
রূপকথার দৈত্যের যেমন-
টিয়ার মাঝে প্রাণ,
তেমনি আমার প্রাণ পাখি-
তুমি জানের জান।
টিয়ার কষ্ট হলে যেমন-
দৈত্যের কষ্ট হয়,
তোমার কষ্টই আমার কষ্ট-
এটা মিথ্যা নয়।
দৈত্য যেমন প্রাণ টিয়াকে-
রাখে লুকিয়ে,
একটু আড়াল হলে প্রাণটা-
যায় যে শুকিয়ে।
ততদিন দৈত্য বাঁচে-
প্রাণ টিয়া বাঁচে যতদিন,
যতদিন তুমি বাঁচবে-
আমি বাঁচবো ততদিন।
রূপকথার গল্প নহে-
এটাই মনের ভাষা,
তোমায় ঘিরেই এই মনের-
স্বপ্ন যত আশা।
৫টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
সুন্দর প্রেমের কবিতা। ভালোবাসার মানুষটির সবকিছুতেই নিজেকে ভাবতে ভালো লাগে। এরই নাম ভালোবাসা। নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা
শামীনুল হক হীরা
সত্যি মুগ্ধ হলাম মন্তব্য পেয়ে।। ধন্যবাদ সহ ভালবাসা রইল।
আলমগীর সরকার লিটন
খুব সুন্দর ছন্দময় এক ভাবনার প্রকাশ কবি দা
জাহাঙ্গীর আলম অপূর্ব
অপূর্ব প্রেমের কথা লিখেছেন প্রিয়
শুভকামনা রইল
আরজু মুক্তা
এমনই হওয়া উচিত। ভালো লাগলো কবিতা