আজ ও জননীর বুকে কতশত পথশিশুর পাণ্ডব দেহ অনাবৃত, ক্ষুধার্ত !

কত শত কপর্দকহীন ভিখিরি রাজপথে ঘুমায়!

দিন যায় মাস ফুরায়, বছরের পর বছর কালান্তরের সাক্ষী হয়,

তাতে সেই শিশুটির কী আসে যায়?

যার মুখে একফোঁটা দুধ জোটেনি কস্মিনকালে!

হতে পারে পেট পুরে খাওয়া হয়নি আজকের দিনে ও।

আজ ও বৃহন্নলার রাষ্ট্র স্বীকৃত ভিক্ষাবৃত্তির দৃশ্য দেখে   বানরের পূর্ব পুরুষ জেগে উঠে  আমাদের মস্তিষ্কে!

আজ ও সহবাস সেরে স্বগৃহে ফিরে  পরম তৃপ্ত পৌরুষে সাধ্বী স্ত্রীর পাশে পাশ ফিরে ঘুমায় পুরুষ,

আর তখন বারবনিতা উপনামে বিচ্ছিন্ন কোন জীব জীবিকার অন্বেষণে আরেকজনকে খোঁজে!

সুশীল সমাজ প্রশ্ন তোলেনা একা মহিলাটি পতিতা হতে পারে?

আজ ও শিশুর ক্ষত বিক্ষত স্পর্শকাতর অঙ্গ প্রত্যঙ্গ বিকলাঙ্গ হয় মানুষের আঁচড়ে!

একটি নতুন বছর যদি শুধু একটি সাল সংখ্যা না হয়ে একটি নতুন শুরু হতো __

যদি নতুন বছরে পুরনো মোড়কে; সত্যিকারের সভ্যতার উদ্বোধন করতে পারতাম, তবে পথশিশু শব্দটি অভিধান থেকে মুছে দিতাম।

যখন একটি ও শিশু মৌলিক সুবিধা বঞ্চিত হয়, সেখানে সভ্যতা শুধু একটি অনর্থক শব্দ মাত্র।

এলজ্জা কোথায় রাখি!

আজকের দিনে প্রার্থনা এই __

নতুন বছর যেন সকল অশুভকে দুর করে আমাদেরকে মানবিক হতে শেখায়।

৭১৩জন ৫৯৭জন
0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ