
বিরান গৃহের গায়ে নাম হীনা ফুল
কবে যে ফুটেছে বুঝি জানে না তা বিভু,
কালের জঠরে খোয়ে জাত মান কুল
দুখিনীর ঘরে জ্বলা বাতি নিভু নিভু।
যন্ত্রচালিত যুগে অতি অবহেলে
খড়ের চালায় গুঁজা লাঙলের ফলা,
হরেক ফলের ভীড়ে রোদে রেখে ফেলে
পথে বেচা অভাগীর এঁটে বিচাকলা।
কখনো যায় না থেমে চলনের ধারা
আপন আবহে জান থাকে বলে মাতি,
দিবসে কেউ বা তাতে খোশে হয় হারা
প্রতিকূলে কেউ ঠেলে আঁধারের রাতি।
সজোরে ও বাজে যদি রিক্তের তুড়ি
সে সুর যায় না দূরে ফিরে আসে ঘুরি!
ছবি : সোনেলা গ্যালারী থেকে।
১০টি মন্তব্য
পপি তালুকদার
জীবনের নিয়ত ধারা আপনে নিয়মে চলে…..
কখনো উজান কখনো ভাটা…
কেউ তো পারে না ফিরাতে সেই নিয়মের ধারা।
চমৎকার কবির কবিতা।
বোরহানুল ইসলাম লিটন
মূল্যবান মন্তব্যে অতিশয় তুষ্ট হলাম।
কৃতজ্ঞতায় ধন্যবাদ রইল নিরন্তর।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।
ছাইরাছ হেলাল
সময়ের চাকায় সব কিছুই পরিবর্তিত হয়, প্রকৃতির নিয়ম মেনে।
সব কিছুই ফিরে ফিরে আসে।
বোরহানুল ইসলাম লিটন
সুন্দর মন্তব্যে ভীষণ অনুপ্রাণিত হলাম।
আন্তরিক ধন্যবাদ রইল চিরন্তন।
সুস্থ থাকুন ভালো থাকুন।
রোকসানা খন্দকার রুকু
জীবনের নিয়ম উত্থান ও পতন। এমনি করেই চলতে হয়।
শুভ কামনা রইল কবি!!!!
বোরহানুল ইসলাম লিটন
সুন্দর মন্তব্যে ভীষণ প্রীত হলাম।
আন্তরিক ধন্যবাদ রইল অপরিসীম।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।
আরজু মুক্তা
জীবন নদীর মতো।
শুভ কামনা
বোরহানুল ইসলাম লিটন
মন্তব্যে অনুপ্রাণিত হলাম।
কৃতজ্ঞতায় ধন্যবাদ রইল নিরন্তর।
সুস্থ থাকুন ভালো থাকুন।
জিসান শা ইকরাম
জীবন এমনই৷
সুন্দর কবিতা।
বোরহানুল ইসলাম লিটন
সুন্দর মন্তব্যে ভীষণ অনুপ্রাণিত হলাম।
আন্তরিক ধন্যবাদ জানবেন সতত।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।