
যায় নাকো ভোলা ক্ষণিকের স্মৃতি
যদি জেগে থাকে হৃদয়ের কোণে তান,
কখনও যা হাসে কখনও যা কাঁদে
অক্ষি সজলে নিভৃতে গেয়ে গান।
যদি চোখে পড়ে বৃক্ষ শাখায়
পক্ষী যুগল মেতে আছে আলাপনে,
স্মৃতির চঞ্চু কর্কশ ঘাতে
ভাবাতে তখন ক্ষত করে দেয় রণে।
আষাঢ়ে নীরদ যদি কভু ডাকে
চঞ্চলা বায়ু পারে না ঠেকাতে বান।
নীরব নিশীথে সলাজে ইন্দু
যদি ঢেলে দেয় ললিত আলোক ছটা,
নির্ঘুম তোমা হৃদয়ে করবে
স্মৃতিরা তখনই বিজয়ের ঘনঘটা।
না-ই যদি থাকে ঋতুর চক্র
বাঁচে না কখনও ভব প্রকৃতির প্রাণ।
কত ফুল ফুটে ঝরে অগোচরে
একটু যতনে কে বা রাখে তার খোঁজ,
কিছু স্মৃতি তবু মাল্যতে গাঁথে
ভুলতে গেলেও ঝুলে থাকে গলে রোজ।
আবেশিত তোড়ে বসন্ত জাগে
যদি মনে বাজে তুমি কোকিলের গান।
১৩টি মন্তব্য
জিসান শা ইকরাম
স্মৃতি তুমি বেদনা 🙂
কবিতা ভালো হয়েছে।
শুভ কামনা।
বোরহানুল ইসলাম লিটন
মন্তব্যে অনুপ্রাণিত হলাম।
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা অপরিসীম।
সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
সুন্দর প্রকাশ — কত ফুল ফুটে ঝরে অগোচরে
একটু যতনে কে বা রাখে তার খোঁজ,
বোরহানুল ইসলাম লিটন
সুন্দর মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ রইল অফুরাণ।
সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
শুভ কামনা রইল।
তৌহিদ
সবকিছু চাইলেও ভোলা যায়না, মনের মাঝে কাঁটার মতন বিধে থাকে আজীবন।
শুভকামনা ভাই।
বোরহানুল ইসলাম লিটন
মন্তব্যে বিমোহিত হলাম।
আন্তরিক ধন্যবাদ রইল অন্তহীণ।
সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন।
সুপর্ণা ফাল্গুনী
স্মৃতিরা চঞ্চল ই হয় ; কখন যে কোথা থেকে উঁকি দিয়ে এলোমেলো করে দেয় গোছানো মনের আঙ্গিনা বোঝা বড় দায়!! অনেক সুন্দর শব্দের কারুকার্য খন্ডিত কাব্য কথন। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম
বোরহানুল ইসলাম লিটন
সুন্দর মন্তব্যে ভীষণ অনুপ্রাণিত হলাম।
আন্তরিক ধন্যবাদ জানবেন নিরন্তর।
সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন।
পপি তালুকদার
স্মৃতি কখনো ভোলা যায়না মনের কোঠায় নিত্য তার অবাধ বিচরণ। খুব ভাল লাগলো কবিতাটি।একরাশ শুভেচ্ছা রইল।
বোরহানুল ইসলাম লিটন
সুন্দর মন্তব্য পেয়ে ভীষণ মুগ্ধ হলাম।
কৃতজ্ঞতায় ধন্যবাদ অফুরাণ।
সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন।
আরজু মুক্তা
কতো ফুল ঝরে যায়, কে মনে রাখে?
বোরহানুল ইসলাম লিটন
মন্তব্যে মুগ্ধ।
কৃতজ্ঞতায় আন্তরিক ধন্যবাদ নিরন্তর।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন নিরাপদে থাকুন।