওয়ার তীব্র অনুভূতিতে
যেনো প্রলেপ পরেছে দু’জনারই।
অভিমানী বুকে ডুকরে ওঠে চাপাকান্না
গাল ভিজে ওঠে নোনা অশ্রুতে,
দিনরাত্রির অক্ষীবিলাসে স্বপ্নেরা আসে
যাঁতাকল পৃষ্ট দুঃস্বপ্নের মতন।
সোনালী ভোরের আলোয়
মিশে থাকা বিরহকে সঙ্গী করে,
রাত্রীতে মশাল হাতে সামিল হই
নীলকন্ঠী ময়ুরের মিছিলে।
করোনাকালের লকডাউনে
ঘরবন্দী প্রেমিকের উথালপাতাল মনে
সন্ধিবিহীন দাবিদাওয়া একটাই-
নিরবচ্ছিন্ন প্রেম চাই, দিতে হবে।
[ছবি- নেট থেকে]
১৭টি মন্তব্য
হালিমা আক্তার
প্রেমতো এমনই হওয়া উচিত , নিঃশর্ত | শুভ কামনা |
তৌহিদুল ইসলাম
অবশ্যই আপু। প্রেম মানেই নিঃস্বার্থ ভালোবাসা। শুভকামনা জানবেন।
প্রদীপ চক্রবর্তী
প্রেম প্রকৃতিতে সুন্দর।
করোনাকালের লকডাউনে
ঘরবন্দী প্রেমিকের উথালপাতাল মনে
সন্ধিবিহীন দাবিদাওয়া একটাই-
নিরবচ্ছিন্ন প্রেম চাই, দিতে হবে।
প্রেম হোক নিরবচ্ছিন্ন।
প্রেম হোক নিঃশর্ত।
.
ভালো প্রকাশ, দাদা।
তৌহিদুল ইসলাম
ধন্যবাদ দাদা। ভালো থাকুন আপনিও।
বন্যা লিপি
প্রথম তিনলাইন- ” আলোর মিছিলের হাতছানিতে
চাওয়াপাওয়ার স্বপ্নবিভোরতায় ক্লিষ্ট প্রেম
ছোটাছুটি করে ঘরের আনাচেকানাচে।”
: ঘরের আনাচে কানাচেই নিরাপদ স্বপ্নের জাল বোনা। সময় তো বয়েই যাচ্ছে…. তবে আর ভাবনা কী? নিরাপদ সংকুলানে যোগসাজস চালু থাকুক।
মাঝখানের প্যারায় আর গেলাম না- শেষের দাবিদাওয়ায় আমি জোড় সহমত দিলাম চৈত্রের দাবদাহ ভেঙেচুরে নিরবিচ্ছিন্ন পৌষমাস আসুক লকডাউনের গৃহকোনে।
বাই দ্য রাস্তা……. উথালপাতাল নিরবিচ্ছিন্ন প্রেমের সফল পরিনতি কিন্তু এবার চাইই চাই।ওতে আর হাঙ্কি পাঙ্কির সুযোগ নাই। বাড়তে বাড়তে বেলা কত গড়ালো খেয়াল আছে?
পৌষী ভাবিইইইইইই….. আপনে কই???
তৌহিদুল ইসলাম
প্রেম ছিল আছে থাকবে। শর্ত একটাই দাবি দাওয়া রাখা চলবে না। এখন তিনি মানতে পারলে প্রেম হবে, না মানতে পারলেও প্রেম চলবে। কি আর করা! তখন নিজেই সব শর্ত মেনে নেবো।
শুভকামনা আপু।
সুপর্ণা ফাল্গুনী
নিরবিচ্ছিন্ন প্রেম পেতেই হবে, কোনো মাপ নেই। এই না হলে সত্যিকারের ভালোবাসা!! করোনা কালে প্রেম কি কমে যায় নাকি ক্লান্ত হয়ে যায় জানতে চায় এই বিরহী মন? ভালো থাকুন , ভালোবাসুন অবিরাম, অনবরত। অফুরন্ত শুভকামনা
তৌহিদুল ইসলাম
করোনা কালে প্রেম কমে না। কিন্তু অতি প্রেমীরা নানাবিধ বিড়ম্বনায় পড়তে পারে। তাদের সকলের জন্য এই ভবিষ্যদ্বাণী বুঝলেন তো?
শুভকামনা আপু।
ছাইরাছ হেলাল
চাইলেই যা পাওয়া যায় না, পাওয়া হয় না, তা চাওয়াতেও আনন্দের বিরহ আছে,
লেখায় তা দেখা যাচ্ছে। লক ডাউন দীর্ঘস্থায়ী হোক তা চাই।
তৌহিদুল ইসলাম
প্রেমে বিরহতেই আনন্দ। তবে অতি প্রেমে বিড়ম্বনাও কম নয়। লকডাউনে কেউ প্রেমে মজবে আর কেউ পেটের ক্ষুধা মিটাতে বাইরে ঘুরঘুর করবে। আল্লাহ সবাইকে হেফাজত করুক।
ভালো থাকুন ভাইয়া।
পপি তালুকদার
প্রেম চাই চাই চাই………..…………………..
গৃহবন্দী হলে প্রেম পালিয়ে যায় জানেনা?
দোয়া রইলো প্রেমটা ঘিরে থাক।
তৌহিদুল ইসলাম
গৃহবন্দিত্ব প্রেমে নানা বিড়ম্বনা থাকে কিন্তু। এর জন্য আগে থেকেই সাবধান করা- কোন শর্ত রাখা যাবে না।
সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আপু। শুভকামনা জানবেন।
রোকসানা খন্দকার রুকু
গৃহবন্দী প্রেম সবার জীবনে আসুক!
শুভ কামনা।
তৌহিদুল ইসলাম
গৃহবন্দিত্ব প্রেমের জ্বালা যে বুঝেছে সে জীবনেও চাইবে না সেই প্রেম আসুক। তবে এর মজা যে নিতে পেরেছে সেই বুঝেছে প্রেম কত প্রকার ও কি কি!
শুভকামনা রইল।
আরজু মুক্তা
লকডাউন তাহলে বাড়ুক। প্রেম জমুক। নিখাদ নিপাট সমান্তরাল।
তৌহিদুল ইসলাম
লকডাউন বাড়ার বদদোয়া করছেন? কপালে শনির গতি এলো বলে!
শুভকামনা রইল আপু।
আরজু মুক্তা
হা হা।