
মাগো জীবনের একটা প্রান্তে এসে-
তোমাকে খুব বেশী মনে পড়ে,
যখন ছোট্ট ছিলাম তখন মাঝে মাঝে-
তুমি আমাকে ছাগল বলতে,
মনে মনে রাগ হতাম আর বক বক করে চলে যেতাম হয়তো গালিও দিতাম।
তখনও বুঝতাম না আসলেই আমি ছাগল।তারপর যখন আর একটু বড় হলাম-
তখন বলতে পাগল,
তখনও রাগ হতাম,
মাগো তখনও বুঝিনি সত্যি আমি পাগল।
কিছু কিছু কাজ করে এখন বুঝতে পারি মা-
নিজেই সত্যি সত্যি বুঝতে পারি,
এটা ছাগলের কাজ ছাড়া আর কিছুইনা।
আবার এমনও কিছু কাজ করি-
যা দেখে মনে হয় পাগলের পাগলামি।
পাগল ছাড়া এ কাজ কেউ করতে পারেনা।
মাগো অনেক কষ্ট দিয়েছি তোমায়,
ক্ষমা করো মা,এই পাগলটাকে ক্ষমা করো।
তুমি সর্বদাই ঠিক ছিলে মা,
আমি সবসময়ই ভুল ছিলাম।
তোমার তুলনা তুমিই মা শুধুই তুমি,
আই মিস ইউ-মা।
১১টি মন্তব্য
শামীনুল হক হীরা
আমি আমার মাকে প্রতি মাসেই দেখতে যাই,
যদি পারি আরও আগেই চলে যাই।অনেক দূরে থাকি বলে যখন খুশী যেতে পারিনা।সবসময় মিস করি মাকে।পুরোনো স্মৃতি মিস করি।
তাই এ লেখাটি লেখা।
তৌহিদ
মায়েরাই আমাদের প্রথম শিক্ষক। আপনার মা সহ জগতের সকল মাকে শ্রদ্ধা জানাই।
শুভকামনা ভাই।
শামীনুল হক হীরা
thanks,,,
মাছুম হাবিবী
মা ছাড়া গোটা দুনিয়া অন্ধকার
শামীনুল হক হীরা
thanks..
বোরহানুল ইসলাম লিটন
সুন্দর হৃদয়ছোঁয়া নিবেদন।
আন্তরিক শুভ কামনা রইল প্রিয় কবি।
শামীনুল হক হীরা
thanks for comments
আরজু মুক্তা
মা এর তুলনা নাই।
শামীনুল হক হীরা
many many thanks
পপি তালুকদার
এক কথায় মা মানে জীবন। অনেক অনেক ভালো লাগলো।
মোঃ রাশিদুল ইসলাম
মা শব্দটা কতো না মধুর হয়।
ভালো লাগলো❤️