
মন পবনের নাও ডুবাবো
তোমার চোখের নীলে,
সকাল সন্ধা কাটবো সাতার-
তোমার প্রেমের ঝিলে।
প্রেম তরীতে উড়াবো তোমার-
ভালোবাসার পাল,
মন নদীতে ফেলবো মোরা-
উষ্ণ প্রেমের জাল।
দুই ধারের প্রকৃতি থাকবে শুধু চেয়ে,
প্রেম নদী ধন্য হবে তোমায় কাছে পেয়ে।
ছোট ছোট বালুকনা দেখবে অবাক দৃষ্টিতে,
দুচোখ তাদের বন্ধ হবে ভালোবাসার বৃষ্টিতে।
মধ্যনদীর শাপলা দেব তোমার মাথায় গুঁজে,
রাঙা ওষ্ঠে চুমু দেব মিষ্টি দুচোখ বুজে।
সব দৃশ্যই অবলোকন করবে নদীর কূল,
তুমি আমি নদীতে ফোটা স্নিগ্ধ প্রেমের ফুল।
মিষ্টি সুভাস ছড়িয়ে দেব-
সারা নদীর মাঝে,
প্রাণ মাতাব ঢেউয়ের সাথে-
সকাল সন্ধা সাঁঝে।
থাকবেনা কেউ মন নদীতে তুমি আমি ছাড়া,
প্রেম উত্তাপে সেই নদীতে বইবে জলধারা।
১০টি মন্তব্য
পপি তালুকদার
বাহ দারুন লাগলো প্রেম নদীর কবিতা টি।
শুভকামনা জানাই।
শামীনুল হক হীরা
ধন্যবাদ সতত।।
নার্গিস রশিদ
ভালো লাগলো । শুভ কামনা ।
শামীনুল হক হীরা
অনেক ধন্যবাদ।।
রোকসানা খন্দকার রুকু
আপনার ধারাবাহিক তুমি আমি সিরিয়ালের প্রেমের কবিতা সুন্দর হয়েছে।
জানতে ইচ্ছে করছে শুরুর লেখার স্ট্যাইল ( টাইপিং)এর সাথে মাঝের মিল নেই। এটা কি কোন কবিতার ধরন নাকি এমনি লিখেছেন।
লিখতে থাকুন। শুভ কামনা রইল!!!!
শামীনুল হক হীরা
আমি বিভিন্ন স্টাইলে লেখি।এটা আমার নিজস্ব স্টাইল। মন্তব্যের জন্য ধন্যবাদ।।
সুপর্ণা ফাল্গুনী
লেখাগুলো আরো একটু সময় নিয়ে আগান তাহলে লেখার রূপ, রস সবাই উপভোগ করতে পারবে। অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা রইলো
শামীনুল হক হীরা
অবশ্যই প্রিয়।।
এক বুক ভালবাসা নিবেন।
আরজু মুক্তা
চলুক ভালোবাসার কবিতা
শামীনুল হক হীরা
ধন্যবাদ অনন্ত প্রিয়।।