
জীবনের একটা চরম বাস্তব সত্যের নাম হলো “মৃত্যু”। যেকোনো প্রাণীর জন্ম গ্রহন করলে তার মৃত্যুর স্বাদ গ্রহন করতে হবে। জন্ম গ্রহনের নির্ধারিত সময় থাকলেও মৃত্যুর কোনো নির্ধারিত সময় নেই ।
কি এই মৃত্যু? মৃত্যু মানে পার্থিব জীবনের সমাপ্তি।মৃত্যু মানে দেহ হতে আত্মর পৃথক।মৃত্যু মানে পরকালের কিংবা অনন্তকালের জীবনের সূচনা।মৃত্যু মানে ইহকালের জীবনের সকল কাজের হিসাব – নিকাশ নিয়ে মহান সৃষ্টিকর্তার নিকট দাঁড়ানো।মৃত্যু মানে দুনিয়ায় মায়া ত্যাগ।
মৃত্যু কথা ভাবলে পার্থিব ভোগ বিলাসিতা কিংবা উপরে উঠার আক্ষেপ আকাঙ্খা কিছুই কাজ করেনা। থাকেনা স্বপ্ন পূরনের বিলাসিতা।
যাই হোক,খুব ছোট বেলায় মৃত্যু শব্দটির সাথে পরিচিত হলেও এই শব্দের ব্যাপকতা বা তাৎপর্য বুঝেছি অনেক পরে।
প্রিয় বাবা কে যখন হারিয়েছে তখন আমি নিতান্ত একজন শিশু। মৃত্যুর ব্যাপক অর্থ বোঝা আমার জন্য মুশকিল ছিল।
আমি ভাবতাম হয়তো বাবা কিছু দিন পরে আবার চলে আসবে।এ চলে যাওয়া যে একেবারে চলে যাওয়া তাতে ধীরে ধীরে বুঝেছি, অনুভব করেছি এ-র গভীরত্ব।
এরপর অনেক আত্নীয় – স্বজন, প্রতিবেশির মৃত্যু দেখেছি।
মনে তখন বিষন্ন কষ্ট পেতাম। ভাবতাম কেন এই মৃত্যু? একা নির্জনে কাঁদতাম বাবার জন্য।এখনোও বাবার মৃত্যু আমাকে কাঁদায় কষ্ট দেয়।বাবার শূন্যতা জীবন কে অর্থহীন করে তুলে।কিন্তু নিয়তির নির্মম পরিহাসে এই চরম সত্যকে মেনে নিতে হয়।মেনে নিতে হয় জীবনের কঠিন বাস্তবতা।
সৃষ্টিকর্তা কেন এত নিষ্ঠুর? এই প্রশ্ন আমাকে ভাবিছে অনেক! বুঝতে পারিনা এর রহস্য!
সুবিশাল রাতের আকাশের তারার মাঝে প্রিয় বাবাকে খুঁজি প্রতিনিয়ত! যে চলে যায় সে হয়তো জানেনা কি বিশাল শূণ্যতা আর মানসিক যন্ত্রণার মধ্যে বেঁচে থাকে তার প্রিয় মানুষগুলো।হাজার হাজার সুখের সময়ও প্রিয় বাবাকে স্মরন করি।স্মরন করি শৈশবের সেসকল প্রিয় মুহূর্তগুলো যখন বাবা কে বিষন্ন দরকার ছিল।বাবার ভালোবাসা হীন জীবন অনেক অনেক কষ্টের! যে শূন্যতা এখনো হয়তো আজীবন কষ্ট দিবে তবুও ভালো থাকো প্রিয় বাবা…………………………
২৪টি মন্তব্য
রোকসানা খন্দকার রুকু
সৃষ্টিকর্তা কেন এত নিষ্ঠুর?— এই কথাটা আমিও বলি। হুটহাট কেড়ে নেয় কিছু পরে নিলেও পারত।
আর সবচেয়ে বেশি কষ্ট হয় বাবা- মা হারালে। শেষ আশ্রয়টুকু হারিয়ে যায়। তারপরও মৃত্য অমোঘ, আসবেই!
দোয়া করি আমাদের সবার বাবাও মায়ের জন্য ইহকাল ও পরকালে যে যেখানে অনেক অনেক ভালো থাকুক।
ভালো থাকবেন আপু।
পপি তালুকদার
আমিন। ধন্যবাদ আপু।আপনিও ভালো থাকুন, ভালো রাখুন প্রিয়জনদের।
ছাইরাছ হেলাল
প্রিয়জন সারানোর বেদনা শুধুই সে ই জানে যে হারিয়েছে সত্যি সত্যি।
বাবা/মা হারানোর বেদনা-বোঝা বহন হৃদয় ক্ষরণের নামান্তর, আল্লাহ আপনাকে সব কিছু সহজ করে দিক
এই কামনা করি।
পপি তালুকদার
প্রিয়জন হারানোর ব্যাথা না কাউকে দেখানো যায় না বলে বুঝানো যায় সত্যি এ এক নিদারুণ কষ্ট।
ধন্যবাদ ভাইয়া।
রেজওয়ানা কবির
মৃত্যু শব্দটি ছোট,কিন্তু এক নিমিষেই সব ছারখার করে দেয়। আপনজন ছাড়া বেঁচে থাকা সত্যি খুব কষ্টদায়ক।আমি আসলে শান্তনা দিতে পারি না,দুমরে, মুচরে যাই ভিতর ভিতর। বাবার জন্য দোয়া রইল। আমিন।
পপি তালুকদার
আমিন।অশেষ ধন্যবাদ রইলো।
তৌহিদ
জীবনে একমাত্র মৃত্যুই সত্য যা থেকে বাঁচার সাধ্য কারো নেই। কেউ চলে গেলে বোঝা যায় এর দুঃখবেদনার মর্মব্যথা।
শুভকামনা আপু।
পপি তালুকদার
মৃত্যু থেকে বাঁচা সাধ্য কারো নেই!!! তবুও বাঁচার প্রানপন চেষ্টা করে যাই…..
ধন্যবাদ ভাইয়া।
আরজু মুক্তা
মৃত্যু সবকিছু কেড়ে নেয়।
ভালো থাকুক বাবা ওপারে
পপি তালুকদার
আমিন।অশেষ ধন্যবাদ আপু।
খাদিজাতুল কুবরা
মৃত্যুই জীবনের শেষ সত্যি! কিন্তু সেটা যখন নিজের একান্ত আপন কারুর হয় তখন এর ভয়াবহতা টের পাওয়া যায়।
বাবাহীন পৃথিবী সত্যি দুর্বিষহ।
আল্লাহ সকলকে এই শোক কাটিয়ে উঠতে সাহায্য করুন এবং বাবা মাকে দীর্ঘজীবি করুন।
আমিন
পপি তালুকদার
আমিন।অশেষ ধন্যবাদ আপু।
আশরাফুল হক মহিন
মৃত্যু একদিন এসে যাবে না বলার সময়ে তার জন্য অপেক্ষা করি এখনও পথে পথে কখন হবে মৃত্যু
শুভেচ্ছা রইল আপনার জন্য প্রিয় কবি এগিয়ে যান আপনার মত করে
পপি তালুকদার
অসংখ্য ধন্যবাদ রইলো
সুপর্ণা ফাল্গুনী
মৃত্যু এ যেন সমস্ত কল্পনাকে ও হার মানিয়ে দেয়। যখন তখন এসে কোথায় যে ডেকে নিয়ে যায় কারো সাধ্য নেই ঠেকানোর। এই অমোঘ বাণী মনে থাকলে কেউ আর সহজে পাপে জড়াতে পারতো না। আপনার বাবার আত্নার শান্তি কামনা করছি।
ভালো থাকুন সুস্থ থাকুন শুভ সকাল
আপ
পপি তালুকদার
অশেষ ধন্যবাদ দিদি।আপনিও ভালো থাকুন, নিরাপদে থাকুন।
সাখাওয়াত হোসেন
আমাদের জীবনে সবচেয়ে বড় ট্রাজেডি হলো মৃত মানুষকে বিদায় দেওয়া। প্রতিদিন আমাদের পরিচিত বা আত্মীয়-স্বজন কেউ না কেউ মারা যাচ্ছে। ১৪ বছর আগে বাবাকে হারিয়েছি, ভিষণ মনে পরে বাবার মুখ। পৃথিবীর সমস্ত মা-বাবার প্রতি ভালোবাসা রইল, আর কবরবাসী মা-বাবাকে আল্লাহ জান্নাতবাসী করুক। আমিন।
দারুণ লিখেছেন আপু, আপনার লেখাটিকে প্রিয়তে নিলাম।
পপি তালুকদার
আমিন।অশেষ ধন্যবাদ ভাইয়া।
বোরহানুল ইসলাম লিটন
জন্মই মৃত্যুর লক্ষ্যে
বাবার শূণ্যতা কোন কিছুতেই পূরণ হয় না
ভূক্তভোগী বিনে এ ব্যথা অনুভব করা সত্যিই কঠিন।
সুন্দর হৃদয়গ্রাহী নিবেদনে মুগ্ধতা রেখে গেলাম নিরন্তর।
আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা রইল।
পপি তালুকদার
সত্যি বড়োই নির্মম! হুম বাবা মা ছাড়া জীবন যেন অর্থহীন চলা……
ধন্যবাদ।
সাবিনা ইয়াসমিন
মৃত্যু একমাত্র সত্য। ধর্মপ্রাণ এবং নাস্তিক এই এক জায়গায় এসে এক হয়ে যায়, কারণ আল্লাহ-ঈশ্বর আছে কি নেই তা দিয়ে তর্ক চলে, কিন্তু জন্মিলে মরিতে হইবে এই মতের বিরুদ্ধে কোন বিতর্ক খাটে না। আজ প্রিয়জন হারানোর বেদনায় আমি কাঁদছি, কাল আমার জন্য কাঁদবে অন্যকেউ। হারানোর নিয়মে আমরা বাধা পড়ে আছি, এটাই নিয়তি।
আপনার বাবার বিদেহী আত্মার জন্য দোয়া করি। আল্লাহ তায়ালা তাকে জান্নাত নিবাসী করুন।
আপনি ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
পপি তালুকদার
আমিন।এই সত্যের কাছে হেরে যেতে হয় সকল শক্তির।
তবুও যেন বেঁচে থাকার সেকি প্রানপণ চেষ্টা প্রতিনিয়ত করে যাচ্ছি আমরা।
মুল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।
ভালো থাকুন।
শামীনুল হক হীরা
কিছু করার নেই।।।কিছু বলারও নেই।।
শুভকামনা রইল।
পপি তালুকদার
অশেষ ধন্যবাদ মন্তব্যের জন্য।
ভালো থাকুন।