
আদরের রাগী ছেলে,
আজ কুয়াশাচ্ছন্ন ভোরে অনেকদিনপর তোমার সাথে আমার স্বপ্নে দেখা। দেখা হয়ে অনেক কথা বললাম, তুমি শুধু বরাবরের মতই চুপটি করে শুনলে। আমার যত মান,অভিমান, তোমার প্রতি পাথরের মত জমা হয়ে আছে সব আজ তোমায় অবলীলায় বলে দিলাম। বিশ্বাস কর,এক বিন্দু ও খারাপ লাগেনি আমার। সবশেষে তোমার দিকে তাকানোর জন্য চোখ মেললাম তোমায় একটু আদর দিব বলে, কিন্তু চোখ মেলেই দেখলাম, তুমি নেই। আমার সামনে শুধু অন্ধকার। তখনও সকাল হয় নি, বুঝলাম স্বপ্ন দেখছিলাম, সবাই বলে ভোরের স্বপ্ন সত্যি হয়, তাই আবারও তোমার স্নিগ্ধ, সরল, চোখগুলো আমার মনের আসনে স্মরন করলাম। তুমি জানো রাগী ছেলে, তোমার চোখে কি পরিমান মায়া???কি পরিমান স্নিগ্ধতা???তোমার চোখের দিকে তাকালে মনে হয় একধরনের স্বর্গীয় সুখ পেলাম, তোমার তাকিয়ে থাকায় আমি মুগ্ধ হই,মনে হয় তোমার চোখের সমুদ্রে দূর অজানায় তোমায় নিয়ে হারিয়ে যাই । যত দিন যায় তত তোমাকে আরও বেশি আকড়ে ধরতে ইচ্ছে করে, মনে হয় তোমাকে আবারও নতুন করে আবিস্কার করলাম। আমার কাছে মনে হয়, তোমার তুমিটার মাঝে এখনও অনেক কিছু আছে যা আমি যতদিন বেঁচে থাকব ততদিন তা আবিস্কারের নেশায় মেতে থাকব। আমার রাগী ছেলে, তুমিটা সত্যি খুব ভালো । কতদিন তোমায় দেখি না,তবুও তুমি সবসময় আমার অস্তিত্বে মিশে থাক। তুমি যখন বকা দাও তখন আরও বেশি ভালো লাগে তোমাকে,মনে হয় আলতো করে জড়িয়ে থাকি। তুমিটা কিন্তু বাইরে খুব শক্ত অথচ ভেতর ভেতর সন্দেশের মত। অনেক বকবক করলাম, তুমিতো আবার উপন্যাস পছন্দ করো না, কিন্তু আমি যে উপন্যাস ছাড়া আমার মনের ভাব প্রকাশ করতে পারি না। কি করবে বল???আমি এমনি🤪🤪🤪,এইটুকুতো সহ্য করতেই হবে আমার রাগী ছেলে। তোমার তুমিটাকে ধরে রাখতে চাই সবসময়। তোমার মাঝে আজীবন থাকতে চাই যেমন তুমি আমার মাঝে আছো।তোমার রাগের মাঝে যে আমার প্রতি ভালোবাসা ছড়িয়ে, ছিটিয়ে আছে সেটা কিন্তু আমি ভালোই বুঝি, তা তুমি যতই আড়াল কর না কেন?এরপর যখন তোমার সাথে দেখা হবে, তখন আমার প্রথম কাজ কি জানো?? তোমার কপালে আলতো করে আদর দিব।কি খুব হাসি পাচ্ছে তাই না??? হেসে লাভ নেই সত্যি সত্যি।
প্রচন্ড শীত এখন,তোমারতো আবার ঠান্ডার সমস্যা তাই ঠান্ডা লাগাইও না,বাইক চালানোর সময় সিগারেট খেও না,নিজের যত্ন নিও । ছায়ার মতই থাকতে চাই তোমার পাশে। ভালো থেক আমার দুষ্টু,মিষ্টি, আদরের রাগী ছেলে। ভালোবাসি তোমাকে খুব বেশি❤️❤️❤️।
“তোমার ছায়াসঙ্গী”
ছবিঃ নেট থেকে।
১৫টি মন্তব্য
মনির হোসেন মমি
যারা হঠাৎ করেই রেগে যায় তাদের ,সাধারণত বদমেজাজিইই বলা হয়।এই বদমেজাজি মানুষ গুলো এই পৃথিবীতে সবচেয়ে অসহায় মানুষ।তাদের বাহির থেকে হয়তো মনে হয় তারা অনেক পাষাণ। এই মানুষগুলোসবাইকে এক নিমিষে আপন করে নিতে যেমন পটু তেমনি খুব অল্পতে এরা কাছের মানুষ গুলোকে কষ্ট দিতেও পারে। কস্টটা ইচ্ছে করে দেয়না এরা। এরা ভেতর থেকে অনেক একা। এরা আদর-ভালোবাসারকাঙাল। এদের প্রয়োজন আলদা যত্ন,অনেকটা ভালোবাসা।
চমৎকার আবেগী চিঠি।
রেজওয়ানা কবির
ঠিক বলেছেন ভাইয়া,যারা বাইরে থেকে খুব রাগী তারা ভিতর ভিতর খুব নরম। তারা সবকিছু প্রকাশ করতেও পারে না তাই তারা একা সবচেয়ে বেশি কষ্ট পায়। অথচ তারা কিন্তু ভালো ও বাসে। ধন্যবাদ ভাইয়া, ভালো থাকবেন। শুভকামনা ।
তৌহিদ
আহা চিঠি, বড্ড আবেগময়। ভালোবাসাযুক্ত এমন লেখা পড়ে প্রেমিক সাড়া না দিয়ে কি পারে!
যত্নশীলা প্রেমিকার চিঠি পড়ে প্রেমে মাতোয়ারা হোক প্রেমিক। আপনিও ভালো থাকুন আপু।
রেজওয়ানা কবির
ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্য পড়ে বড়ই আনন্দিত হলাম, প্রেমিকতো সাড়া দিবেই তবে রাগী তো🤪🤪তবুও ভালো। ভালো থাকবেন ভাইয়া, শুভকামনা।
স্বপ্ন গোধূলি
বদমেজাজী মানুষ গুলা মনের দিক থেকে অনেক সাধারণ আর সরল হয়। অনেক বেশি সৎ হয়। তাই এরা বেশি কষ্ট পায়।
রেজওয়ানা কবির
ধন্যবাদ স্বপ্ন গোধূলি,আপনার সুন্দর মন্তব্যের জন্য । সত্যি রাগীরা মনের দিক থেকে অনেক ভালো হয় তাইতো এদের ভালো না বেসেও থাকা যায় না। ভালো থাকবেন। শুভকামনা ।
স্বপ্ন গোধূলি
ধন্যবাদ আপু।
রোকসানা খন্দকার রুকু
ইশরে কি আবেগ কি আবেগ!!!??
মন ভরে টইটুম্বুর হয়ে গেল। শীতের স্নিগ্ধতায় এমন প্রেমমাখা চিঠি পড়ার পর মনে আবেশে আরও কিছুক্ষণ শুয়ে থাকি।
শুভ কামনা সকল রাগী, দুষ্টুদের জন্য। শুভ সকাল আপুনি।🥰🥰
রেজওয়ানা কবির
আহারে! আপু শীতের আবেশে প্রেম ও থৈ থৈ করছে, অলসতা ভর করে আর মনের মাঝে মনে হয় স্নিগ্ধতা শুধু তাই পারলে আরও কিছুক্ষন শুয়ে থাক।শুভ সকাল আপি।
সুপর্ণা ফাল্গুনী
রাগীদের ভালোবাসা নাকি মনের মধ্যে চেপেই রাখে তাই অন্যরা বুঝতে পারে না তাদের আবেগ, অনুভূতি। সবাই তো সমান ভাবে প্রকাশ করতে পারে না। কথা যারা গুছিয়ে বলতে পারে না তাদের কথাগুলো উপন্যাস ই মনে হয় অন্যের কাছে। কিন্তু সেখানে যে ভালোবাসার কমতি নেই এটা কেউ বুঝতে চায় না। রাগী ছেলেরা ভালো থাকুক, আপনি ও ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম
রেজওয়ানা কবির
ধন্যবাদ আপু, এত সুন্দর মন্তব্যের জন্য। রাগী মানুষরা অনেকসময় বোঝেই না যে তাদের একটু হলেও ভালোবাসা প্রকাশ করতে হয়। হোক তবুও রাগীরা তাদের মতই ভালো থাকুক,ধন্যবাদ ।
জিসান শা ইকরাম
হৃদয়ের কথা চিঠির মাঝে খুব সুন্দর ভাবে উপস্থাপন করলেন।
সন্দেশের খোঁজ পাওয়া সহজ নয়, তারপরেও খুঁজে পেয়েছেন।
সুন্দর চিঠি।
শুভ কামনা।
রেজওয়ানা কবির
ধন্যবাদ ভাইয়া, সত্যি জানেন আজ বিকেলে হঠাৎ আপনার কথা মনে পড়ল, ভাবলাম কেমন আছেন?আর এখন সোনেলায় এসে দেখি আপনি মন্তব্য করেছেন। দেখলেন বোনের টান বলে কথা🤪🤪।হুম ভাইয়া সন্দেশের খোঁজ পেয়েছি বটে।ভালো থাকবেন,শুভকামনা ।
আরজু মুক্তা
আবেগময় চিঠি পড়ে গরম লাগলো।
শুভকামনা
রেজওয়ানা কবির
যাক গরম লাগাতে পেরে ধন্য হলাম আপুনি।ভালো থাকবেন, শুভকামনা।