
আজ অক্ষরেরা যুক্ত হলো সবাক কবিতায়
আজ রাত্রি আরও সুরভিত মন মহুয়ায়,
বাঁধ ভাঙা ঐ চাঁদের হাসি ভেঙেছে সকল লাজ,
সোনালী আলো ছড়াবে রবি,সাজবে রাঙা প্রভাত
হিম-হিমালয়ের ঘুমোট পাঁজরেও আজ জল-জোছনার কারুকাজ!
আজ ইচ্ছেরা সব মুক্ত হলো বদ্ধ দুয়ার খুলে
আজ রঙ গুলো সব রঙ্গিন হলো ইচ্ছে আকাশ ছুঁয়ে,
আজকের আকাশ জানে
আজকের পৃথিবী জানে
জানে ভূমিষ্ঠ সময়ের সাক্ষ্য ভূমি,
এ ধরায় আসে কিছু প্রাণ
জানেনা নিতে,শুধু দিতে জানে দান
কল্যাণের পথে রাখে অবদান, কারন-অকারনে/
ধর্ম নয় বর্ণে নয়, নিরাবেগ বিবেকে নয়,
মানুষের মাঝে বাঁচে
মানবতার মৌলে করে বিচরণ।
এমন মানুষ ঘরে-ঘরে প্রতিদিন প্রতিক্ষণে জন্মায় না।
তারা আসে জয় করতে, জয় স্বাধীনতার আস্বাদ পায় তাদেরকে জয়ী হতে দেখে।
আজ অনলাইন জগতের অন্যতম প্রিয় লেখক, শ্রদ্ধেয় ব্লগার, সোনেলা ব্লগ প্রতিষ্ঠাতা জিসান শা ইকরাম এর শুভ জন্মদিন।
আজকের এইদিনে তিনি পৃথিবীতে এসেছিলেন। অজস্র ফুলেল শুভেচ্ছা জানাই তাকে..
শুভ হোক জন্মদিন।শুভ জন্মদিন। ভালো থাকুন জীবনের প্রতিদিন প্রতিক্ষণ পরিপূর্ণ আনন্দে, সম্পূর্ণ মর্যাদায়। বড়দের আদর-স্নেহ,ছোটদের শ্রদ্ধা সম্মান, বন্ধুদের ভালোবাসা ঘিরে থাকুক আপনার চারপাশ।
৩৫টি মন্তব্য
বন্যা লিপি
শুভ জন্মদিন প্রিয় মানুষটির জন্য।এত চমৎকার শুভেচ্ছা পোষ্টের জন্য ময়না তোমাকেও অসংখ্য ধন্যবাদ।
জিসান শা ইকরামের জন্য নিরন্তর ভালবাসা শুভেচ্ছা🌹🌹🌹🌹🌹🌹🌹
জিসান শা ইকরাম
শুভেচ্ছার জন্য অনেক অনেক ধন্যবাদ।
এমন পোষ্ট দেখে এবং সবার শুভেচ্ছা দেখে আমি আপ্লুত।
শুভ কামনা 🌹🌹🌹
মোঃ মজিবর রহমান
শুভ জন্মদিন প্রিয়।
জিসান শা ইকরাম
আন্তরিক ধন্যবাদ ভাই।
শুভ কামনা 🌹🌹🌹
মোঃ মজিবর রহমান
সময়ের অভাবে আছি নতুন চাকরি। বড় বা বেশি চিন্তা করে কিছুই দেবার পরিবেশ এখন আমার নাই। শুধুই হৃদয় নিংড়ানো ভালোবাসায় আপনার জন্য দিলাম। আল্লাহ সহায় হোক আপনার সকল কর্মে ও কাজে। আল্লাহ হাফেজ।
জিসান শা ইকরাম
আপনি আন্তরিক ভাবে ভালোবাসেন, শ্রদ্ধা করেন আমাকে।
এর চেয়ে বেশী কিছু তো আর চাই না ভাই, আপনার আন্তরিকতার চেয়ে বড় কি আছে?
আপনিও ভালো থাকবেন।
শুভ কামনা।
মোঃ মজিবর রহমান
দোয়া করবেন ভাইজান। আল্লাহ পাক সবাইকে সুস্থ রাখুক। আমীন।
রোকসানা খন্দকার রুকু
শুভ জন্মদিন ভাইয়া। সত্যিই এমন মানুষ খুব কমই আছে।
যাই বলি একেবারেই কম বলা হবে। আপনি অনেক অনেক ভালোবাসা ও শ্রদ্ধা ও সবার পছন্দের। আপনার দীর্ঘায়ু কামনা করছি।🌹🌹❤️❤️🥰🥰
শুভেচ্ছা পোস্টটিও অসাধারণ হয়েছে। শুভ কামনা আপনার জন্যও।🥰🥰
জিসান শা ইকরাম
এমন মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।
কৃতজ্ঞতা জানবেন।
শুভ কামনা 🌹🌹🌹
প্রদীপ চক্রবর্তী
শ্রদ্ধেয় জিসান,দাদা আপনাকে নিয়ে লিখলে লেখা শেষ হবে না। আপনার নির্দেশনাসুরে কিভাবে ব্লগে কি করতে হবে এবং লিখতে হবে তা যে পরিমাণ ধৈর্য সহকারে বুঝিয়ে দিয়েছেন তা খুব কমসংখ্যক লোকের মধ্য বিরাজ। এমনকি শুধু তা নয়…
আমি সেইদিন অনুভব করেছিলাম আপনি’ই একজন!
.
শুভ জন্মদিনে শ্রদ্ধা জানাই।
শুভ হোক আপনার প্রতিটি দিন।
ভালো থাকুন অনেক।
.
সাধুবাদ জানাই সাবিনা দিদিকে এত সুন্দর করে জন্মতিথির শুভেচ্ছা পোস্ট শেয়ার করার জন্য।
জিসান শা ইকরাম
প্রদীপ তুমি আমার পছন্দের একজন অতি প্রিয় জন।
সবার শ্রদ্ধা এবং ভালোবাসায় সিক্ত আমি।
আন্তরিক স্নেহ রইল তোমার জন্য।
শুভ কামনা 🌹🌹🌹
বোরহানুল ইসলাম লিটন
’শুভ জন্মদিনে’ এ
অনন্য শ্রদ্ধা নিবেদন প্রিয় কবি।
মুগ্ধতায় শুভেচ্ছা ও শুভ কামনা রেখে গেলাম একরাশ।
জিসান শা ইকরাম
আপনাকে ধন্যবাদ প্রিয় ব্লগার।
আন্তরিক শুভ কামনা 🌹🌹🌹
খাদিজাতুল কুবরা
জিসান ভাইয়াকে জন্মদিনে রাশি রাশি ফুলেল শুভেচছা।
আজকের দিনে এ মহান মানুষটি এসেছেন ধরাধামে!
ফুটেছিলো সহস্র ফুলেরা নামে বেনামে,
চাঁদ উঠেছিলো আঁধার দূরীকরণের প্রত্যয়ে,
খুশির জোয়ার এনেছিলো আপনালয়ে।
ভালোবাসি এবং পরম শ্রদ্ধার আসনে সযতনে অন্তরের অন্তস্থলে মমতায় লালন করি প্রিয় ভাইয়াকে।
অহর্নিশ প্রার্থনায় রাখি, যেন দুঃখ কষ্ট না ছুঁতে পারে ভাইয়াকে।
আসলে জিসান ভাইয়াকে লিখতে যে শক্তি সাহস প্রয়োজন সেটা আমি এখনো অর্জন করতে পারিনি।
সাবিনা আপুকে ধন্যবাদ এতো সুন্দর শুভেচ্ছা পোস্টটির জন্য।
আন্তরিক শুভেচ্ছা দুজনের জন্য।
জিসান শা ইকরাম
এমন কাব্যিক মন্তব্যের জবাব কিভাবে দেবো ছোট আপু?
অনেক অনেক কৃতজ্ঞতা ও স্নেহ রইল,
দোয়া করি আল্লাহ্ যেন ভালো রাখেন আমার ছোট বোনটিকে।
শুভ কামনা 🌹🌹
ইঞ্জা
জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ভাইজান।
এভাবেই আপনি সোনেলাকে নিয়ে এগিয়ে যান আজীবন।
শুভকামনা রইলো।
সাবিনাপুকে অসংখ্য ধন্যবাদ সুন্দর পোস্টটির জন্য।
জিসান শা ইকরাম
আন্তরিক কৃতজ্ঞতা জানবেন ভাইজান,
দোয়ায় রাখবেন আমাকে।
ভালো থাকবেন সারাক্ষণ।
শুভ কামনা 🌹🌹
ইঞ্জা
নিশ্চয় ভাইজান।
তৌহিদ
জিসান ভাইয়ের তুলনা তিনি নিজেই। তার মত একজন মানুষকে নিয়ে লিখতে গেলে তা খুব সামান্যই মনে হবে। অনলাইন জগতে পরিচিত আপনজন যে ক’জন মানুষ আমার মনে ঠাঁই করে নিয়েছে জিসান ভাই তাদের অন্যতম।
নামে গুনে এই মানুষটি আমি শ্রদ্ধা সম্মান করি নিজের বড় ভাইয়ের মত। তিনিও ছোট ভাইয়ের মত আমাকে দেখাশুনা করেন এর চেয়ে বড় কিছু প্রাপ্তি আর হতে পারেনা।
যার জন্য সোনেলার মত প্লাটফরম পেয়েছি সেই প্রিয় এই মানুষটির সর্বাঙ্গীণ সাফল্য কামনা করি সবসময়।
শুভ জন্মদিন প্রিয় ভাই।
জিসান শা ইকরাম
আপনি আমার আপনজনদের একজন,
অনলাইনে এসে আপনার মত ছোট ভাই পেয়ে আমি ধন্য তৌহিদ ভাই।
আপনার প্রতি কৃতজ্ঞতার শেষ নেই আমার।
দোয়ায় রাখবেন আমাকে।
শুভ কামনা 🌹🌹🌹
তৌহিদ
অবশ্যই দোয়া থাকবে ভাইজান।
তৌহিদ
আপনাকেও অনেক ধন্যবাদ সাবিনা আপু চমৎকার একটি শুভেচ্ছা পোষ্ট উপহার দেয়ার জন্য।
শুভকামনা সবসময়।
কামাল উদ্দিন
শুভ জন্মদিন বড় ভাই। আপনাদের সাথে সময় দিতে পারিনা বলে মনের ভেতড়তআ ষব ষম্য খচখচায়…….সাবিনা আপুর প্রতিও রইল অনেক অনেক শ্রদ্ধা।
জিসান শা ইকরাম
আন্তরিক ধন্যবাদ আপনাকে কামাল উদ্দিন ভাই।
সময় একদিন ঠিকই দিতে পারবেন বলে বিশ্বাস।
শুভ কামনা ভাই 🌹🌹🌹
কামাল উদ্দিন
আমারও তাই বিশ্বাস বড় ভাই।
ফয়জুল মহী
শুভ কামনা ও দোয়া রইলো I
♥️♥️♥️
জিসান শা ইকরাম
অনেক ধন্যবাদ আপনাকে মহী ভাই।
আন্তরিক শুভ কামনা 🌹🌹🌹
নাসির সারওয়ার
শুভ জন্মদিন।
কিছু লিখতে ইচ্ছে হচ্ছে, অথচ লেখা আসছে না। কলমের কালি কি শেষ!
জিসান শা ইকরাম
আপনাকেও জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ভাইজান।
একই দিনে কিভাবে যে দুজনার জন্মদিন হলো, তাই ভাবি মাঝে মাঝে।
কলমের কালি আমারও মনে হয় শেষ হয়ে গিয়েছে। কিছু লিখতে পারছি না ইদানিং।
লেখার মাঝে না থাকলে লেখা চলে যায়, এবার তা উপলব্দি করছি।
দোয়ায় রাখবেন আমাকে,
শুভ কামনা ভাইজান 🌹🌹🌹
সুপর্ণা ফাল্গুনী
আমার প্রিয় দাদা ভাইয়ের জন্য অফুরন্ত লাল গোলাপের শুভেচ্ছা ও শুভকামনা। যার জন্য আজ সোনেলার জন্ম , যার জন্য এতো ব্লগার আলোর বিচ্ছুরণ ঘটাচ্ছে তার জন্য আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা, ভালোবাসা রইলো। তার প্রতি চির কৃতজ্ঞ আমি , লেখার জন্য আমাকে এই প্লাটফর্ম দেবার জন্য।
ঈশ্বর সহায় হোন। সবার আশীর্বাদ, শ্রদ্ধা, স্নেহ, ভালোবাসার বৃষ্টি বর্ষিত হোক আপনার উপর।
শুভ জন্মদিন দাদা ভাই।
সাবিনা আপুকেও অফুরন্ত ধন্যবাদ। ভালো থাকুন সুস্থ থাকুন আপু।
জিসান শা ইকরাম
এত সুন্দর শ্রদ্ধা পূর্ণ শুভেচ্ছার জবাব দিতে আবেগে আপ্লুত হই আমি ছোটদি।
সবার শুভেচ্ছা আর শ্রদ্ধায় নিজেকে ভাগ্যবান মনে করছি।
আন্তরিক কৃতজ্ঞতা আর শুভেচ্ছা তোমাকেও।
শুভ কামনা 🌹🌹🌹
জিসান শা ইকরাম
এত সুন্দর শুভেচ্ছা পোষ্ট হয় তা আমার ধারনা ছিল না,
যেভাবে বর্ণনা করলেন আমাকে, তা বার বার পড়ে প্রায় মুখস্থ করে ফেলেছি।
যে উচ্চতায় আমাকে নিয়ে গিয়েছেন, তা আসলেই আমার প্রাপ্য কিনা জানিনা না,
তবে এমন লেখায় বেঁচে থাকার প্রেরণা যোগায়, জন্মদিন কে স্বার্থক মনে হয়।
এমন পোষ্ট দিয়ে আমার জন্মদিনকে রঙিন করে দিয়েছেন আপনি।
আপনার মত কবিতার ভাষায় আমি লিখতে পারি না,
আমার আন্তরিক শুভেচ্ছা, শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা আপনার প্রতি।
ভালো থাকবেন অনেক অনেক
শুভ কামনা 🌹🌹🌹
রেজওয়ানা কবির
শুভ জন্মদিন ভাইয়া, অনেক অনেক ভালো থাকুন,সুস্থ থাকুন এই কামনা।
জিসান শা ইকরাম
অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপু।
ভালো থাকুন সব সময়।
শুভ কামনা 🌹🌹
আরজু মুক্তা
আমি তো শুধু শিখি আর শিখি। শিক্ষকের জন্মদিনে উপহার দেয়ার মতো কিছু নাই। শ্রদ্ধা আর ভালোবাসা সবসময়।