
খুব জানতে ইচ্ছে করে,
খুব.. ……………জানতে ইচ্ছে করে,
তুমি কি সেই আগের মতো আছ
নাকি অনেক খানি বদলে গেছ
খুব জানতে ইচ্ছে করে……..
হঠাৎ কয়েক দিন যাবত গানটির প্রতি কেমন যেন একটা ভালো লাগা কাজ করছে! এর আগে কত শুনেছি এত টা ভালো লাগেনি।যাই হোক মাঝে মাঝে মনের কোনে কার কথা যেন মনে পড়ে! সেটা বুঝেও মনের সাথে অভিনয় করি যেন কিছুই না।
জীবন চলে জীবনের নিয়ম সে বসে নেই কারো জন্য। কিন্ত মন মাঝে মাঝে থেমে যায় অজানা ভাবনার ভেড়া জালে!!
মন কে প্রশ্ন করি আচ্ছা আমার মতো করে তারা কি ভাবে যাদের কথা আমি ভাবি! মন নিরুত্তর! হয়তো কেউ ই ভাবে না।আমি নিজে ই অহেতুক ভেবে যাই। যার কোনো ফলাফল নাই।
আবার অজান্তে মনে কে প্রশ্ন করি সব কিছুর কি ফলাফল থাকতে হবে? কিছু কিছু বিষয় থাকনা ফলাফল হীন ভাবনার ভুবনে।যেখানে একান্ত আমার নিজের বসবাস।হোক না সেটা স্বার্থপর পৃথিবী থেকে আলাদ একান্তই নিজস্ব।
মাঝে মাঝে কারো সাথে কথা বলতে বিশেষ ভালো লাগেনা তবু ও বলতে হয় সম্পর্কের খাতিরে। হায়রে সম্পর্ক!! এটাও মনে হয় লোক দেখানো বেশি।লক্ষ করলে দেখা যায় নিজের কাছের লোকজন রেখে অন্যদের সময় দেওয়া টা এখন একটা ফ্যাশন! সময় পেলে বসে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে তখন হয়তো অত্যন্ত কাছের মানুষটা সময় পাবে বলে অপেক্ষার প্রহর গুনছে! নিদারুন এক কষ্ট যা কাউকে বোঝানো যায় না!
মনের কাছে জানতে চাওয়া জীবনের এই আকাঁবাকা পথগুলো কখনো কি সোজা হবে না?যেখানে দিয়ে মনের খুশি নিয়ে হেঁটে যাবো নিরন্তর…………………………..…………
না না না না.. ….. প্রতিধ্বনি হয় মনের কোঠায়।
আমার এই একলা ভুবণে চলতে হবে একলা পায়ে দুরন্তগতিতে।যতই ক্লান্ত হইনা কেন এ মরিচীকা পথে হেটে চলতে হবে অবিরত……….. ……
ছবিঃ গুগল
১৬টি মন্তব্য
বোরহানুল ইসলাম লিটন
খুব সুন্দর কথা বললেন
’কাছের মানুষ রেখে অন্যদের সময় দেয়াটা একটা ফ্যাশন’
নির্মম হলেও কথাটি যথেষ্ট সত্য।
অকৃত্রিম অনুভূতিতে লেখা অনন্য নিবেদন।
অনেক অনেক মুগ্ধতায় শুভেচ্ছা ও শুভ কামনা রেখে গেলাম নিরন্তর।
পপি তালুকদার
অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আপনাকেও শুভেচছা ও শুভকামনা রইল।
তৌহিদ
প্রতিটি মানুষেরই তার নিজস্ব জগত আছে যেখানে স্বপ্ন, চিন্তাভাবনা সবগুলি একান্তই নিজের। সে ভুবনে মানুষ নিজেই নিজের স্বপ্নদ্রষ্টা। জীবন সুন্দর হোক এটাই প্রত্যাশা।
শুভকামনা আপু।
পপি তালুকদার
প্রথমে জানাই ধন্যবাদ।হুম প্রতিটি মানুষের জীবনে একটা আলাদা জগৎ থাকে যেটা একান্ত তার।
সুপর্ণা ফাল্গুনী
নিজস্ব ভুবনের আলাদা একটা ভাষা আছে, রঙ আছে, রূপ আছে । গানটি আমার অসম্ভব প্রিয় একটি গান। আজকাল সবকিছুতেই ফ্যাশন, শোআপ। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম
পপি তালুকদার
সত্যি ই আপু শোআপ টা ভালো লাগেনা কিন্তু কিছুই করার নেই।
ভালো থাকুন,নিরাপদে থাকুন।
রেজওয়ানা কবির
গানটি আমার ভিষনপ্রিয়। মন যে কি চায় তা বোঝা বড় দায়। মাঝে মাঝে মনের আকাঙ্খা দেখে অবাক হই, আরে বাবা,তোমার স্বাদ মেটে না। খুব সুন্দর লিখেছেন মনের বিষয়গুলো
শুভকামনা
পপি তালুকদার
গানটি সত্যিই ভালো লাগার মতো। মনের আকাঙ্ক্ষা নিবৃত্তি করা মুসকিল তা ক্রমানয়ে বাড়তে থাকে।
ভালো থাকুন সবসময়।
আলমগীর সরকার লিটন
বেশ অনুভূতির স্পর্শকাতর প্রকাশ পপি আপু অনেক শুভেচ্ছা রইল
পপি তালুকদার
অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ভালো থাকুন।
প্রদীপ চক্রবর্তী
অবশ্যই প্রতিটি মানুষের নিজস্ব ব্যক্তিসত্তা রয়েছে।
যা অন্যের সাথে মিল নেই!
.
গানটা আমারও বেশ পছন্দের এবং ভাবার্থ।
.
আমার এই একলা ভুবণে চলতে হবে একলা পায়ে দুরন্তগতিতে।যতই ক্লান্ত হইনা কেন এ মরিচীকা পথে হেটে চলতে হবে অবিরত……….. ……
আপনার চলার পথ সুখময় হোক।
.
শুভকামনা রইলো অনেক।
পপি তালুকদার
মন্তব্যের জন্য অফুরন্ত ধন্যবাদ।
ভালো থাকবেন সর্বদা।
আরজু মুক্তা
নিজের একান্ত কিছু তো থাকেই। তবুও অন্যাদের সাথে শেয়ারিং করে ভালো মন্দ মিলে চলতে হয়।
শুভকামনা সবসময়
পপি তালুকদার
অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক ভালো থাকেন।
ছাইরাছ হেলাল
সহাস্যের মরীচিকা সুগন্ধ ছড়ায়,
হতে পারে তা মূল্যহীন অপদার্থ
হতাশা ও উদাসীনতায়,
ইতস্তত নিয়তি আড়ালে হাসে।
পপি তালুকদার
এত সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ রইল।