
আকাশে তোমায় দেখেছি
চাঁদ ডোবার সময়।
মেঘ করেছে বলে
অভিমান করেছি
সন্ধ্যা হবার সময়।
আজও রাত্রি হলে কথা বলি
নীরবতার সময়।
সময় ঠিকই হচ্ছে পার
মেঘলা ঠিকই ভালো আছে
শুধু আকাশটা আজ চাঁদের
সাথে হাত মিলিয়েছে।
অনেকবার বলেছি কাউকে ভালোবাসো
সে ঠিকই ভালোবাসে
শুধু দুপুর হলে কয়েক মিনিট মেঘ করে।
মেঘলা হয়ে থেকো না প্রিয়তমা
একবার কাউকে ভালোবেসে দেখো
এই পৃথিবীটা বদলে যাবে
একটি ভালোবাসার জন্য।
১৬টি মন্তব্য
ফয়জুল মহী
নানন্দিক ,
সাবলীল ভাবে সাজানো লেখাটি ।
আশরাফুল হক মহিন
প্রিয় কবি আপনি এখানেও আছেন
ভীষণ ভালো লাগলো প্রিয় কবি আমার সব ওয়েবসাইটে কবিতা আপলোড করে ।
এগিয়ে যান প্রিয় কবি ফয়জুল মহী
পপি তালুকদার
ভালোবাসা মানুষকে বদলে দেয়, বদলে দেয় পৃথিবী।
তাই ভালোবাসুন অভিমান ভেঙে এগিয়ে এসে হাতটি ধরুন দেখবেন চারপাশ রাতের আকাশের তারার মতো জ্বলজ্বল করে উঠবে।
শুভকামনা রইল।
আশরাফুল হক মহিন
ধন্যবাদ প্রিয় কবি আমার দোয়া করবেন আমাদের জন্য
রোকসানা খন্দকার রুকু
মেঘলা হয়ে থেকো না প্রিয়তমা
একবার কাউকে ভালোবেসে দেখো
এই পৃথিবীটা বদলে যাবে
একটি ভালোবাসার জন্য।****একদম ঠিক বলেছেন।পৃথিবী ভালোবাসা ছাড়া বদলানো যায়না।
আশরাফুল হক মহিন
অনেক ভালো লাগছে আপনার একটা সুন্দর মন্তব্যের জন্য দোয়া করবেন যেন আরো ভালো কিছু লিখতে পারি
খাদিজাতুল কুবরা
একটি বার ভালোবাসলে চেনা পৃথিবী বদলে যায়, খুব সত্যি।
সব অভিমানের পর্ব চুকিয়ে প্রেম আসুক প্রেমিকের জীবনে।
প্রেমময় হোক চারপাশ।
আশরাফুল হক মহিন
ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য দোয়া করবেন যেন ভাল কিছু লিখতে পারি
আরজু মুক্তা
ভালোবাসা দিয়েই সবকিছু বদলাতে হয়।
শুভ কামনা
আশরাফুল হক মহিন
ধন্যবাদ প্রিয় কবি আপনার মন্তব্যে অনুপ্রাণিত আমি
দোয়া করবেন আর আপনাদের জন্য হাজার বছরের ভালোবাসা রইলো
সুপর্ণা ফাল্গুনী
খাঁটি ভালোবাসার বড় ই অভাব তবুও ভালোবাসা খুঁজি নিরন্তর। পৃথিবী বদলাবে সত্য, সুন্দর ভালোবাসায়। অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা রইলো। শুভ সকাল
আশরাফুল হক মহিন
ধন্যবাদ প্রিয় কবি আপনার সুন্দর মন্তব্য দেওয়ার জন্য
সাখাওয়াত হোসেন
অসাধারণ কথামালা। এরকম ভালবাসা পেলে বদলে নিতাম নিজেকে।
ভাল থাকবেন ভাইয়া।
সাবিনা ইয়াসমিন
ভালোবাসা আছে বলেই পৃথিবীটা আজও এত সুন্দর। সবার জীবনে সত্যিকার ভালোবাসা আসুক।
শুভ কামনা 🌹🌹
আশরাফুল হক মহিন
দোয়া করবেন যেন সবার ভালোবাসায় পৃথিবীতে বেঁচে থাকে
হালিমা আক্তার
চমৎকার কথা মালা। শুভ কামনা রইলো।