
স্বপ্নীল রাতে বন প্রদীপের মত জ্বলবে তুমি-
রাতের সবটুকু আঁধার আলোকিত করবে,
বর্ষার মেঘ হয়ে আকাশে জমে থাকবে তুমি-
মন চাইলেই অঝর ধারায় ঝরে পরবে।
মনের সকল ব্যাথা মুছে দিবে তুমি-
সুখ পাখি হয়ে বুকের মাঝে আসবে,
এই বুকেতেই সুখের নীড় বাঁধবে তুমি-
আর উদাস মনে শুধু আমায় ভালবাসবে।
এই দুটি হাতের ভাগ্যরেখা হবে তুমি-
সামনে কি হবে তুমি বলে দেবে,
যতই বিপদ আসুক সরে যাবেনা তুমি-
কথা দাও তুমি আমায় সঙ্গে নেবে।
এই জীবনের দ্বীপ শিখা হবে তুমি-
আমি জ্বালালেই শুধু তুমি জ্বলবে,
অন্ধকার মন শুধু আলোকিত করবে তুমি-
আর কানে কানে ভালবাসার কথা বলবে।
আমার হৃদয় রাজ্যের রানী হবে তুমি-
কথা দাও কখনো যাবেনা দূর,
আমার মন রাখালের বাঁশি হবে তুমি-
আর আমি হব তোমার ভালবাসার সুর।
৯টি মন্তব্য
পপি তালুকদার
বড়োই বাসনা কথা! শূন্যতার ডালা পূর্ণ হোক…
শুভেচ্ছা রইলো।
শামীনুল হক হীরা
অনেক ধন্যবাদ প্রিয়।
আরজু মুক্তা
বাহ্। খুব সুন্দর কবিতা
শামীনুল হক হীরা
ধন্যবাদ প্রিয়।ভাল থাকুন।
সুপর্ণা ফাল্গুনী
বাহ্ চমৎকার প্রেমের আবেগ ফুটিয়ে তুলেছেন। ভালোবাসার জয় হোক কবি। অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা রইলো আপনার জন্য
শামীনুল হক হীরা
ভালবাসার জয় আর হবেনা প্রিয়।।
এখন কবিতাই আমার ভালবাসা।
এই নিয়ে কেটে যায় সময়।।
ধন্যবাদ সহ ভালবাসা রইল।
সাবিনা ইয়াসমিন
সবই সে হবে!
এটা প্রেম নাকি চুক্তিপত্র?
শামীনুল হক হীরা
এটাতো মনের চুক্তিপত্র।। কিন্তু কিছুই হলনা।সবই মিছে।অন্তরের অন্তস্তল থেকে ভালবাসা নিবেন প্রিয়।।
রোকসানা খন্দকার রুকু
হা হা হা দারন। একেবারে প্রেমিকার জন্য কোমর বেঁধে নেমে পরেছেন।
শুভ কামনা