ঈশ্বরী

সাফায়েতুল ইসলাম ১৩ জানুয়ারি ২০২১, বুধবার, ০১:৫৩:০৬অপরাহ্ন কবিতা ১০ মন্তব্য

কতোটা দুঃখ ছুঁয়ে গেলে ?

বেদনার নীলে কতোটা সুভাষিত হলে ?

জানতে চেয়ে বারবার হারিয়ে গেলে। তুমি সত্যি করে কাছে এলে ঠিকই, কিন্তু বুঝতে পারোনি, কতোটা বিশালতা নিয়ে অপেক্ষমাণ ছিলাম।

তোমায় সুদীর্ঘ পথ কেটে রাস্তা দেখিয়েছি। তোমার অব্যক্ত অনুভূতিতে শব্দ জুড়েছি। তবু তুমি জানলে না, ভালোবাসার হৃদয়ে কতোটা ক্ষত প্রসারিত হল।

যখন বললে; নিজেকে ভালোবাসো। তখন অবাক বিস্ময়ে ডুবে গেলাম, দেখলাম; আমার মধ্যে অন্য কেউ। আমি বাদে সবই বিরাজমান। একরাশ অশ্রুসিক্ত নয়নে সত্য ও সুন্দরের দিকে ছুটে গেলাম- ব্যাকুলতা নিয়ে প্রশ্ন করলাম; আমি কে ? প্রতিউত্তরে ফিরে এলো গুচ্ছ গুচ্ছ নিকষ কালো অন্ধকার।

তারপর প্রলয়ের শিঙ্গায় ফু দিয়ে উঠলো ইসরাফিল। চারিদিক থেকে কলবে কলবে রোল পরে গেলো। নিঃশেষের দিকে জিকির করতে থাকল আঠারো হাজার মাখলুকাত, কারণ সবকিছু এক ও অদ্বিতীয়

—————***—————-

১৩৮৪জন ১৩১৩জন
0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ