
মহাজ্ঞানী নই তবুও সদাই
হামবড়া ভাবে থাকি,
রূপকার নই তাতে কি হয়েছে
হৃদয়ে তো ছবি আঁকি!
গান শুনে যদি তৃপ্তিতে কেউ
কৌতুক ভেবে বসে,
কি বা দোষ তাতে খুঁজলে আসন
পেতে শ্রেষ্ঠর দশে!
তানপুরা ভেবে নাই বা বললে
মিঠা সুস্বাদু বেল,
দুঃখ পাব না যদি দেখি নেই
তোমার দু’হাতে তেল।
তানপুরা > শোভাবর্ধণকারী দেখতে এক প্রকার বেল এর মতো ফল।
১৩টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
বেশ ছন্দময় অনুভব প্রকাশ কবি দা
বোরহানুল ইসলাম লিটন
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন কবি দা।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন নিরাপদে থাকুন।
মোঃ মজিবর রহমান
মনের সুখে ভাবি মনের সুখেই থাকি
তাতে কে কি বল্ল আর ভাবল তা না ভাবি
থাকিসদা প্রফুল্ল বদনে এটাই হোক মোর প্রার্থনা।
নিজের আনন্দয় মুখ্য থাকি যেভাবেই হোকনা।
বোরহানুল ইসলাম লিটন
মূল্যবান মন্তব্যে ভীষণ অনুপ্রাণিত হই প্রিয় কবি।
জীবনের চলার পথ বড়ই দূর্গম
আত্মতুষ্টি বিনে পাড়ি সে পথ পাড়ি দেয়া খুবই দুরুহ।
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইল অন্তহীণ।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন নিরাপদে থাকুন।
শুভ কামনা অবিরাম।
মোঃ মজিবর রহমান
আমি কবি না লিটন ভাই, আমি আপনাদের লিখার একজন পাঠক মাত্র। আপনার প্রতি অনুরক্ত সুন্দর মন্তব্য। ভালো থাকুন। শুভব্লগিং।
ফয়জুল মহী
সুন্দরে সমুজ্জ্বল।
শুভ কামনায় শ্রদ্ধা ও সম্মান, সালাম।
বোরহানুল ইসলাম লিটন
মন্তব্যে প্রাণিত হলাম।
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইল অন্তহীণ।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন নিরাপদে থাকুন।
সুপর্ণা ফাল্গুনী
নিজের সুখের পৃথিবীতে কাউকে রাজা বা রানী বানানোর দরকার নেই, নিজেই সর্বেসর্বা থাকুন। ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা অফুরন্ত
বোরহানুল ইসলাম লিটন
সুন্দর মন্তব্যে অনুপ্রাণিত হলাম প্রিয় কবি।
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইল অন্তহীণ।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন নিরাপদে থাকুন।
রোকসানা খন্দকার রুকু
পাছে লোকে কিছু বলবেই তাতে কান দিয়ে কি হবে? মন তো মনই তাকে তার মতই চলতে দেই।
শুভ কামনা।🌹🌹
বোরহানুল ইসলাম লিটন
সুন্দর বলেছেন।
আত্মতুষ্টিই সুখের রূপকার।
মূল্যবান মন্তব্যে ভীষণ অনুপ্রাণিত হলাম।
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইল অন্তহীণ।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন নিরাপদে থাকুন।
আরজু মুক্তা
তোষামোদির দরকার নেই। নিজের সুখটুকু নিয়ে থাকাই বড় কথা।
শুভকামনা
বোরহানুল ইসলাম লিটন
প্রাণিত হলাম।
ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন।
আন্তরিক শুভ কামনায় নববর্ষের শুভেচ্ছা রইল অন্তহীণ।