ভালোবাসা ফিরে আসছে

ফজলে রাব্বী সোয়েব ২২ মার্চ ২০২১, সোমবার, ১০:৫৪:৪৮পূর্বাহ্ন কবিতা ৫ মন্তব্য

ভালোবাসাটা ফিরে আসছে।

 

পুকুরের স্বচ্ছ জলের উপর ফড়িং এর নাচ

এখন আগের মতই ভালো লাগে।

জানালার পর্দায় বসে থাকা রঙিন প্রজাপতিটাও

এখন আগের মতই ভালো লাগে।

বারান্দার গ্রীলে বসা চড়ুইয়ের কিচিরমিচির শব্দগুলো

এখন আগের মতই ভালো লাগে।

ছাদে বসে ওই নীল আকাশে উড়ে যাওয়া পাখিগুলো

দেখতে এখন আগের মতই ভালো লাগে।

ঝাঝালো রৌদ্রে পুড়ে ঘর্মাক্ত এই শরীরটা

এখন আগের মতই ভালো লাগে।

ভোরবেলা ঘুম ভেঙে দেয়া ওই সবজিওয়ালার

কর্কশ চিৎকার, এখন আগের মতই ভালো লাগে।

কান ঝালাপালা করে দেয়া ট্রাকের ওই বিকট

সিগন্যালের শব্দটাও এখন আগের মতই ভালো লাগে।

 

ভালো লাগাটা ফিরে আসছে,

ভালোবাসাটা ফিরে আসছে।

৫৩৪জন ৪৭৫জন

৫টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ