
আমি যখন তোমার দিকে তাকিয়েছিলাম না,
তুমিই তখন আমার দিকে তাকিয়েছিলে।
আমি কিন্তু তোমাকে আগে দেখিনি,
তুমিই আমাকে আগে দেখেছিলে।
আমি কিন্তু তোমাকে অন্যরকম ভাবিনি,
তুমিই আমাকে অন্যরকম ভেবেছিলে।
আমি কিন্তু তোমাকে সেদিন কিছুই বলিনি,
তুমিই মনে মনে আমাকে কিছু বলেছিলে।
আমি কিন্তু তোমাকে কোন ইশারাও দেইনি,
তুমিই প্রথম আমাকে ইশারা দিয়েছিলে।
আমি কিন্তু কখনই তোমার সামনে আসিনি,
তুমিই প্রথম আমার সামনে এসেছিলে।
আমি কিন্তু তোমাকে কিছুই বলতে দেইনি,
তুমিই আমাকে কিছু বলতে দিয়েছিলে।
আমি কিন্তু তোমাকে কোন স্বপ্ন দেখাইনি,
তুমিই প্রথম আমাকে স্বপ্ন দেখিয়েছিলে।
আমি কিন্তু পৃথিবীতে বাঁচতে চাইনি,
তুমিই আমাকে বাঁচার স্বপ্ন দেখিয়েছিলে।
আমি তোমাকে———————-
কোন কিছুর আভাসও দেইনি,
তুমিই আমাকে ———————
ভালবাসার আভাস দিয়েছিলে।
১০টি মন্তব্য
পপি তালুকদার
যে প্রথম ইশারা দেয় সেই প্রথমে প্রতারনা করে।
তাই ভালো না বাসাই ভালো।
কবিতার জন্য শুভকামনা রইল।
শামীনুল হক হীরা
একদম ঠিক বলেছেন প্রিয়।।
ধন্যবাদ অনন্ত।
সুপর্ণা ফাল্গুনী
ইশারা করে নিজেই সরে গেল। এসব ভন্ড, প্রতারক দের জন্য ই ভালোবাসা আজ কলুষিত। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম
শামীনুল হক হীরা
এ জন্যই এখনো ভালবাসা বিহীন।।।
ভাল থাকবেন। পারলে একটা ভালবাসা খুঁজে দিন।।ধন্যবাদ।।
সাবিনা ইয়াসমিন
তারপর কি হলো? আভাস কি সুবাতাসের মুখ দেখেছিলো? নাকি গল্প টা এমন ছিলো..
আমি তোমায় ফিরতে বলিনি
তুমিই ফিরে গিয়েছিলে!
শামীনুল হক হীরা
অপেক্ষা করুন দেখতে পাবেন।আগে বললে রেশ থাকবেনা।।ধন্যবাদ চমৎকার মন্তব্যের জন্য।।
আরজু মুক্তা
তারপর আভাস দিয়ে কই গেলো?
শামীনুল হক হীরা
কোথায় আর যাবে ঐ যে ঐ খানে—-
ধন্যবাদ প্রিয়।।
রোকসানা খন্দকার রুকু
অন্যায় অন্যায় ঘোরতর অন্যায়। ইশারা ইঙ্গিত সব দিয়ে পালানো ঠিক না।
শুভ কামনা অবিরাম।
শামীনুল হক হীরা
সবইতো বুঝছেন তো পালান কেন আপনারা?হাঃ হাঃ হাঃ।।
মন্তব্য পেয়ে অণুপ্রাণিত হলাম প্রিয়।ধন্যবাদ।