
আজ ও জননীর বুকে কতশত পথশিশুর পাণ্ডব দেহ অনাবৃত, ক্ষুধার্ত !
কত শত কপর্দকহীন ভিখিরি রাজপথে ঘুমায়!
দিন যায় মাস ফুরায়, বছরের পর বছর কালান্তরের সাক্ষী হয়,
তাতে সেই শিশুটির কী আসে যায়?
যার মুখে একফোঁটা দুধ জোটেনি কস্মিনকালে!
হতে পারে পেট পুরে খাওয়া হয়নি আজকের দিনে ও।
আজ ও বৃহন্নলার রাষ্ট্র স্বীকৃত ভিক্ষাবৃত্তির দৃশ্য দেখে বানরের পূর্ব পুরুষ জেগে উঠে আমাদের মস্তিষ্কে!
আজ ও সহবাস সেরে স্বগৃহে ফিরে পরম তৃপ্ত পৌরুষে সাধ্বী স্ত্রীর পাশে পাশ ফিরে ঘুমায় পুরুষ,
আর তখন বারবনিতা উপনামে বিচ্ছিন্ন কোন জীব জীবিকার অন্বেষণে আরেকজনকে খোঁজে!
সুশীল সমাজ প্রশ্ন তোলেনা একা মহিলাটি পতিতা হতে পারে?
আজ ও শিশুর ক্ষত বিক্ষত স্পর্শকাতর অঙ্গ প্রত্যঙ্গ বিকলাঙ্গ হয় মানুষের আঁচড়ে!
একটি নতুন বছর যদি শুধু একটি সাল সংখ্যা না হয়ে একটি নতুন শুরু হতো __
যদি নতুন বছরে পুরনো মোড়কে; সত্যিকারের সভ্যতার উদ্বোধন করতে পারতাম, তবে পথশিশু শব্দটি অভিধান থেকে মুছে দিতাম।
যখন একটি ও শিশু মৌলিক সুবিধা বঞ্চিত হয়, সেখানে সভ্যতা শুধু একটি অনর্থক শব্দ মাত্র।
এলজ্জা কোথায় রাখি!
আজকের দিনে প্রার্থনা এই __
নতুন বছর যেন সকল অশুভকে দুর করে আমাদেরকে মানবিক হতে শেখায়।
১৬টি মন্তব্য
রোকসানা খন্দকার রুকু
প্রথমেই নববর্ষের শুভেচ্ছা রইল🌹🌹❤️❤️
ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় এমন কথা আর নয়। রোগ শোক জরা ব্যাধি কাটিয়ে আমরা নতুন পৃথিবী নতুন করে শুরু করতে চাই। যেখানে সহিংসতা আর বৈষম্য থাকবে না। নাগরিকদের সকল অধিকার সুনিশ্চিত হোক।
শুভ কামনা বন্ধু।
খাদিজাতুল কুবরা
তোমাকে ও নববর্ষের শুভেচ্ছা।
অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।
তৌহিদ
নতুন বছর নিয়ে আসুক অনাবিল সুখ শান্তি। সকল জরা বেদনা কাটিয়ে সকল মানুষ ফিরে পাক সুখের ঠিকানা। আপনাকেও শুভেচ্ছা আপু।
হ্যাপি নিউ ইয়ার।
খাদিজাতুল কুবরা
অনেক ধন্যবাদ ভাইয়া।
হ্যাপি নিউ ইয়ার
সুপর্ণা ফাল্গুনী
অসাধারণ, অনবদ্য। নতুন সাল, নতুন সংখ্যা না হয়ে নতুন করে সবকিছু শুরু হোক এই কামনা রইলো আমার ও। শুভ নববর্ষের শুভেচ্ছা ও শুভকামনা রইলো অবিরাম
খাদিজাতুল কুবরা
নববর্ষের শুভেচ্ছা দিদি ভাই
ভালো থাকুন ধন্যবাদ
শামীনুল হক হীরা
একদম ঠিক।। বেশ দারুণ লাগল।। শুভেচ্ছা জানবেন সতত।
খাদিজাতুল কুবরা
আন্তরিক ধন্যবাদ
জিসান শা ইকরাম
নতুন বছরের শুভেচ্ছা,
শুভ কামনা।
খাদিজাতুল কুবরা
নতুন বছরের শুভেচ্ছা জানবেন ভাইয়া
আলমগীর সরকার লিটন
সুন্দর এক মানবিক অনুভবের প্রকাশ কবি কুবরা আপু অনেক শুভেচ্ছা রইল
খাদিজাতুল কুবরা
আন্তরিক ধন্যবাদ লিটন দা
ছাইরাছ হেলাল
মানবিকতার আশা রেখেই আমরা বাঁচার চেষ্টায় থাকি,
কিন্তু ফি বছরের মত পুরনো মোড়কেই নূতন ফিরে ফিরে আসে প্রচণ্ড প্রতাপে।
তবুও শুভেচ্ছা নূতনের, আপনাকে।
খাদিজাতুল কুবরা
নববর্ষের শুভেচ্ছা জানবেন ভাইয়া।
আন্তরিক ধন্যবাদ।
আরজু মুক্তা
রাষ্ট্র, অন্বেষণ, উদ্বোধন বানান গুলো সম্পাদন করেন।
আসলেই এখন মানবিকতা বড়। নতুন বছরে এমন উদ্দীপনা আমাদের সবার মনেই কাজ করুক।
খাদিজাতুল কুবরা
ঠিক করে নিয়েছি আপু।
আন্তরিক ধন্যবাদ এবং নববর্ষের শুভেচ্ছা