বসন্তের অভিলাষে

কামরুল ইসলাম ১৫ ফেব্রুয়ারি ২০২১, সোমবার, ০৮:৪২:১৫অপরাহ্ন কবিতা ১৩ মন্তব্য

 

ফিরে এলো আবার বসন্ত

প্রথম দেখা বাসন্তি  রাঙা মুখ

প্রথম ছোঁয়া,  ভালবাসার উষ্ণ বুক  ।

চিরতারণ্যের স্বপ্নময় শাখে

পলাশ, শিমুল আর প্রকৃতি হাসে

মনের অগোচরে শিষ দিয়ে যায় দোয়েল

অম্ল মুকুলে নিবিড় ঘ্রাণ

সর্ষে ফুলে মৌ পোকার গুঞ্জন

দামাল হাওয়ায় হারিয়ে যায়

চির চিনা একটি মন ।

 

ইচ্ছে গুলো ডালা মেলে

আবারো মুখ লুকাই, তোমার আঁচলে

হাতে হাত রেখে,  ছুটে চলি

দিগন্ত প্রাণে,  দানে অঞ্জলী

আকাশ ছুঁই,  বাতাস মাখি

ভালবাসার পদাবলি,  দুজনার বুকে আঁকি

বসন্ত বিলাসে, তোমার বুকে নিঃশ্বাস রাখি

ফাগুন যায়, ফাগুন আসে,  স্বপ্নরা দেয় ফাঁকি ।

 

রচনা  কাল ঃ ১৩/০২/২০২১

ঢাকা

৫২৮জন ৪০২জন
0 Shares

১৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ